KL Rahul ভিডিয়ো: চেন্নাইয়ের বিরুদ্ধে লোকেশ রাহুলের ওয়াও ক্যাচ! ঠিক যেন ধোনির মতোই…

Chennai Super Kings vs Lucknow Super Giants: চিপকে এ বারের আইপিএলে অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ব্যাটিংয়ে ছিলেন বিজয় শঙ্কর। মিডিয়াম পেসার ড্যারেল মিচেলের বোলিংয়ে ড্রাইভ করেছিলেন বিজয় শঙ্কর। বড় রকমের খোঁচা লেগে বল কার্যত প্রথম স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন ৪২ বছরের মহেন্দ্র সিং ধোনি। সেই চিপকেই ধোনির টিমের বিরুদ্ধে তারই যেন অ্যাকশন রিপ্লে।

KL Rahul ভিডিয়ো: চেন্নাইয়ের বিরুদ্ধে লোকেশ রাহুলের ওয়াও ক্যাচ! ঠিক যেন ধোনির মতোই...
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 23, 2024 | 8:13 PM

ইনিংসের প্রথম ওভারেই উইকেট লখনউ সুপার জায়ান্টসের। বোলারকে কৃতিত্ব দিতেই হবে। তবে সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াডে কিপার-ব্যাটার নিয়ে ট্রাফিক জ্যাম। দৌড়ে রয়েছেন লোকেশ রাহুলও। দেশের হয়ে কিপিং করেছেন। আইপিএলেও নিয়মিত কিপিং করছেন। এ দিন অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়ে বিশ্বকাপের দাবি জোরালো করলেন রাহুল।

চিপকে এ বারের আইপিএলে অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ব্যাটিংয়ে ছিলেন বিজয় শঙ্কর। মিডিয়াম পেসার ড্যারেল মিচেলের বোলিংয়ে ড্রাইভ করেছিলেন বিজয় শঙ্কর। বড় রকমের খোঁচা লেগে বল কার্যত প্রথম স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন ৪২ বছরের মহেন্দ্র সিং ধোনি। সেই চিপকেই ধোনির টিমের বিরুদ্ধে তারই যেন অ্যাকশন রিপ্লে।

চেন্নাই দুর্গে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। ইনিংসের প্রথম ওভারেই সাফল্য। রাচিন রবীন্দ্র পরিবর্তে চেন্নাই একাদশে ফেরানো হয়েছে ড্যারেল মিচেলকে। ফলে সাময়িক ভাবে ওপেনিং পজিশন ছাড়লেও ঋতুরাজ পছন্দের জায়গায় ফেরেন। ওপেনিংয়ে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি গড়েন। জুটি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম ওভারেই ওপেনিং জুটি ভাঙে চেন্নাই সুপার কিংসের।

ওভারের শেষ ডেলিভারি। অফ সাইডের সামান্য বাইরে বল। ড্রাইভের চেষ্টা বড়রকমের খোঁচা লাগে। ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক তথা কিপার লোকেশ রাহুলের। এই উইকেটের জন্য কৃতিত্ব যে তাঁরই প্রাপ্য সতীর্থদের রিঅ্যাকশনেই তা পরিষ্কার ছিল।