কলকাতা: শুভমন গিলের (Shubman Gill) হাত ধরে ভারতের তরুণ ব্রিগেড জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে। ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুভ সূচনা আজ, শনিবার। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। অতীতে ভারত ও জিম্বাবোয়ে যত বার মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন চামু চিভাভা। আর ভারতের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে কেএল রাহুলের (KL Rahul)। ভারতের তিন তরুণ তুর্কির কাছে সুযোগ রয়েছে এ বার লোকেশ রাহুলকে ছাপিয়ে যাওয়ার। কারা তাঁরা?
ভারত-জিম্বাবোয়ে যতবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মুখোমুখি হয়েছে তার মধ্যে ৭টি ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন চামু চিভাভা (১৭২ রান)। আর ভারতের হয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান লোকেশ রাহুলের (৪ ইনিংসে ১২০ রান)। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে তে ছাপিয়ে যাবেন লোকেশ রাহুলকে? তরুণ তুর্কি শুভমন গিল, অভিষেক শর্মা, রিয়ান পরাগরা দৌঁড়ে রয়েছেন।
শুভমনের নেতৃত্বে তরুণ তুর্কিরা এ বার জিম্বাবোয়ের বিরুদ্ধে কেমন খেলেন, সেটাই দেখার। অভিষেক ও রিয়ান এই প্রথম বার দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলার ডাক পেয়েছেন। ভালো পারফর্ম করে দেখাতে পারলে, আবার সুযোগ মিলবে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), *যশস্বী জয়সওয়াল (সাই সুদর্শন), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, *সঞ্জু স্যামসন (জীতেশ শর্মা), ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, *শিবম দুবে (হর্ষিত রানা)
*প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্ত।