LSG vs CSK, IPL 2022 Match 7 Result: শুরুতে ডি’ককে, শেষবেলায় লুইসে বাজিমাত লখনউয়ের

| Edited By: | Updated on: Apr 07, 2022 | 7:12 PM

Lucknow Super Giants vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

LSG vs CSK, IPL 2022 Match 7 Result: শুরুতে ডি'ককে, শেষবেলায় লুইসে বাজিমাত লখনউয়ের
আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস

মুম্বই: আজ আইপিএলের (IPL 2022) ষষ্ঠ দিন। বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলের শুরুটা দুই দলের জন্যই ভালো হয়নি। আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচেই শ্রেয়স আইয়ারের কেকেআরের (KKR) কাছে হারতে হয়েছিল সিএসকেকে। আর অন্যদিকে এ বারের আইপিএলের দুই নতুন দলের লড়াইয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল কেএল রাহুলের লখনউকে। ফলে দুই দলই জয়ে ফেরার জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু শেষ হাসি ফুটল সুপার জায়ান্টসদের মুখে।

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তোলে জাডেজার চেন্নাই। সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন উথাপ্পা (৫০) ও শিবম দুবে (৪৯)।

২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রান পর্যন্ত কোনও উইকেট হারায়নি লখনউ। দুরন্ত খেলেন ডি’কক (৬১), লোকেশ (৪০), লুইসরা। শেষ বেলায় এভিন লুইসের (৫৫*) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতলেন কেএ রাহুলরা।

Key Events

৬ উইকেটে জয়ী লখনউ

২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৯ রান পর্যন্ত কোনও উইকেট হারায়নি লখনউ। দুরন্ত খেলেন ডি’কক (৬১), লোকেশ (৪০), লুইসরা। শেষ বেলায় এভিন লুইসের (৫৫*) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতলেন কেএ রাহুলরা।

এক নজরে চেন্নাইয়ের ইনিংস

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তোলে জাডেজার চেন্নাই। সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন উথাপ্পা (৫০) ও শিবম দুবে (৪৯)। 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 31 Mar 2022 11:36 PM (IST)

    ৬ উইকেটে জয়ী লখনউ

    সিএসকের বিরুদ্ধে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।

  • 31 Mar 2022 11:32 PM (IST)

    লুইসের হাফসেঞ্চুরি

    চাপের মধ্যে থেকেও হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এভিন লুইস

  • 31 Mar 2022 11:31 PM (IST)

    টানটান শেষ ওভার

    শেষ ওভারে ম্যাচ জেতার জন্য লখনউকে তুলতে হবে ৮ রান।

  • 31 Mar 2022 11:17 PM (IST)

    দীপক আউট

    দীপর হুডার উইকেট তুলে নিলেন ডোয়েন ব্র্যাভো। ১৩ রান করে সাজঘরে ফিরে গেলেন দীপক।

  • 31 Mar 2022 11:15 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।

    এভিন লুইস ৩৯*

    দীপক হুডা ৭*

  • 31 Mar 2022 11:01 PM (IST)

    ১৫ ওভারে লখনউ ১৪৪/৩

    খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে হলে লখনউকে তুলতে হবে ৩০ বলে ৬৭ রান

  • 31 Mar 2022 10:59 PM (IST)

    ডি’কক আউট

    কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন ডোয়েন প্রিটোরিয়াস। ৬১ রানে মাঠ ছাড়লেন প্রিটোরিয়াস।

  • 31 Mar 2022 10:42 PM (IST)

    মনীশ পান্ডে আউট

    মাত্র ৫ রান করে তুষার দেশপান্ডেকে উইকেট দিয়ে বসলেন মনীশ পান্ডে।

  • 31 Mar 2022 10:35 PM (IST)

    রাহুল আউট

    ৪০ রান করে আউট হলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। চেন্নাইকে প্রথম উইকেট এনে দিলেন ডোয়েন প্রিটোরিয়াস।

  • 31 Mar 2022 10:32 PM (IST)

    ১০ ওভারে লখনউ ৯৮/০

    ম্যাচ জিততে এখনও লোকেশ রাহুলদের প্রয়োজম ১১৩ রান। খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৮ রান তুলে ফেলেছে লখনউ।

  • 31 Mar 2022 10:30 PM (IST)

    ডি’ককের হাফসেঞ্চুরি

    চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কুইন্টন ডি’কক

  • 31 Mar 2022 10:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছে লখনউ। ম্যাচ জিততে লোকেশ রাহুলদের চাই এখনও ১৫৬ রান।

  • 31 Mar 2022 10:07 PM (IST)

    ৫ ওভারে লখনউ ৫১/০

    কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে লখনউ।

    ডি’কক ২৮*

    রাহুল ১৮*

  • 31 Mar 2022 09:53 PM (IST)

    ৩ ওভারে লখনউ ২৪/০

    প্রথম ৩ ওভারে ২৪ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।

    কেএল রাহুল ব্যাট করছেন ১৩ রানে। কুইন্টন ডি’কক রয়েছেন ৭ রানে।

  • 31 Mar 2022 09:37 PM (IST)

    রান তাড়া করতে নামল লখনউ

    টার্গেট ২১১। রান তাড়া করতে নেমে পড়ল লখনউ সুপার জায়ান্টস।

  • 31 Mar 2022 09:22 PM (IST)

