কলকাতা: এক টিম দুই ক্যাপ্টেন… এও আবার হয় নাকি! জেড্ডায় আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Auction) ফাঁকে দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল এমন এক মন্তব্য করেছেন, তারপর দিল্লির ক্যাপ্টেন্সি ডুয়েল নিয়ে চর্চা হচ্ছে। দিল্লির নেতা হওয়ার দৌড়ে দু’জন। ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং লোকেশ রাহুল। অক্ষরকে ১৬.৫ কোটি টাকায় পঁচিশের মেগা নিলামের আগে রিটেন করেছিল দিল্লি। সেই দিক থেকে দেখতে হলে দিল্লির এখনও সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। মেগা নিলামের প্রথম দিন জেড্ডায় ১৪ কোটিতে লোকেশ রাহুলকে কিনেছে দিল্লি। তিনি গত মরসুমে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন লখনউ সুপার জায়ান্টসে। যেহেতু দিল্লি ঋষভ পন্থকে রিটেন করেনি, তাই নিলাম থেকে ক্যাপ্টেন খোঁজা লক্ষ্য ছিল। সেই লক্ষ কি পূরণ হল?
দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল নিলামের ফাঁকে বলেন, ‘টপ অর্ডারে আমরা একটা স্থিতিশীলতা খুঁজছিলাম। এমন একজন অভিজ্ঞকে চাইছিলাম, যে ইনিংস গড়তে পারে। আমি মনে করি কেএল রাহুল তেমন একজন। আইপিএলে ওর রেকর্ডের ভিত্তিতে তা বলতে হয়। প্রতি মরসুমে ৪০০-র বেশি রান করে ও ধারাবাহিকতা দেখিয়েছে। আমার মনে হয় কোটলার উইকেটের সঙ্গে ওর খেলা মানানসই হবে। আমরা ওকে টিমে পেয়ে খুবই উচ্ছ্বসিত।’
এরপরই পার্থ দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি প্রসঙ্গে বলেন, ‘আমাদের খুব তরুণ ব্যাটিং লাইন আপ আছে। কেএল ও অক্ষর দু’জনই নেতৃত্ব দেবে। তরুণদের গাইড করবে। কেএলের ব্যাটিং ও অভিজ্ঞতা সকলকে সাহায্য করবে।’ দিল্লির কর্তার এই মন্তব্য লোকেশ রাহুলের অনুরাগীদের ভাবাতে শুরু করেছে, তা হলে তিনি কি দিল্লির নেতৃত্ব পাবেন না? ক্যাপ্টেন হিসেবে তাঁর পারফর্ম্যান্স যথেষ্ট ভালো। আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টসকে খেতাব দিতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর রিপোর্ট কার্ড বেশ ভালোই।