ইডেন গার্ডেন্সে এ মরসুমের মতো অভিযান শেষ কলকাতা নাইট রাইডার্সের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ হোম ম্যাচ খেলেছেন শ্রেয়স আইয়াররা। কলকাতার আবহাওয়া অবশ্য় অস্বস্তিতে রেখেছিল ক্রিকেট প্রেমীদের। ম্যাচের দু-দিন আগে প্র্যাক্টিসও বাতিল হয়েছিল। ম্যাচেও বৃষ্টির আঁচ পড়েছিল। যদিও ক্রিকেট থেকে বঞ্চিত হননি সমর্থকরা। ইডেনে ১৬ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
মরসুমের শেষ হোম ম্যাচ, উল্টোদিকে রোহিত শর্মার মতো কিংবদন্তি। কেকেআর সমর্থকদের কাছেও ম্যাচটা খুবই জরুরি ছিল। সংক্ষিপ্ত হলেও ম্যাচ হওয়ায় উচ্ছ্বাস। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে দু-দলই। তবে শেষ ওভারে বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। এ মরসুমে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর। ঘরের মাঠেও হার্দিকদের বিরুদ্ধে জয়ের উচ্ছ্বাস। আর সেই ম্যাচেই গ্যালারিতে অস্বস্তি।
বৃষ্টির জন্য এমনিতেই ওভার কমেছিল। আবারও আশঙ্কা ছিল বৃষ্টির। সে কারণে যত তাড়াতাড় সম্ভব ম্যাচ ফিনিশ করাই লক্ষ্য। অনেক সময়ই বল হারিয়ে গেলে তা সম্ভব হয় না। পুরোপুরি হারিয়ে গেলে বদল বদলে নেওয়া হয়। কিন্তু গ্যালারিতে বল গেলে, সেটার জন্য অপেক্ষা করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই তা দ্রুত মাঠে ছুড়ে দেন সমর্থকরা। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ বল নিয়ে চলে যাওয়ার ইঙ্গিত এক সমর্থকের। সেই কেকেআর সমর্থকের কাছে অবশ্য বলটি ‘স্মারক’ হয়েছিল!
Ball pent me 🤣 pic.twitter.com/2gG8EtBizf
— Professor Sahab (@ProfesorSahab) May 13, 2024
গ্যালারিতে বল আসায় পেয়েছিলেন কেকেআরের এক সমর্থক। সেটিকে গোপন জায়গায় লুকিয়ে রাখেন। স্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ কর্মী বল খুঁজছিলেন। সে সময়ই তা মেলে এক সমর্থকের কাছে। মাঠে অপেক্ষা চলছে বলের। স্বাভাবিক ভাবেই মেজাজ হারান পুলিশ কর্মী। এই ভাইরাল ভিডিয়োতে সেই ঘটনাই ধরা পড়েছে।