চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়। স্বস্তিতেই থাকার কথা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের। যদিও আতঙ্ক থেকে বেরোননি লোকেশ রাহুল। তার কারণ মহেন্দ্র সিং ধোনি। শ্রদ্ধা এবং আতঙ্ক, দুই-ই কাজ করে। ম্যাচ শেষে মাহির সঙ্গে দীর্ঘ সময় আড্ডার মেজাজে দেখা যায় রাহুলকে। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল লখনউ। জয়ে ফিরতে পেরে কী বলছেন অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বোর্ডে ১৭৭ রানের লক্ষ্য। লখনউ সুপার জায়ান্টস বোলারদের বাড়তি কৃতিত্ব প্রাপ্য। ভুললে চলবে না অধিনায়ক লোকেশ রাহুলের পরিকল্পনাও। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। এর জন্য বোলিংয়ে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। পাওয়ার প্লে-তেই চেন্নাইয়ের দুই উইকেট নেয় লখনউ। তাতেও অবশ্য স্বস্তিতে থাকার কথা নয়। এর কারণ সিএসকে মিডল ও লোয়ার অর্ডার। বিশেষ করে বলতে হয় দূরন্ত ছন্দে থাকা শিবম দুবের কথা। কিন্তু পেস এবং স্পিনারদের ঘুরিয়ে ফিরিয়ে এত সুন্দর ভাবে কাজে লাগান রাহুল, নিয়মিত ব্যবধানে উইকেট হারায় চেন্নাই সুপার কিংস।
Now that we’ve won….. yeh dekh lete hain 🫡🙌pic.twitter.com/IkUG3ZZGEy
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2024
রবীন্দ্র জাডেজার হাফসেঞ্চুরি, রাহানে, মইন আলির অবদান। আলাদা করে বলতে হয় স্লগ ওভারে ৩০০-র উপর স্ট্রাইকরেটে ধোনির ২৮ রানের ইনিংস। ম্যাচ শেষে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘জিততে পেরে খুবই ভালো লাগছে। আমাদের পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে পেরেছি, এটাই স্বস্তির। পিচ বুঝে বোলারদের ব্যবহারের চেষ্টা করেছি। মাঝ পথে মনে হয়েছিল, চেন্নাইকে ১৬০-র মধ্যে আটকে রাখতে পারব।’
🗣️🗣️ It’s MSD. He walks in and the pressure gets on to the bowlers @LucknowIPL captain @klrahul on that entertaining finishing cameo from @msdhoni 👌👌#TATAIPL | #LSGvCSK pic.twitter.com/qmvCUM09Kt
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
মন্থর পিচে শট খেলা সহজ নয়। চেন্নাইয়ের স্কোর হয়তো ১৬০-এর মধ্যেই থাকতো। চেন্নাই ইনিংসে ১৩ বল বাকি থাকতে মইন আলি আউট হন দলীয় ১৪১ রানে। এরপরই ধোনির প্রবেশ। ধোনি মাত্র ৯ বলে ২৮ রান করেন। লোকেশ রাহুল যোগ করেন, ‘মাহি ভাই মাঠে নামতেই বোলারদের উপর চাপ বাড়ে। প্রতিপক্ষ বোলারদের ভুল করতে বাধ্য করে মাহি ভাই। সমর্থকরাও এত উচ্ছ্বসিত ছিল ধোনিকে ব্যাটিংয়ে নামতে দেখে, আমাদের তরুণ বোলাররা চাপে পড়েছিল। সে কারণেই চেন্নাই ১৫-২০ রান বাড়তি করতে পেরেছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম, যদিও সে সময় কোনও পরিকল্পনাই কাজে দেয়নি।’