KKR vs SRH, IPL 2022 Match 61 Result: অরেঞ্জ আর্মিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা

| Edited By: | Updated on: May 14, 2022 | 11:34 PM

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs SRH, IPL 2022 Match 61 Result: অরেঞ্জ আর্মিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)

পুনে: আজ, শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ৬১তম প্রথম ম্যাচে পুনের মাঠে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আজ আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে টসে জিতে শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। এ বারের আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। আজ কেকেআর নিল সেই ম্যাচে হারের বদলা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল কেকেআর। হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৮। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেল হায়দরাবাদ। ফলে ৫৪ রানে ম্যাচ জিতে নিল কেকেআর। এবং বেঁচে রইল কেকেআরের প্লে-অফের স্বপ্নও।

Key Events

উঠল না হায়দরাবাদের সূর্য

নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল কেকেআর। হায়দরাবাদের টার্গেট ছিল ১৭৮। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেল হায়দরাবাদ। ফলে ৫৪ রানে ম্যাচ জিতে নিল কেকেআর।

ব্যাটে-বলে রাসেল ঝড়

ব্যাট হাতে আন্দ্রে রাসেল প্রথমে করে যান ২৮ বলে ৪৯ নট আউট। এর পর বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 May 2022 11:18 PM (IST)

    ৫৪ রানে জয়ী কেকেআর

    সানরাইজার্স হায়দরাবাদকে ৫৪ রানের বড় ব্যবধানে হারাল কেকেআর।

  • 14 May 2022 11:08 PM (IST)

    ১ ওভারে জোড়া উইকেট রাসেলের খাতায়

    ১৮তম ওভারে জোড়া উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ওয়াশিংটন সুন্দরকে দিয়ে শুরু করে মার্কো জ্যানসেনকে তুলে নিয়ে থামলেন রাসেল।

  • 14 May 2022 10:51 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদের স্কোর ১০০/৫

    খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। ম্যাচ জিততে হায়দরাবাদকে শেষের ৫ ওভারে তুলতে হবে ৭৮ রান। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে হায়দরাবাদ।

  • 14 May 2022 10:48 PM (IST)

    মার্করাম আউট

    এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। পাঁচ নম্বর উইকেট হারাল হায়দরাবাদ।

  • 14 May 2022 10:40 PM (IST)

    পুরান আউট

    নিকোলাস পুরানের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। চতুর্থ ধাক্কা খেল হায়দরাবাদ।

  • 14 May 2022 10:35 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে অভিষেক আউট

    অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। তৃতীয় উইকেট হারাল অরেঞ্জ আর্মি। ৪৩ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদের ওপেনার।

  • 14 May 2022 10:27 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৬৬/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে হায়দরাবাদ।

  • 14 May 2022 10:18 PM (IST)

    রাহুল আউট

    ৯ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী। দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ।

  • 14 May 2022 10:07 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে হায়দরাবাদ।
  • 14 May 2022 10:03 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ৯ রান করে মাঠ ছাড়লেন হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন।

  • 14 May 2022 10:00 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩০/০

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে হায়দরাবাদ।
    • ক্রিজে অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন।
  • 14 May 2022 09:38 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ১৭৮। রান তাড়া করতে নামলেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা।

  • 14 May 2022 09:23 PM (IST)

    ১৭৭ রানে থামল কেকেআর

    ২০ ওভারে ১৭৭ রানে থামল নাইটরা। ম্যাচ জিততে হায়দরাবাদকে তুলতে হবে ১৭৮ রান।

  • 14 May 2022 09:16 PM (IST)

    বিলিংস আউট

    ১৯তম ওভারে স্যাম বিলিংসের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার।

  • 14 May 2022 08:53 PM (IST)

    ১৫ ওভারে কেকেআরের স্কোর ১১৯/৫

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ১১৯ রান।
    • ক্রিজে আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংস।
  • 14 May 2022 08:33 PM (IST)

