KKR vs RR, IPL 2022 Match 47 Result: রিঙ্কু-রানা জুটিতে ভর করে জয়ে ফিরল নাইটরা
Kolkata Knight Riders vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৪৭তম প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টসে জিতে শুরুতে সঞ্জুদের ব্যাটিং করতে পাঠান শ্রেয়স। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১৫৩ রান। ৫ বল বাকি থাকতেই ১৫৮ রান তুলে নিয়ে ২ পয়েন্ট অর্জন করল কেকেআর। টানা ৫ ম্যাচে হারের পর জয়ের মুখ দেখল নাইটরা। ওয়াংখেড়েতে ৭ উইকেটে জয়ী শ্রেয়সের দল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে (১৮ এপ্রিল) ৭ রানে জিতেছিল রাজস্থান। আজ সেই ম্যাচে হারের বদলা নিল কেকেআর। এবং জিইয়ে রাখল প্লে-অফের আশা।
Key Events
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল রাজস্থান। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১২০ বলে ১৫৩ রান। ৫ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে কেকেআর।
চলতি আইপিএলে টানা ৫ ম্যাচে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল নাইটরা। অবশেষে জয়ের দেখা পেল শ্রেয়সের দল। একইসঙ্গে বেগুনি শিবিরের প্লে-অফের আশাও বেঁচে রইলো।
LIVE Cricket Score & Updates
-
জয়ে ফিরল নাইটরা
রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল কেকেআর। রিঙ্কু-রানা জুটিতে ভর করে ম্যাচ জিতল নাইটরা।
-
১৫ ওভারে কেকেআর ১০৭/৩
- খেলা বাকি ৫ ওভারের।
- প্রথম ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে নাইটরা।
- ম্যাচ জিততে কেকেআরের এখনও প্রয়োজন ৩০ বলে ৪৬ রান।
-
-
শ্রেয়স আউট
নাইট নেতা শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ৩৪ রান করে মাঠ ছাড়লেন নাইট ক্যাপ্টেন।
-
১০ ওভারে কেকেআর ৫৯/২
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে কেকেআর।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে কেকেআর।
- ম্যাচ জিততে নাইটদের চাই এখনও ৮৪ বলে ১২১ রান।
-
-
ইন্দ্রজিৎ আউট
বাবা ইন্দ্রজিৎের উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল নাইটরা।
-
৫ ওভারে কেকেআর ২৫/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে নাইটরা।
-
ফিঞ্চ আউট
অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিলেন কুলদীপ সেন। ৪ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার ফিঞ্চ।
-
৩ ওভারে কেকেআর ১৫/০
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে কেকেআর।
-
রান তাড়া করতে নামল কেকেআর
রান তাড়া করতে নামলেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ
-
নাইটদের টার্গেট ১৫৩
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হবে ১৫৩ রান
-
সঞ্জু ফিরলেন সাজঘরে
শিবম মাভি তুলে নিলেন রাজস্থানের অধিনায়কের উইকেট। ৫৪ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।
-
পরাগ আউট
রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন টিম সাউদি। চতুর্থ উইকেট হারাল পিঙ্ক আর্মি।
-
১৫ ওভারে রাজস্থান ১০৫/৩
- খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
- ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১০৫।
-
সঞ্জুর হাফসেঞ্চুরি
কেকেআরের বিরুদ্ধে ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।
Skipper Sanju steps up! ?? pic.twitter.com/Axz5jqraxj
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2022
-
করুণ আউট
অনুকূল রায় আইপিএল অভিষেকে পেলেন প্রথম উইকেট। ১৩ বলে ১৩ রান করে করুণ নায়ার ফিরলেন সাজঘরে।
-
১০ ওভারে রাজস্থান ৬২/২
- খেলা বাকি ১০ ওভারের।
- ক্রিজে সঞ্জু স্যামসন ও করুণ নায়ার।
- প্রথম ১০ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান।
-
বাটলার আউট
জস বাটলারের উইকেট তুলে নিলেন টিম সাউদি। দ্বিতীয় ধাক্কা খেল রাজস্থান।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে- শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৩৮
- সঞ্জু রয়েছেন ২১ রানে
- বাটলার ব্যাট করছেন ১৩ রানে
-
৫ ওভারে রাজস্থান ২৭/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২৭।
- শুরুর ৫ ওভারের মধ্যে ওপেনার দেবদত্তের উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান।
- ক্রিজে জস বাটলার ও সঞ্জু স্যামসন।
-
৩ ওভারে রাজস্থান ৭/১
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- এক উইকেট হারিয়ে শুরুর ৩ ওভারে ৭ রান তুলেছে রাজস্থান।
-
দেবদত্ত আউট
প্রথম উইকেট হারাল রাজস্থান। দেবদত্ত পাড়িক্কালকে ফেরালেন উমেশ যাদব। ২ রান করে সাজঘরে ফিরলেন দেবদত্ত।
-
রাজস্থানের ইনিংস শুরু
রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কাল।
-
কেকেআরের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি।
Anukul ? VenkateshMavi ? Harshit
We go with a couple of changes in our Playing XI! ?@winzoofficial #KKRHaiTaiyaar #KKRvRR #IPL2022 pic.twitter.com/FeiIltruRC
— KolkataKnightRiders (@KKRiders) May 2, 2022
-
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।
One change in the XI, no change in our support! ?
The boys are taiyaar for #KKRvRR. ?#HallaBol | #KKRvRR | #IPL2022 | @Dream11 pic.twitter.com/6iFO6pK68P
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।
-
ম্যাচ ডে মুডে দুই দল
আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেকেআর ও রাজস্থান।
The two teams gearing up for the challenge ahead.#TATAIPL #KKRvRR pic.twitter.com/PkjleY4992
— IndianPremierLeague (@IPL) May 2, 2022
-
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে (১৮ এপ্রিল) কেকেআরের বিরুদ্ধে ৭ রানে জিতেছিল রাজস্থান। ৫টি উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। আজ সেই ম্যাচে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের কাছে।
-
এক নজরে হেড টু হেড
এখনও অবধি আইপিএলে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৩ বার আর ১০ বার জিতেছে রাজস্থান। ২টি ম্যাচ অমীমাংসিত।
Published On - May 02,2022 6:30 PM
