KL Rahul: ভালোবাসা ও সম্মান দুইই পাবেন কেএল রাহুল? DC শিবিরে অপেক্ষা করছে…

Nov 28, 2024 | 5:34 PM

DC, IPL 2025: জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ১৪ কোটি টাকা দিয়ে লোকেশ রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এই টিমে ভালোবাসা ও সম্মান পাবেন কি রাহুল? দিল্লির কর্তা পার্থ জিন্দাল এ বিষয়ে নিজের মন্তব্য জানিয়েছেন।

KL Rahul: ভালোবাসা ও সম্মান দুইই পাবেন কেএল রাহুল? DC শিবিরে অপেক্ষা করছে...
KL Rahul: ভালোবাসা ও সম্মান দুইই পাবেন কেএল রাহুল? DC শিবিরে অপেক্ষা করছে...

Follow Us

কলকাতা: যে টিম থেকে ভালোবাসা ও সম্মান পাওয়া যায় না, সেখানে থাকা দুষ্কর। এটাই পরিষ্কার জানিয়েছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। যেমন কথা, তেমন কাজ। বিষয়টা পরিষ্কার করতে গেলে, ফিরতে হবে অতীতে। রাহুল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকাকালীন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে মাঠের পাশে তাঁর উপর মেজাজ দেখিয়েছিলেন। মুখে পরিষ্কার না বললেও, সেই ঘটনায় রাহুল অপমানিত বোধ করেছিলেন। ঘটনার সূত্রপাত, সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউ সুপার জায়ান্টস আইপিএলের (IPL) এক ম্যাচ হেরে যাওয়ার পর। মাঠের পাশেই সকলের সামনে রাহুলকে ভর্ৎসনা করতে থাকেন সঞ্জীব। এরপর থেকেই একপ্রকার নিশ্চিত হয়েছিল যে, পঁচিশের আইপিএলে রাহুলকে লখনউ টিমে দেখা যাবে না। তিনি দল ছাড়েন। দিল্লি ক্যাপিটালস মেগা নিলামে তাঁকে কিনেছে। সেই টিমের সহ-মালিক পার্থ জিন্দাল পরিষ্কার জানিয়েছেন, রাহুলের জন্য দিল্লি শিবিরে কী অপেক্ষা করছে।

দিল্লি ক্যাপিটালসের কর্তা পার্থ জিন্দাল ESPNcricinfo বলেন, ‘ও (লোকেশ রাহুল) খুব খুশি। দিল্লির অংশ হতে পেরে খুব খুশি ও। আমাকে অনেকদিন ধরে চেনে। ও বেঙ্গালুরুর ছেলে। আমার কাছে বেঙ্গালুরু এফসির মালিকানা রয়েছে। ও আমার সঙ্গে কয়েকটা ম্যাচও দেখেছে। ওর স্ত্রী আথিয়াকেও আমি ভালো করেই চিনি। রাহুল দিল্লিতে এসে খুশি। ও এখানে ক্রিকেটটা উপভোগ করতে চায়। এই টিম থেকে ভালোবাসা ও সম্মান দুটোই পেতে চায়। ওর বিশ্বাস রয়েছে এই ফ্র্যাঞ্চাইজির উপর। দিল্লিকে আইপিএল জেতানোর অপেক্ষায় রয়েছে ও। রাহুল জানিয়েছে, ও কখনও আইপিএল জেতেনি, দিল্লিও কখনও আইপিএল জেতেনি। এ বার দিল্লিতে এসে আইপিএল জিততে চায় রাহুল।’

এই খবরটিও পড়ুন

দিল্লির এক্স হ্যান্ডেলে সম্প্রতি লোকেশ রাহুলের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানেতিনি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পেরে আমি খুব খুশি। এই টিমটার সঙ্গে একটা নতুন সফর শুরু করতে চলেছি। আমি খুবই উত্তেজিত। স্কোয়াড বেশ ভালো হয়েছে। আমি মরসুম শুরুর অপেক্ষায় রয়েছি। দিল্লিতে গিয়ে কোটলায় খেলার অপেক্ষায় রয়েছি। সেখানে সকলের সঙ্গে দেখা হবে।’

Next Article