    রিঙ্কুকে ফেরালেন নটরাজন

    পঞ্চম উইকেট হারাল নাইটরা। রিঙ্কু সিংয়ের উইকেট তুলে নিলেন টি নটরাজন।

  • 14 May 2022 08:24 PM (IST)

    ১০ ওভারে কেকেআরের স্কোর ৮৩/৪

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • দশম ওভারের শেষ বলে উমরান মালিক তুলে নিয়েছেন নাইট নেতা শ্রেয়স আইয়ারের উইকেট।
    • ১০ ওভারে কেকেআরের স্কোর ৮৩/৪
  • 14 May 2022 08:24 PM (IST)

    শ্রেয়সকে ফেরালেন উমরান

    ১৫ রান করে উমরান মালিককে উইকেট দিয়ে বসলেন শ্রেয়স আইয়ার। চতুর্থ উইকেট হারাল কেকেআর।

  • 14 May 2022 08:13 PM (IST)

    রাহানে আউট

    নীতিশ রানার পর অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিলেন উমরান মালিক। ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন জিঙ্কস।

  • 14 May 2022 08:09 PM (IST)

    রানা আউট

    উমরান মালিক তুলে নিলেন নীতিশ রানার উইকেট। ১৬ বলে ২৬ রান করে মাঠ ছাড়লেন রানা।

  • 14 May 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৫৫। ক্রিজে রয়েছেন নীতিশ রানা ও অজিঙ্ক রাহানে।

  • 14 May 2022 07:53 PM (IST)

    ৫ ওভারে কেকেআরের স্কোর ৩৮/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কেকেআর তুলেছে ৩৮ রান।
    • ক্রিজে রয়েছেন নীতিশ রানা ও অজিঙ্ক রাহানে।
    • রানা ব্যাট করছেন ১৭ রানে।
    • রাহানে রয়েছেন ১০ রানে।
  • 14 May 2022 07:45 PM (IST)

    ৩ ওভারে কেকেআরের স্কোর ১৮/১

    • প্রথম ৩ ওভারের মধ্যে ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর।
    • ৩ ওভারে কেকেআরের স্কোর ১ উইকেটে ১৮।
  • 14 May 2022 07:41 PM (IST)

    ভেঙ্কি আউট

    প্রথম উইকেট হারাল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে মার্কো জ্যানসেন। ৭ রান করে মাঠ ছাড়লেন ভেঙ্কি।

  • 14 May 2022 07:30 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামলেন অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 14 May 2022 07:14 PM (IST)

    শ্রেয়সের আজ মাইলস্টোন ম্যাচ

    আজ আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে খেলতে চলেছেন শ্রেয়স আইয়ার।

  • 14 May 2022 07:11 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 14 May 2022 07:05 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

  • 14 May 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নাইট নেতা শ্রেয়স আইয়ারের।

  • 14 May 2022 06:55 PM (IST)

    নিজামের শহরের দলের বিরুদ্ধে আজ কি জ্বলে উঠবে শ্রেয়সের ব্যাট?

    হায়দরাবাদের বিরুদ্ধে কি বড় রান করতে পারবেন নাইট নেতা শ্রেয়স? তিনি তো তৈরি, তাঁর রানের ব্যাপারটা সময়ই বলবে।

  • 14 May 2022 06:40 PM (IST)

    মিশন নাইটের জন্য রওনা দিল অরেঞ্জ আর্মি

    আর কিছুক্ষণ পর এমসিএতে নাইটদের বিরুদ্ধে নামবেন উইলিয়ামসনরা।

  • 14 May 2022 06:36 PM (IST)

    আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুখোমুখি কেকেআর-হায়দরাবাদ

    পুনের পথে রওনা দিলেন নাইটরা।

  • 14 May 2022 06:34 PM (IST)

    প্রথম পর্বের সাক্ষাতের ফল

    এ বারের আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। ফলে কেকেআরের কাছে আজকের ম্যাচ বদলার।

  • 14 May 2022 06:33 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৪ বার, আর ৮ বার জিতেছে হায়দরাবাদ।

Published On - May 14,2022 6:30 PM

Follow Us: