KKR vs RR Highlights, IPL 2023 : অধরা শতরান, তবে যশস্বীর ব্যাটে ঘরের মাঠে হার কেকেআরের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 11, 2023 | 10:53 PM

Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs RR Highlights, IPL 2023 :  অধরা শতরান, তবে যশস্বীর ব্যাটে ঘরের মাঠে হার কেকেআরের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

কলকাতা: কেকেআরের স্কোরবোর্ডে ছিল মাত্র ১৪৯ রান। এই স্বল্প রান যে খুব সহজেই তাড়া করে ফেলবে রাজস্থান তা প্রথম ওভারেই বুঝিয়ে দিয়েছিলেন যশস্বী জসোওয়াল। কেকেআর ক্যাপ্টেন নীতীশ রানার ওভারে ২৬ রান তোলেন যশস্বী। দুটি ছয় ও তিনটি চার। এরপর ইডেন গার্ডেন্সে চলল যশস্বীর তাণ্ডব। রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার একার হাতে ম্যাচ জিতিয়ে দিলেন। ১৫০ রান তাড়া করতে নেমে একাই ৯৮ রানের ইনিংস খেললেন। আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। অধিনায়ক সঞ্জু স্যামসনের ৪৮ রানের ইনিংস। ঘরের মাঠে রাজস্থানের কাছে ৯ উইকেটে হার কেকেআরের। প্লে অফে টিকে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 May 2023 10:46 PM (IST)

    প্লে অফের সুযোগ ক্ষীণ

    ২ পয়েন্ট খুইয়ে কেকেআরের প্লে অফের সুযোগ আরও ক্ষীণ। রাজস্থানের বিরুদ্ধে ৯ উইকেটে বড় হারের পর কেকেআর নেমে গেল পয়েন্ট টেবলের সপ্তম স্থানে।

    পড়ুন বিস্তারিত: প্লে-অফের দৌড়ে কেকেআরের হাতে রইল ক্যালকুলেটর

  • 11 May 2023 10:43 PM (IST)

    জিতল রাজস্থান

    ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। ৯ উইকেটে জয়। মাত্র দু রানের জন্য শতরান হাতছাড়া যশস্বী জসোওয়ালের। ৪৭ বলে ৯৮ রান যশস্বীর। দুই রানের জন্য অর্ধশতরান হাতছাড়া সঞ্জু স্যামসনের।


  • 11 May 2023 10:07 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    পাওয়ার প্লে ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রান রাজস্থান রয়্যালসের। বেশিরভাগ অবদান যশস্বীর। ২৩ বলে ৬২ রানে ব্যাট করছেন তিনি।

  • 11 May 2023 09:52 PM (IST)

    রেকর্ড বুকে যশস্বী

    আইপিলে দ্রুততম হাফসেঞ্চুরি যশস্বী জসওয়ালের। ১৩ বলে অর্ধশতরান যশস্বীর। ৬টি চার ও তিনটি ছয়। ৩ ওভারে রাজস্থানের স্কোর ৫৪-১।

    পড়ুন বিস্তারিত: আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি, অল্পের জন্য রক্ষা পেল যুবির রেকর্ড

  • 11 May 2023 09:45 PM (IST)

    রান আউট বাটলার

    যশস্বীর সঙ্গে ভুল বোঝাবুঝি। রান আউট হয়ে ফিরলেন জস বাটলার (০)। রাজস্থানের স্কোর ১.৫ ওভারে ৩০-১।

  • 11 May 2023 09:38 PM (IST)

    বিধ্বংসী শুরু রাজস্থানের

    ম্যাচের শুরুতেই যশস্বী জসওয়ালের ব্যাটে ঝড়। নীতীশ রানার বলে প্রথম ওভারে দুটি ছয় ও তিনটি চার হাঁকালেন যশস্বী। প্রথম ওভারে উঠল ২৬ রান।

  • 11 May 2023 09:21 PM (IST)

    কেকেআরের ইনিংস শেষ

    রাজস্থান রয়্যালসকে ১৫০ রানের লক্ষ্য দিল কেকেআর। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে কেকেআর তুলল ৮ উইকেট খুইয়ে ১৪৯ রান।

  • 11 May 2023 09:11 PM (IST)

    চতুর্থ উইকেট চাহালের ঝুলিতে

    ইডেনে বল হাতে আগুন ঝরাচ্ছেন যুজবেন্দ্র চাহাল। রিঙ্কু সিংকে (১৮ বলে ১৬ রান) ফিরিয়ে চতুর্থ উইকেট চাহালের ঝুলিতে। ১৮.৫ ওভারে ১৪১-৭ কেকেআর।

  • 11 May 2023 09:02 PM (IST)

    আউট শার্দূল

    আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য যুজবেন্দ্র চাহালের। শার্দূল ঠাকুর (২ বলে ১ রান) ফিরতেই ষষ্ঠ উইকেট হারাল কেকেআর। যুজির ঝুলিতে তিন উইকেট।

  • 11 May 2023 08:56 PM (IST)

    আউট ভেঙ্কেটশ

    ৪২ বলে ৫৭ রান করে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার। চাহালের দ্বিতীয় উইকেট। ১৬.৩ ওভারে ১২৯-৫ কেকেআর।

  • 11 May 2023 08:50 PM (IST)

    ভেঙ্কটেশের অর্ধশতরান

    ঘরের মাঠে অর্ধশতরান ভেঙ্কটেশ আইয়ারের। ৩৯ বলে ৫০ রানে পৌঁছলেন।

  • 11 May 2023 08:40 PM (IST)

    আউট রাসেল

    বড় শট খেলতে গিয়ে কেএম আসিফের বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আন্দ্রে রাসেল। ১০ বলে ১০ রান রাসেলের। ১৩.৩ ওভারে ১০৭-৪। নতুন ব্যাটার রিঙ্কু সিং।

  • 11 May 2023 08:24 PM (IST)

    যুজির অনবদ্য রেকর্ড

    আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি হলেন যুজবেন্দ্র চাহাল। ছাপিয়ে গেলেন ডোয়েন ব্র্যাভোকে। কেকেআরের অধিনায়ক নীতীশ রানাকে ফেরাতেই ১৪৩ তম ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হয় ১৮৪।

    পড়ুন বিস্তারিত: ব্র্যাভোকে ছাপিয়ে আইপিএলে ইতিহাস যুজবেন্দ্র চাহালের

  • 11 May 2023 08:22 PM (IST)

    আউট ক্যাপ্টেন

    বল হাতে নেমেই সাফল্য যুজবেন্দ্র চাহালের। ১১তম ওভারের দ্বিতীয় বলেই ক্যাপ্টেন নীতীশ রানাকে ফেরালেন চাহাল। ১৭ বলে ২২ রান নীতীশের।

  • 11 May 2023 08:20 PM (IST)

    ১০ ওভারে ৭৬-২

    ১০ ওভারে কেকেআরের স্কোর ৭৬-২।

  • 11 May 2023 08:06 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    ৬ ওভারে জোড়া উইকেট খুইয়ে কেকেআরের স্কোর ৩৭। ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার এবং নীতীশ রানা।

  • 11 May 2023 07:55 PM (IST)

    আউট গুরবাজ

    ১২ বলে ১৮ রান করে ফিরলেন রহমানুল্লা গুরবাজ। দুই ওপেনারকে হারাল কেকেআর। সন্দীপ শর্মার দারুণ ক্যাচ। জোড়া উইকেট বোল্টের ঝুলিতে। নতুন ব্যাটার নীতীশ রানা।

  • 11 May 2023 07:50 PM (IST)

    গুরবাজের জোড়া ছক্কা

    চতুর্থ ওভারে সন্দীপ শর্মার প্রথম দুই বলে জোড়া ছক্কা হাঁকালেন রহমানুল্লা গুরবাজ।

  • 11 May 2023 07:45 PM (IST)

    হেটমায়ারের দুরন্ত ক্যাচ, ফিরলেন রয়

    জেসন রয়কে (১০) ফেরালেন ট্রেন্ট বোল্ট। বাউন্ডারি লাইনে সিমরন হেটমায়ারের দুর্ধর্ষ ক্যাচ।  ২.২ ওভারে কেকেআর ১৪-১।

  • 11 May 2023 07:33 PM (IST)

    ম্যাচ শুরু

    কেকেআরের ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজ ও জেসন রয়। বল হাতে ট্রেন্ট বোল্ট। ইডেনে শুরু ম্যাচ।

  • 11 May 2023 07:24 PM (IST)

    কেকেআর হ্য়ায় তৈয়ার

    মরণ বাঁচন ম্যাচের জন্য তৈরি কেকেআর।

    পড়ুন বিস্তারিত: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, চার স্পিনারে নামছে কেকেআর!

  • 11 May 2023 07:13 PM (IST)

    রাজস্থান রয়্যালস একাদশ

    জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল

    সাবস্টিটিউট: ডোনোভান ফেরেইরা, দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগ, মুরুগান অশ্বিন, নবদীপ সাইনি

  • 11 May 2023 07:10 PM (IST)

    কেকেআর একাদশ

    রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

    সাবস্টিটিউট: সূয়াশ শর্মা, বৈভব অরোরা, নারায়ণ জগদীশন, উমেশ যাদব, লকি ফার্গুসন

  • 11 May 2023 07:03 PM (IST)

    টস আপডেট

    ঘরের মাঠে টস হারলেন নাইট ক্যাপ্টেন নীতীশ রানা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের। চার স্পিনারে নামছে কেকেআর। বৈভবের জায়গায় অতিরিক্ত স্পিনার হিসেবে অনুকূল রায়।

  • 11 May 2023 06:55 PM (IST)

    ইডেনে মহারাজ ক্রেজ

    ইডেনের গ্যালারিতে দেখা যাবে মহারাজকে নিয়ে পোস্টার। কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে তারই প্রস্তুতি।

    ছবি নিজস্ব

  • 11 May 2023 06:40 PM (IST)

    নজরে স্পিনাররা

    পঞ্জাব ম্য়াচ যে পিচে হয়েছিল, একই পিচে রাজস্থানের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। স্পিনারদের জন্য সুবিধা রয়েছে। রাজস্থান শিবিরে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং অ্যাডাম জাম্পার মতো বিশ্বমানের স্পিনার। নেটে সুইপ এবং স্লগ সুইপ প্র্য়াক্টিস করছেন রহমানুল্লা গুরবাজ।

  • 11 May 2023 06:39 PM (IST)

    ইডেনের মুড কেমন?

    লক্ষ্মীবারের বিকেলে ইডেনের মুড কেমন?

  • 11 May 2023 06:36 PM (IST)

    সূয়াশকে পরামর্শ চাহালের

    ম্যাচের আগে চাহালের সঙ্গে দীর্ঘসময় কথা বললেন নাইটদের তরুণ স্পিনার সূয়াশ শর্মা। নানা পরামর্শ পেলেন। চাহাল তাঁকে বলের গ্রিপও দেখালেন।

  • 11 May 2023 06:32 PM (IST)

    ইতিহাসের দোরগোড়ায় চাহাল

    আর মাত্র এক উইকেট। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি হবেন যুজবেন্দ্র চাহাল। ইডেন গার্ডেন্সে যুজবেন্দ্র চাহালের ওপর বাড়তি নজর থাকবে। আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় গত ম্য়াচে ডোয়েন ব্র্যাভোকে ছুঁয়েছেন তিনি। দু-জনই ১৮৩টি করে উইকেট নিয়েছেন।