LSG vs DC, IPL 2022 Match 15 Result: পন্থের দিল্লিকে ৬ উইকেটে হারাল লোকেশের লখনউ
Lucknow Super Giants vs Delhi Capitals Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

মুম্বই: আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-র (IPL 2022) ১৪তম দিনে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছিলেন পন্থরা। লখনউয়ের টার্গেট ছিল ১৫০। কুইন্টন ডি’ককের দুরন্ত ৮০ রানের ইনিংস ফিকে করে দিল পৃথ্বী শ-র ৬১ রানের ইনিংসকে। ২ বল বাকি থাকতেই ১৫৫ রান তুলে ফেলল লখনউ সুপার জায়ান্টস। পন্থের দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী লখনউ। এই নিয়ে টানা তিন ম্যাচে জয়ের ফলে লখনউ সুপার জায়ান্টসের জয়ের হ্যাটট্রিক হয়ে গেল। এবং লোকেশ রাহুলরা পৌঁছে গেলেন লিগ টেবলের ২ নম্বরে।
Key Events
আইপিএল-১৫-র (IPL 2022) ১৪তম দিনে লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ৬ উইকেটে এ দিনের ম্যাচে জিতে নিল লখনউ।
লখনউয়ের আজকের ম্যাচের জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে কুইন্টন ডি’ককের। ৫২ বলে ডি’ককের ৮০ রান লখনউয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিল।
LIVE Cricket Score & Updates
-
৬ উইকেটে জয়ী লখনউ
২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।
-
দীপক আউট
শেষ ওভারের প্রথম বলে দীপক হুডার উইকেট তুলে নিলেন লর্ড শার্দূল।
-
-
টানটান শেষ ওভার
ম্যাচ জিততে লখনউয়ের চাই শেষ ওভারে ৫ রান।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে লখনউ। ম্যাচ জিততে হলে শেষ ৩ ওভারে লখনউকে তুলতে হবে ২৪ রান।
-
ডি’কক আউট
কুইন্টন ডি’ককের উইকেট অবশেষে তুলে নিলেন কুলদীপ যাদব। ৮০ রানের দুরন্ত ইনিংস আজ উপহার দিলেন ডি’কক।
-
-
১৫ ওভারে লখনউ ১১১/২
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে ডি’ককদের প্রয়োজন ৩৯ রান। প্রথম ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে লখনউ তুলেছে ১১১ রান।
-
লুইস আউট
এভিন লুইসের উইকেট তুলে নিলেন ললিত যাদব। দ্বিতীয় উইকেট হারাল লখনউ। ৫ রান করে মাঠ ছাড়লেন লুইস।
-
ডি’ককের হাফসেঞ্চুরি
পন্থের দিল্লির বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক।
-
১০ ওভারে লখনউ ৭৪/১
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ক্যাপ্টেন লোকেশের উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে লখনউ।
-
লোকেশের উইকেট তুলে নিলেন কুলদীপ
লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। দিল্লিকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ। ২৪ রান করে মাঠ ছাড়লেন লোকেশ।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৪৮ রান তুলেছে লখনউ।
- ক্রিজে লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক।
- রাহুল ব্যাট করছেন ১০ রানে।
- কুইন্টন রয়েছেন ৩৬ রানে।
-
৫ ওভারে লখনউ ৪৫/০
প্রথম ৫ ওভারের সুপার জায়ান্টসের স্কোর বিনা উইকেটে ৪৫। ৫ ওভার শেষে দিল্লিরও একই স্কোর ছিল।
-
৩ ওভারে লখনউ ১৫/০
প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছেন লোকেশ রাহুলরা। ম্যাচ জিততে লখনউয়ের এখনও প্রয়োজন ১৩৫ রান।
-
রান তাড়া করতে নামল লখনউ
লখনউয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও কুইন্টন ডি’কক।
-
লখনউকে ১৫০ রানের টার্গেট দিল পন্থের দিল্লি
নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলল পন্থের দিল্লি। ম্যাচ জিততে লখনউয়ের চাই ১৫০ রান।
-
খেলা বাকি ২ ওভারের
১৮ ওভার শেষে পন্থের দিল্লির স্কোর ৩ উইকেটে ১৩৬।
- ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও সরফরাজ খান।
- ঋষভ ব্যাটি করছেন ৩১ রানে।
- সরফরাজ রয়েছেন ৩২ রানে।
-
১৬ ওভারে দিল্লি ১১৭/৩
ক্রিজে ঋষভ পন্থ ও সরফরাজ খান। ১৬ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে দিল্লি।
