KKR vs RCB, IPL 2021 Match 31 Result: আরবদেশে বিরাটের আরসিবিকে হারাল কেকেআর

| Edited By: | Updated on: Sep 20, 2021 | 10:43 PM

KKR vs RCB Live Score in Bengali: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

KKR vs RCB, IPL 2021 Match 31 Result: আরবদেশে বিরাটের আরসিবিকে হারাল কেকেআর
নাইটদের ওপেনিং জুটি (সৌজন্যে-আইপিএল ওয়বসাইট)

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি। কিন্তু এক ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় বিরাটব্রিগেড। ১৯ ওভারে ৯২ রানে অল আউট হয় আরসিবি। রান তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১০ ওভারের মধ্যে কাঙ্খিত জয় তুলে নেয় নাইটরা।

গতকাল রাতেই বড়সড় ঘোষণা করে দিয়েছেন ভিকে। যে, এই মরসুমের শেষে তিনি আরসিবির ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন। ফলে স্বাভাবিকভাবেই দলকে শেষ বার ক্যাপ্টেন হিসেবে প্রথম বার ট্রফি এনে দিতে চান কোহলি (Virat Kohli)। কিন্তু দেশের মাঠে ভালো ফর্মে থাকলেও মরুশহরের প্রথম ম্যাচে আরসিবি চমক দেখাতে পারল না। অন্যদিকে প্রথম পর্বে লাগাতার হারের মুখ দেখার পর দ্বিতীয় পর্বের শুরুতেই হুংকার দিয়ে রেখেছেন, নাইটদের এই মুহূর্তে আর কিছু হারানোর নেই, তাই কেকেআর (KKR) এখন ভয়ঙ্কর। সেই কেকেআর দ্বিতীয় পর্বে জয় দিয়ে শুরু করল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 20 Sep 2021 10:21 PM (IST)

    ৯ উইকেটে জয়ী কেকেআর

    আবরদেশে নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৯ উইকেটে জিতল কেকেআর।

  • 20 Sep 2021 10:18 PM (IST)

    প্রথম উইকেট হারাল কেকেআর

    শুভমন গিল আউট। ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন গিল

  • 20 Sep 2021 10:10 PM (IST)

    ৮ ওভারে কেকেআর ৭৫/০

    কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ২২ রান।

  • 20 Sep 2021 09:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে কেকেআর তুলেছেন ৫৬ রান।

  • 20 Sep 2021 09:57 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ

    ওপেনিং জুটিতেই ৫০ রানের পার্টনারশিপ গড়ল আবু ধাবিতে।

  • 20 Sep 2021 09:53 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৫/০

    জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ৯০ বলে ৪৮ রান

  • 20 Sep 2021 09:45 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ২২/০

    ভালো শুরু কেকেআরের। কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে ২২ রান তুলেছেন শুভমনরা

  • 20 Sep 2021 09:27 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ভেঙ্কটেশ আয়ার ও শুভমন গিল

  • 20 Sep 2021 09:16 PM (IST)

    আরসিবির ইনিংস শেষ

    এক ওভার বাকি থাকতেই আরসিবির ইনিংস শেষ। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৯৩ রান

  • 20 Sep 2021 09:13 PM (IST)

    শেষ উইকেট হারাল আরসিবি

    ৯২ রানে থামল বিরাটের আরসিবি। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৯৩ রান।

  • 20 Sep 2021 09:05 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে আরিসিবির স্কোর ৮৩/৯। বিরাটদের থামানোর জন্য কেকেআরের প্রয়োজন আর একটি উইকেট

  • 20 Sep 2021 09:02 PM (IST)

    হর্ষল প্যাটেল আউট

    ফার্গুসনের বলে আউট হলেন হর্ষল প্যাটেল। ১২ রান করে সাজঘরে ফিরলেন তিনি

  • 20 Sep 2021 08:58 PM (IST)

    রান আউট জেমিসন

    ৪ রান করে আউট হলেন কাইল জেমিসন।

  • 20 Sep 2021 08:53 PM (IST)

    ১৫ ওভারে আরিসিবি ৭৫/৭

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৭৫ রান। কেকেআরকে কত রানের টার্গেট দেবে বিরাটরা? প্রশ্ন এখন সেটাই

  • 20 Sep 2021 08:48 PM (IST)

    সচিন বেবি আউট

    ৭ রানে আউট হলেন সচিন বেবি।

  • 20 Sep 2021 08:38 PM (IST)

