Rinku Singh: IPL-এ হাজারের ক্লাবে কেকেআরের সুপারস্টার রিঙ্কু সিং
KKR, IPL 2025: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১২ বলে ১৫ রানের ইনিংসের সুবাদে রিঙ্কু এক মাইলফলক স্পর্শ করেছেন। আইপিএলে হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন রিঙ্কু সিং।

কলকাতা: চিপকে সিএসকে ‘বধে’ নাইটদের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)। এই তো কদিন আগের কথা। ইডেন গার্ডেন্সে আইপিএলে (IPL) নিজেদের হোম ম্যাচে লড়াই করেও দলকে জেতাতে পারেননি রিঙ্কু। শুক্র-রাতে অবশ্য তেমন ছবি দেখা যায়নি। রিঙ্কু নিজের স্টাইলে ম্যাচ ফিনিশ করেন। চিপকে কেকেআরের (KKR) সুপারস্টার নামেন চারে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১২ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে রিঙ্কু এক মাইলফলক স্পর্শ করেছেন। আইপিএলে হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন রিঙ্কু সিং।
অত্যন্ত প্রতিভাবান তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং অনেকের প্রিয়। তাঁর হাসিখুশি ভাব, সকলের থেকে তাঁকে খানিক আলাদা করে দেয়। দলকে জেতানোর জন্য তিনি জান দিতেও রাজি। এ বারের আইপিএলে কেকেআরের হয়ে ৬টি ম্যাচেই খেলেছেন রিঙ্কু। তার মধ্যে শেষ ৩ ম্যাচে তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেই ২০১৮ সাল থেকে কেকেআরে খেলছেন রিঙ্কু। দেখতে দেখতে এই টুর্নামেন্টে ১০০০-এর বেশি রান করে ফেললেন। আপাতত আইপিএলে ৫২টি ম্যাচে রিঙ্কু করেছেন ১০০৭ রান। রয়েছে ৪টি হাফসেঞ্চুরি। মেরেছেন ৮০টি বাউন্ডারি এবং ৫১টি ছয়। পাশাপাশি রিঙ্কু নিয়েছেন ৩১টি ক্যাচ।
Hazaar paar ⚡ pic.twitter.com/XvK7syTryM
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
এ বারের আইপিএলে ৬টি ম্যাচ খেলে ৫ ইনিংসে রিঙ্কু করেছেন ৫৭ গড়ে ১১৪ রান। তাতে তিনি মেরেছেন ১৩টি চার ও ৫টি ছয়। স্ট্রাইকরেট ১৬৭.৬৪। চিপকে শুক্র-রাতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় মেরে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং।