-
রোভম্যানের উইকেট তুলে নিলেন রবি
রবি বিষ্ণোই লখনউকে এনে দিলেন তৃতীয় সাফল্য। রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নিলেন রবি। ৩ রান করে মাঠ ছাড়লেন রোভম্যান।
-
১০ ওভারে দিল্লি ৭৩/২
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে দিল্লি
-
ওয়ার্নার আউট
রবি বিষ্ণোই তুলে নিলেন ডেভিড ওয়ার্নারের উইকেট। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন ওয়ার্নার।
-
পৃথ্বী আউট
লখনউকে প্রথম উইকেট এনে দিলেন কৃষ্ণাপ্পা গৌতম। ৬১ রান করে মাঠ ছাড়লেন পৃথ্বী।
-
পৃথ্বীর হাফসেঞ্চুরি
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দিল্লির ওপেনার পৃথ্বী শ।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না খুইয়ে ৫২ রান তুলেছে দিল্লি।
- ক্রিজে রয়েছেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।
- পৃথ্বী শ ২৭ বলে ৪৭ রানে রয়েছেন।
- ডেভিড ওয়ার্নার ৯ বলে ৩ রানে রয়েছেন।
-
৫ ওভারে দিল্লি ৪৫/০
প্রথম ৫ ওভারে ভালো গতিতেই এগিয়েছে দিল্লি। ৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ক্যাপিটালস তুলেছে ৪৫ রান।
- পৃথ্বী ব্যাট করছেন ৪০ রানে।
- ওয়ার্নার রয়েছেন ৩ রানে।
-
৩ ওভারে দিল্লি ২৭/০
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে ২৭ রান তুলেছে টিম দিল্লি।
-
দিল্লির ইনিংস শুরু
টিম দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার।
-
৮ বছর পর ফের দিল্লির জার্সিতে ওয়ার্নার
দিল্লির জার্সিতে দীর্ঘ ৮ বছর পর আবার খেলতে চলেছেন ডেভিড ওয়ার্নার।
????? ????? ?? ????? ??? ?? ?? ??? ?
Davey, let's do this again ????#YehHaiNayiDilli | #LSGvDC | #IPL2022 | @davidwarner31 | #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/Kc3Kq2ttyX
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
-
লখনউয়ের প্রথম একাদশ
লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, এভিন লুইস, জেসন হোল্ডার, দীপক হুডা, আয়ুষ বাদোনি ও আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই।
-
দিল্লির প্রথম একাদশ
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, অনরিখ নর্টজে ও কুলদীপ যাদব।
The Playing XI you were all waiting for ?❤️
LET'S GO ??#YehHaiNayiDilli | #IPL2022 | @aplapollo_tubes#TATAIPL | #IPL | #DelhiCapitals | #LSGvDC pic.twitter.com/ZxkyP6jQyC
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল।
-
সুপার জায়ান্টসদের মুখে নামার জন্য তৈরি টিম দিল্লি
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সুপার জায়ান্টসদের মুখে নামার জন্য তৈরি টিম দিল্লি।
? Snapped ?? Our DC stars on their way to the next challenge ?#YehHaiNayiDilli | #IPL2022 @TajMahalMumbai #TATAIPL | #IPL | #DelhiCapitals | #LSGvDC pic.twitter.com/eQEnIsRQah
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
-
ম্যাচ ডে-র মুডে পন্থ-ওয়ার্নাররা
লখনউয়ের বিরুদ্ধে আজ খেলতে পারেন অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
???????? ????? ???? ?❤️
First #LSGvDC Clash ➡️ LOADING ?#YehHaiNayiDilli | #IPL2022 #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/u2o9QIm8EU
— Delhi Capitals (@DelhiCapitals) April 7, 2022
-
আর কিছুক্ষণের অপেক্ষা
ঠিক এক ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লোকেশের লখনউ ও পন্থের দিল্লি।
Hello and welcome to Match 15 of #TATAIPL.#LSG will take on #DelhiCapitals at the DY Patil Stadium today.
Who are you rooting for?#LSGvDC pic.twitter.com/FBisRjO2W2
— IndianPremierLeague (@IPL) April 7, 2022
Published On - Apr 07,2022 6:30 PM