    ২১০ রানে থামল চেন্নাই

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে সিএসকে। লোকেশ রাহুলের লখনউয়ের সামনে ২১১ রানের টার্গেট ঝুলিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

  • 31 Mar 2022 09:18 PM (IST)

    জাডেজার পর প্রিটোরিয়াসকে ফেরালেন টাই

    অ্যান্ড্রু টাই এক ওভারে পর পর দুই উইকেট নিলেন। কোনও রান না করেই মাঠ ছাড়লেন ডোয়েন প্রিটোরিয়াস।

  • 31 Mar 2022 09:15 PM (IST)

    জাডেজা আউট

    রবীন্দ্র জাডেজার উইকেট তুলে নিলেন অ্যান্ড্রু টাই। ১৭ রান করে মাঠ ছাড়লেন জাড্ডু।

  • 31 Mar 2022 09:09 PM (IST)

    শিবম আউট

    লখনউয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন শিবম দুবে। ৩০ বলে ৪৯ রান করে আবেশ খানের শিকার হলেন দুবে।

  • 31 Mar 2022 08:57 PM (IST)

    অম্বাতি আউট

    অম্বাতি রায়ডুর উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রায়ডু।

  • 31 Mar 2022 08:51 PM (IST)

    ১৫ ওভারে সিএসকে ১৪৭/৩

    খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে অম্বাতি রায়ডু ও শিবম দুবে। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে চেন্নাই।

  • 31 Mar 2022 08:24 PM (IST)

    মইন আউট

    ৩৫ রান করে আবেশ খানের শিকার হলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি।

  • 31 Mar 2022 08:23 PM (IST)

    ১০ ওভারে সিএসকে ১০৬/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে ফেলেছে চেন্নাই।

  • 31 Mar 2022 08:20 PM (IST)

    চেন্নাইয়ের শতরান

    ৯.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বল বাউন্ডারিতে পাঠিয়ে দলের শতরান পূর্ণ করালেন মইন আলি।

  • 31 Mar 2022 08:11 PM (IST)

    উথাপ্পা আউট

    হাফসেঞ্চুরি পূর্ণ করেই উইকেট দিয়ে বসলেন রবীন উথাপ্পা। দ্বিতীয় উইকেট হারাল সিএসকে। রবি বিষ্ণোই ফেরালেন রবীনকে।

  • 31 Mar 2022 08:08 PM (IST)

    রবীনের হাফসেঞ্চুরি

    ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সিএসকের রবীন উথাপ্পা। এর মধ্যে রয়েছে ৮টি চার ও ১টি ছয়।

  • 31 Mar 2022 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে সিএসকে তুলেছে ৭৩ রান।

    রবীন উথাপ্পা ৪৫*

    মইন আলি ২১*

  • 31 Mar 2022 07:55 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ৫৭/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ক্রিজে রবীন উথাপ্পা ও মইন আলি। প্রথম ৫ ওভারে জাডেজার চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৫৭।

  • 31 Mar 2022 07:48 PM (IST)

    ৩ ওভারে সিএসকে ২৮/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। ওপেনার ঋতুরাজে উইকেট হারিয়ে প্রথম ৩ ওভারে ২৮ রান তুলেছে চেন্নাই সুপার কিংস।

  • 31 Mar 2022 07:45 PM (IST)

    রান আউট ঋতু

    রবি বিষ্ণোইয়ের ডাইরেক্ট হিটে রান আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সিএসকে ওপেনার।

  • 31 Mar 2022 07:30 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    সিএসকের হয়ে ওপেনিংয়ে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন উথাপ্পা।

  • 31 Mar 2022 07:09 PM (IST)

    লখনউয়ের প্রথম একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, এভিন লুইস, দুশমন্ত চামিরা, দীপক হুডা, আয়ুষ বদোনি ও আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই।

  • 31 Mar 2022 07:08 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    সিএসকের প্রথম একাদশে তিন পরিবর্তন।

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড, রবীন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার) রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরি।

  • 31 Mar 2022 07:00 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ফিল্ডিং বাছলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।

  • 31 Mar 2022 07:00 PM (IST)

    লখনউ জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    আজ লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হচ্ছে অ্যান্ড্রু টাইয়ের।

  • 31 Mar 2022 06:48 PM (IST)

    ‘সুপার’-দ্বৈরথের জন্য তৈরি ঋতু-লোকেশ

    আজ ব্র্যাবোর্নে মুখোমুখি দুই সুপার। লখনউ সুপার কিংস ও চেন্নাই সুপার কিংস।

  • 31 Mar 2022 06:38 PM (IST)

    ইয়েলোব্রিগেড হাজির ব্র্যাবোর্নে

    আর কিছুক্ষণ পর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শুরু হবে লখনউ বনাম চেন্নাই ম্যাচ।

  • 31 Mar 2022 06:36 PM (IST)

    লিগ টেবলে লখনউ-চেন্নাই কোথায়?

    এখনও পর্যন্ত আইপিএল-১৫-র ৬টি ম্যাচ হয়েছে। সেই ৬ ম্যাচের নিরিখে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.২৮৬। এবং আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৯।

Published On - Mar 31,2022 6:30 PM

Follow Us: