কলকাতা: আইপিএল (IPL 2023) খেলতে এসে দুটো ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের লাগাতার ব্যর্থতায় বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসকে (Litton Das) খেলানোর জোর দাবি তোলেন সাধারণ ক্রিকেট সমর্থক থেকে বিশেষজ্ঞরা। অবশেষে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক হয়েছে লিটন দাসের। যতটা গর্জালেন, তার ছিঁটেফোটাও বর্ষালেন না। নাইটদের জার্সিতে লিটনের অভিষেক পর্বটা মোটেও সুখের হয়নি। প্রথম ম্যাচে রহমানুল্লা গুরবাজকে বসিয়ে লিটনকে ওপেনিংয়ে নামিয়ে দেয় কেকেআর (KKR)। তাতে আখেরে লাভ হল না নাইটদের। কেকেআরের নতুন ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। আইপিএলে প্রথম ম্যাচ, হতেই পারে। কিন্তু উইকেটের পিছনে লিটনের ব্যর্থতা মাফ করতে নারাজ ক্রিকেট জনতা। বৃহস্পতিবার রাতে পয়েন্ট টেবলের একেবারে নিচে থাকা দিল্লি ক্যাপিটালস চলতি মরসুমে প্রথম জয় পেয়েছে কলকাতাকে হারিয়ে। কেকেআরের হারের পিছনে বাংলাদেশের কিপার-ব্যাটারকেই দায়ী করেছেন নাইট সমর্থকরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
কলকাতা নাইট রাইডার্স টিমে তারকা মুখে ছড়াছড়ি কমই থাকে। আইপিএলের গোনা গুনতি কয়েকটি দলের মধ্যে কেকেআর একটি টিম যারা তারকা মুখের পরিবর্তে দেশের প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষপাতী। প্রথম মরসুমে জিম্বাবোয়ের তাতেন্দা তাইবু থেকে ১৫টা বছর ধরে কেকেআর টিমে এমন কিছু ক্রিকেটারকে দেখা গিয়েছে যাঁদের নামই হয়তো কোনওদিন শোনা যায়নি। কখনও সেই অচেনা নামের ক্রিকেটাররাই তাক লাগিয়ে দেন। উল্টোটাও ঘটে। কিন্তু বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস মোটেও অচেনা নাম নন। গতবছর টি-২০ বিশ্বকাপে ঝড় তুলেছিলেন এই বাঙালি ক্রিকেটার। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে লিটনের চাহিদা বেড়ে গিয়েছে। তাই নিলামে টুক করে বাংলাদেশী তারকাকে তুলে নিয়েছিল কেকেআর। সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। সাকিব পর্বের কথা সকলেরই জানা। কলকাতার তাপমাত্রার মতোই প্রথম বার আইপিএল খেলতে আসা লিটনকে নিয়ে প্রত্যাশা বেড়েছিল চড়চড় করে। কিন্তু এক ম্যাচেই মোহভঙ্গ। লিটনকে দল থেকে হটানোর জোর দাবি তুলেছেন কেকেআর সমর্থকরা।
ব্যাটিংয়ে নজর কাড়তে পারেননি। এরপর সহজ দুই স্টাম্পিংয়ের সুযোগ মিস। মাত্র ১২৭ রান ডিফেন্ড করতে নেমে নাইট বোলাররা বেশ চেপে ধরেছিল দিল্লি ক্যাপিটালসকে। ১৭তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে সহজ স্টাম্প মিস করেন লিটন। স্ট্রাইকে ছিলেন ললিত যাদব। পরে ফের একবার সুযোগ আসে। বল করছিলেন নীতীশ রানা। অনেকটা বাইরে বেরিয়ে এসেছিলেন অক্ষর প্যাটেল তবে বলের লাইন মিস করে যান। স্টাম্পিংয়ের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন লিটন। নয়তো কেকেআরের ম্যাচটি জেতা নিশ্চিত ছিল। আক্ষেপ যাচ্ছে না সমর্থকদের। সেই ক্ষোভ থেকেই কেকেআর তারকাকে দেশ ছাড়ার পরামর্শও দিয়েছেন অনেকে।