    ম্যাক্সওয়েলের পর আউট হাসারঙ্গা

    অভিষেক ম্যাচে শূন্যতেই আউট হলেন ভানিন্দু হাসারঙ্গা

  • 20 Sep 2021 08:36 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    নাইটদের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি

  • 20 Sep 2021 08:27 PM (IST)

    ১০ ওভারে আরসিবি ৫৪/৪

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৪ উইকেট খুইয়ে আরসিবি তুলেছে ৫৪ রান।

  • 20 Sep 2021 08:19 PM (IST)

    এবিডির উইকেট হারাল আরসিবি

    আন্দ্রে রাসেলের ইয়র্কারে আউট হলেন এবিডি। চতুর্থ উইকেট হারাল আরসিবি।

  • 20 Sep 2021 08:13 PM (IST)

    তৃতীয় উইকেট হারাল আরসিবি

    আন্দ্রে রাসেলের বলে কেএস ভরত আউট। অভিষেক ম্যাচে ১৬ রান করে সাজঘরে ফিরলেন ভরত

  • 20 Sep 2021 08:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে বিরাটরা তুলেছেন ৪১ রান

  • 20 Sep 2021 08:03 PM (IST)

    দেবদত্ত আউট

    ২২ রান করে আউট হলেন দেবদত্ত পাড়িক্কাল। দ্বিতীয় সাফল্য পেল আরসিবি। লকি ফার্গুসনের বলে পাওয়ার প্লে-র শেষ বলে আউট হলেন দেবদত্ত।

  • 20 Sep 2021 08:00 PM (IST)

    ৫ ওভারে আরসিবি ৩৫/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৩৫ রান।

  • 20 Sep 2021 07:49 PM (IST)

    ৩ ওভারে আরসিবি ২০/১

    ৩ ওভারে আরসিবি বিরাটের উইকেট হারিয়ে তুলেছে ২০ রান

  • 20 Sep 2021 07:40 PM (IST)

    বিরাট আউট

    শুরুতেই আরসিবিকে ধাক্কা দিলেন প্রসিধ কৃষ্ণা। ক্যাপ্টেন কোহলির উইকেট তুলে নিয়ে নাইটদের প্রথম সাফল্য এনে দিলেন কৃষ্ণা

  • 20 Sep 2021 07:31 PM (IST)

    আরসিবির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল।

  • 20 Sep 2021 07:20 PM (IST)

    আরসিবিতে অভিষেক দুই ক্রিকেটারের

    আরসিবি জার্সিতে আজ নাইটদের বিরুদ্ধে অভিষেক হল ভানিন্দু হাসারঙ্গা ও কেএস ভরতের

  • 20 Sep 2021 07:16 PM (IST)

    বিরাটের দুশোতম আইপিএল ম্যাচ

    ২০০তম আইপিএল ম্যাচ খেলা পঞ্চম ক্রিকেটার হলেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি

  • 20 Sep 2021 07:13 PM (IST)

    নাইট জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে নাইট জার্সিতে অভিষেক হল ভেঙ্কটেশ আয়ারের

  • 20 Sep 2021 07:10 PM (IST)

    আরসিবির প্রথম একাদশ

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কেএস ভরত, এবি ডে ভিলিয়ার্স (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল,ভানিন্দু হাসারঙ্গা, সচিন বেবি, হার্ষাল প্যাটেল, কাইল জেমিসন, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

  • 20 Sep 2021 07:07 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা

  • 20 Sep 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতল আরসিবি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির

  • 20 Sep 2021 06:58 PM (IST)

    আজ কি উঠবে রাসেল ঝড়?

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কোহলি-মর্গ্যান দ্বৈরথ

  • 20 Sep 2021 06:52 PM (IST)

    মাইলস্টোনের সামনে কোহলি

    টি-২০ ক্রিকেটে নিজের ১০ রানের মাইলস্টোনের থেকে ৭১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি।

  • 20 Sep 2021 06:45 PM (IST)

    নাইটদের বিরুদ্ধে ভিকের রান সংগ্রহ

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক মরসুমে সর্বোচ্চ রান রয়েছে আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলির খাতায়।

  • 20 Sep 2021 06:40 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এই নিয়ে আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে কেকেআর ও আরসিবি। যার মধ্যে আরসিবি জিতেছে ১৩ বার ও কেকেআর জিতেছে ১৪ বার।

Published On - Sep 20,2021 6:30 PM

Follow Us: