KKR IPL 2022 Auction Day 1 Highlights: নিলামে কেকেআরের খুঁটিনাটি খবর, ১২.২৫ কোটিতে দলে শ্রেয়স, রানা, মাভি ও কামিন্সকে ধরে রাখল নাইটরা

| Edited By: | Updated on: Feb 12, 2022 | 9:50 PM

Kolkata Knight Riders IPL Auction Live in Bengali: মেগা নিলামের প্রথম দিন নাইটদের ঝুলিতে আসবে কারা, জানতে দেখুন কেকেআরের আইপিএল ২০২২ নিলামের লাইভ আপডেট।

KKR IPL 2022 Auction Day 1 Highlights: নিলামে কেকেআরের খুঁটিনাটি খবর, ১২.২৫ কোটিতে দলে শ্রেয়স, রানা, মাভি ও কামিন্সকে ধরে রাখল নাইটরা
জানুন মেগা নিলামে কেকেআরের খুঁটিনাটি খবর

কলকাতা: আজ আইপিএলের মেগা নিলামের (IPL 2022 Auction) প্রথম দিন। বাংলার ক্রিকেট প্রেমীদের নজর কলকাতা নাইট রাইডার্সের (KKR) দিকে। এ বারের রিটেনশনে চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে কিং খানের দল। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ার। চার ক্রিকেটারকে ধরে রাখার পর ৪৮ কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসতে চলেছে কেকেআর। গত বারের দলে যাঁরা ছিলেন তাদের অনেককেই আবার দলে নেওয়ার একটা চেষ্টা হবে। তবে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ফোকাস অধিনায়ক নির্বাচনের দিকে। সঙ্গে চাই ভালো একজন উইকেটকিপার।

গত মরসুমে ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইওন মর্গ্যানকে নেতৃত্বে রেখে মাঠে নেমেছিল কেকেআর। তার আগে ছিলেন দীনেশ কার্তিক। কিন্তু এবার দুজনের একজনকেউ দলে রাখার বিষয়ে তারা আগ্রহ দেখাবে মনে হচ্ছে না। অধিনায়ক হিসেবে কাকে দলে টানতে পারে কিং খানের দল? তালিকায় মূলত দুটি নাম। প্রথমত তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিল্লি ক্যাপিটালসের প্রত্যাবর্তন শুরু হয়েছিল শ্রেয়সের অধিনায়কত্বেই। পাশাপাশি তাঁর বয়স কম, তাই লম্বা সময়ের জন্য তাঁর ওপর দায়িত্ব দেওয়া য়েতে পারে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 12 Feb 2022 08:52 PM (IST)

    IPL Auction 2022 Updates: শেল্ডন জ্যাকসন ফিরলেন কেকেআরে

    ৬০ লাখ টাকায় কেকেআরে ফিরলেন শেল্ডন জ্যাকসন।

  • 12 Feb 2022 08:51 PM (IST)

    IPL Auction 2022 Updates: শেল্ডন জ্যাকসনের জন্য বিডিংয়ে কেকেআর

    শেল্ডন জ্যাকসনের জন্য বিডিং শুরু করেছে নাইট শিবির।

  • 12 Feb 2022 08:19 PM (IST)

    IPL Auction 2022 Updates: শাহবাজ আহমেদের জন্য বিডিং করছে কেকেআর

    শাহবাজ আহমেদের জন্য বিডিং শুরু করল নাইটরা

  • 12 Feb 2022 08:09 PM (IST)

    IPL Auction 2022 Updates: কমলেশ নাগরকোটির জন্য বিডিং করছে কেকেআর

    কমলেশ নাগরকোটির জন্য নিলামে বিডিং শুরু করল নাইটরা

  • 12 Feb 2022 07:58 PM (IST)

    IPL Auction 2022 Updates: শিবম মাভিকে ধরে রাখল কেকেআর

    ৭ কোটি ২৫ লক্ষ টাকায় শিবম মাভিকে ধরে রাখল কেকেআর।

  • 12 Feb 2022 07:49 PM (IST)

    IPL Auction 2022 Updates: মাভির জন্য বিড করছে কেকেআর

    শিবম মাভির জন্য বিডিংয়ে নাইটরা।

  • 12 Feb 2022 07:43 PM (IST)

    IPL Auction 2022 Updates: শাহরুখ খানকে দলে নেওয়ার জন্য বিডিং কেকেআরের

    গত বার পঞ্জাব কিংসের হয়ে খেলা শাহরুখ খানকে দলে নেওয়ার জন্য বিডিং শুরু কেকেআরের

  • 12 Feb 2022 07:22 PM (IST)

    IPL Auction 2022 Updates: রাহুল ত্রিপাঠীকে দলে ফেরাতে পারল না কেকেআর

    রাহুল ত্রিপাঠীকে দলে ফেরাতে পারল না কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদ ৮ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল রাহুল ত্রিপাঠীকে।

  • 12 Feb 2022 07:19 PM (IST)

    IPL Auction 2022 Updates: রাহুল ত্রিপাঠীকে ফেরানোর জন্য বিডিংয়ে কেকেআর

    রাহুল ত্রিপাঠীকে দলে ফেরানোর জন্য বিডিং চালাচ্ছে কেকেআর

  • 12 Feb 2022 05:02 PM (IST)

    IPL Auction 2022 Updates: পুরানকে পেল না নাইটরা

    শেষ অবধি সানরাইজার্স হায়দরাবাদ ১০.৭৫ কোটি টাকায় কিনল নিকোলাস পুরানকে।

  • 12 Feb 2022 04:55 PM (IST)

    IPL Auction 2022 Updates: পুরানকে দলে নেওয়ার জন্য লড়াই কেকেআরের

    নিকোলাস পুরানকে দলে নেওয়ার জন্য লড়াই চালাচ্ছে কেকেআর এবং হায়দরাবাদ।

  • 12 Feb 2022 03:33 PM (IST)

    IPL Auction 2022 Updates: নাইটগ্রহে কামব্যাক করে কী বললেন রানা?

    নাইট শিবির ধরে রেখেছে নীতিশ রানাকে। নাইটগ্রহে কামব্যাক করে কী বললেন রানা?

    দেখুন ভিডিও…

  • 12 Feb 2022 03:31 PM (IST)

    IPL Auction 2022 Updates: নাইট শিবিরে এ বার যোগ দেবেন কোন ক্রিকেটার?

    নাইট গ্যালাক্সিতে এ বার কোন তারকা যোগ দেবেন আজকের নিলাম?

  • 12 Feb 2022 02:21 PM (IST)

    IPL Auction 2022 Updates: কেকেআরে যোগ দিয়ে কী বার্তা দিলেন শ্রেয়স?

    কেকেআরে যোগ দিয়ে কী বললেন শ্রেয়স আইয়ার? দেখুন ভিডিও

  • 12 Feb 2022 01:49 PM (IST)

    IPL Auction 2022 Updates: ৮ কোটি টাকায় কেকেআরে ফিরলেন রানা

    নীতিশ রানাকে ধরে রাখল কেকেআর। ৮ কোটি টাকায় কেকেআরে ফিরলেন তিনি

  • 12 Feb 2022 12:59 PM (IST)

    IPL Auction 2022 Updates: ১২.২৫ কোটি টাকায় নাইট শিবিরে এসেছেন শ্রেয়স

    শ্রেয়স আইয়ারের জন্য গলা ফাটাচ্ছেন কেকেআরের ফ্যানেরা।

  • 12 Feb 2022 12:41 PM (IST)

    IPL Auction 2022 Updates: কেকেআরে শ্রেয়স

    নাইটরা নিলামে ১২.২৫ কোটি টাকায় কিনল শ্রেয়স আইয়ারকে।

  • 12 Feb 2022 12:25 PM (IST)

    IPL Auction 2022 Updates: কেকেআরে ফিরলেন কামিন্স

    ৭.২৫ কোটি টাকায় কেকেআর দলে ফেরাল প্যাট কামিন্সকে।

  • 12 Feb 2022 12:23 PM (IST)

    IPL Auction 2022 Updates: কামিন্সের জন্য নিলামে বিড করছে কেকেআর

    দলের পুরনো প্লেয়ারকে পেতে মরিয়া কেকেআর। ১০ মার্কি প্লেয়ারদের মধ্যে নিলামে তিন নম্বরে উঠছেন প্যাট কামিন্স। তাঁর বেস প্রাইস ২ কোটি।

  • 12 Feb 2022 11:32 AM (IST)

    কত টাকা রয়েছে কেকেআরের ঝুলিতে?

    চার প্লেয়ার রিটেইন করার পর ৪৮ কোটি টাকা রয়েছে কেকেআরের ঝুলিতে। এই টাকা দিয়েই নিলামে বাজি ধরবে কিং খানের দল।

  • 12 Feb 2022 11:23 AM (IST)

    মক অকশনের বিজেতারা সরাসরি কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলোচনায়

  • 12 Feb 2022 10:15 AM (IST)

    কেকেআর রিটেইন করেছে কোন প্লেয়ারদের?

    কেকেআর দুইজন বিদেশি খেলোয়াড় এবং দুইজন ভারতীয় খেলোয়াড়কে ধরে রেখেছে, সে কারণেই তারা ২১ জন প্লেয়ারদের মধ্যে মাত্র ছয়জন বিদেশি খেলোয়াড়কে বেছে নিতে পারবে।

    আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে রিটেইন করেছে কিং খানের দল।

  • 12 Feb 2022 10:01 AM (IST)

    বেগুনি শিবিরের ফোকাসে কারা?

    কেকেআর কোন ক্রিকেটারদের জন্য ঝাঁপাতে পারে?

    পড়ুন বিস্তারিত- Kolkata Knight Riders IPL 2022 Auction: নিলামে অধিনায়কের খোঁজে কলকাতা নাইট রাইডার্স

Published On - Feb 12,2022 10:00 AM

Follow Us: