KKR, IPL 2024: গৌতম গম্ভীরের ছোঁয়ায় ফিরেছে ‘লাক’, আইপিএলের টেবল টপার KKR

May 06, 2024 | 2:11 PM

Gautam Gambhir: এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে কেকেআর। নাইটদের প্লে অফ প্রায় নিশ্চিত। গম্ভীরের মন্ত্রেই সাফল্যের সিঁড়িতে উঠেছে কেকেআর। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। একানা স্টেডিয়ামে কেকেআর লখনউকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে কেকেআরের বোলার হর্ষিত রানা জানান, টিমের এই সাফল্য গৌতম গম্ভীরের জন্যই।

KKR, IPL 2024: গৌতম গম্ভীরের ছোঁয়ায় ফিরেছে লাক, আইপিএলের টেবল টপার KKR
KKR, IPL 2024: গৌতম গম্ভীরের ছোঁয়ায় ফিরেছে 'লাক', আইপিএলের টেবল টপার KKR
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: গৌতম গম্ভীরের ছোঁয়ায় যেন বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাইট শিবিরে মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) গুড লাক নিয়ে ফিরেছেন। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের (IPL) ইতিহাসে তার আগে লখনউয়ের বিরুদ্ধে একটিও ম্যাচ জেতেনি কেকেআর। এ ছাড়া লখনউয়ের ঘরের মাঠে এক বারও কেকেআর (KKR) লোকেশ রাহুলের টিমকে হারাতে পারেনি। রবিবার রাতে সেটাও করেছে কেকেআর। যার ফলে আইপিএলের পয়েন্ট টেবলের মগডালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের এই সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে গৌতম গম্ভীরের।

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে কেকেআর। নাইটদের প্লে অফ প্রায় নিশ্চিত। গম্ভীরের মন্ত্রেই সাফল্যের সিঁড়িতে উঠেছে কেকেআর। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। একানা স্টেডিয়ামে কেকেআর লখনউকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে কেকেআরের বোলার হর্ষিত রানা জানান, টিমের এই সাফল্য গৌতম গম্ভীরের জন্যই।

কেকেআরকে ২ বার আইপিএল জিতিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই তৃতীয় আইপিএল খেতাবের স্বপ্ন দেখছে নাইট শিবির এবং কেকেআরের সমর্থকরা। গম্ভীর যে ঘরানার ক্রিকেট পছন্দ করেন, খেলতেন সেটাই এ বার অনুসরণ করছে কেকেআর। এই প্রসঙ্গে হর্ষিত রানা বলেন, ‘শুধু লখনউ ম্যাচেই নয়, গৌতম গম্ভীর যে ধরনের ক্রিকেট চান আমরা সেটাই এই মরসুম জুড়ে খেলছি। তিনি জানেন কী ভাবে ম্যাচ আমাদের পক্ষে আসতে পারে। আর সেটাই আমাদের সাহায্য করে।’

রানা একইসঙ্গে জানান, লখনউয়ের বিরুদ্ধে খেলার আগে গৌতম গম্ভীর জানিয়েছিলেন, বোলাররা যেন খোলা হাতে খেলে। এবং বেশি কিছু যেন করার চেষ্টা না করে। লেংন্থ অনুযায়ী বল করলেই হবে। হর্ষিত বলেন, ‘কেকেআর উইকেট ভালো পড়তে পেরেছিল। আমরা যে জায়গায় বল করেছি, যে জায়গা টার্গেট করেছি এক্কেবারে সঠিক ছিল।’

গত পাঁচ আইপিএল মরসুমে মাত্র একবারই প্লে অফে এবং ফাইনালে উঠেছিল কেকেআর। কিন্তু তৃতীয় আইপিএল ট্রফি নাইট শিবিরে আসেনি। শেষ ২০২১ সালে ইওন মর্গ্যানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স রানার্স হয়ে থেমেছিল।

Next Article