KL Rahul vs Sanjiv Goenka: অত্যন্ত খারাপ… ৬ মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মুখ খুললেন লোকেশ রাহুল

Nov 13, 2024 | 4:00 PM

IPL 2025 Mega Auction: আর তো ক'টা মাত্র দিন। তারপরই আইপিএল দল পেয়ে যাবেন রাহুল। জেড্ডায় ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে উঠবেন রাহুল। ক্রিকেট মহল নিশ্চিত যে, তাঁকে টিমে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি বিড করবে।

KL Rahul vs Sanjiv Goenka: অত্যন্ত খারাপ... ৬ মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মুখ খুললেন লোকেশ রাহুল
KL Rahul vs Sanjiv Goenka: অত্যন্ত খারাপ... ৬ মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মুখ খুললেন লোকেশ রাহুল
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএল চলাকালীন এমন একাধিক ঘটনা ঘটে, যা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়। ১৭তম আইপিএলেও তেমন এক ঘটনা ঘটেছিল। যারপর ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু ঘটনার রেশ যেন কাটেনি! দিনটা ছিল ৮ মে। উপ্পল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরেছিল লখনউ সুপার জায়ান্টস। এরপর ম্যাচ শেষ হতেই মাঠে লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দিতে দেখা যায় টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। যা নিয়ে আইপিএল চলাকালীন চারিদিকে শোরগোল পড়েছিল। ওই ঘটনার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, পঁচিশের আইপিএলে (IPL) আর লখনউ টিমে খেলতে দেখা যাবে না রাহুলকে। কয়েকদিন আগে ১০ টিম যখন তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল, তাতে লখনউয়ে ছিল না রাহুলের নাম। এরপর থেকেই সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে পড়ে যায় সেই রাহুল-গোয়েঙ্কার আইপিএলের সময়কার এপিসোড। সেই ঘটনা নিয়ে এর আগে সে ভাবে রাহুল কিছু বলেননি। এখন তিনি লখনউয়ের প্রাক্তন ক্রিকেটার। ৬ মাস পর সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে মুখ খুললেন লোকেশ রাহুল (KL Rahul)। কী বললেন তিনি?

স্টার স্পোর্টসে আনপ্লাগড কেএল রাহুল এপিসোডে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে ভারতীয় তারকা বলেব, ‘ম্যাচের পরে মাঠে যা ঘটেছিল, তা অত্যন্ত খারাপ। ক্রিকেট মাঠে কেউ এমন দৃশ্য দেখতে চায় না। আমি মনে করি ওই ঘটনা পুরো দলকে প্রভাবিত করেছে।’

রাহুলের এ কথা থেকে পরিষ্কার, লখনউয়ের মালিকের সেই আচরণ তিনি ভালোভাবে নেননি। ছিলেন সঠিক সময়ের অপেক্ষায়। আর সেই সময় পেতেই দল ছাড়ার কথা জানান টিমকে। রাহুল নিজেই লখনউ ছেড়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নতুন করে সবকিছু শুরু করতে চাইছিলাম। তাই অন্য বিকল্প খুঁজছিলাম। এমন জায়গায় বা দলের হয়ে খেলতে চাই, যেখানে স্বাধীনতা থাকবে। টিমের পরিবেশ হবে খোলামেলা। অনেক সময় ভালো কিছু পাওয়ার জন্য কিছু তো ছেড়ে যেতেই হয়। আমি ভারতের টি-২০ টিম থেকেও অনেক দিন বাইরে। ফলে আমার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য।’

আর তো ক’টা মাত্র দিন। তারপরই আইপিএল দল পেয়ে যাবেন রাহুল। জেড্ডায় ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে উঠবেন রাহুল। ক্রিকেট মহল নিশ্চিত যে, তাঁকে টিমে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি বিড করবে।

Next Article