Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG vs DC: ফিরলেন কুলদীপ-মুকেশ, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য লখনউয়ের

IPL 2024: দিল্লি চলতি আইপিএলে পরপর ২টো ম্যাচ হেরেছে। এ বারের আইপিএলের শুরুটা হার দিয়ে করেছিলেন পন্থরা। প্রথমে জোড়া ম্যাচ হারে দিল্লি। এরপর সিএসকের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস একটা ম্যাচ জিতেছিল। তারপর ফের জোড়া হার। আজ তাই লখনউতে দিল্লি শিবির মুখে হাসি ফোটানোর অপেক্ষায়।

LSG vs DC: ফিরলেন কুলদীপ-মুকেশ, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য লখনউয়ের
LSG vs DC: ফিরলেন কুলদীপ-মুকেশ, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য লখনউয়েরImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 12, 2024 | 7:43 PM

কলকাতা: নবাবের শহর লখনউতে আজ মুখোমুখি জয়ের হ্যাটট্রিক করা লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস (DC)। একানা স্টেডিয়ামে ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালস হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্য নিয়ে নামছে। এ বারের আইপিএলে প্রথমে ব্যাটিং করে সফল হয়েছেন লোকেশ রাহুলরা (KL Rahul)। দিল্লির বিরুদ্ধেও টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লখনউয়ের (LSG) অধিনায়ক। টানা ৩ ম্যাচ প্রতিপক্ষ টিমকে টার্গেট দিয়ে তাদের আটকাতে পেরেছেন লখনউয়ের বোলাররা। তাই পন্থ-ওয়ার্নারদের বিরুদ্ধেও রানের পাহাড় গড়াই লক্ষ্য লখনউয়ের।

দিল্লি চলতি আইপিএলে পরপর ২টো ম্যাচ হেরেছে। এ বারের আইপিএলের শুরুটা হার দিয়ে করেছিলেন পন্থরা। প্রথমে জোড়া ম্যাচ হারে দিল্লি। এরপর সিএসকের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস একটা ম্যাচ জিতেছিল। তারপর ফের জোড়া হার। আজ তাই লখনউতে দিল্লি শিবির মুখে হাসি ফোটানোর অপেক্ষায়।

টসের পর লোকেশ রাহুল বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। প্রতি ম্যাচেই আমরা নতুন শুরু করি। উইকেট ফ্রেশ দেখাচ্ছে। শিশিরের প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। বোলাররা এখানে খেলা উপভোগ করে। ব্যাটাররাও এখানে ব্যাটিংটা উপভোগ করে। যে তিনটে ম্যাচ আমরা এখানে খেলেছি, দারুণ কেটেছে। মায়াঙ্ক যাদবের জায়গায় লখনউয়ের একাদশে আজ এসেছেন আর্শাদ খান।’

দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থের টসের পর বলেন, ‘আমরাও আজ টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। আমাদের কয়েকজন ক্রিকেটার আহত থাকায় আমরা সঠিক একাদশ খোঁজার চেষ্টা করছি। মুকেশ কুমার ও কুলদীপ যাদব একাদশে ফিরেছে। ওরা চোট পেয়েছিল। এ বার দেখার ফেরার পর মাঠে ওরা কেমন পারফর্ম করে।’ পাশাপাশি দিল্লি টিমে আজ চমক অস্ট্রেলিয়ার বিস্ফোরক তরুণ ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগুর্ক। তাঁর আইপিএল অভিষেক হল।

লখনউ সুপার জায়ান্টসের একাদশ – কুইন্টন ডি’কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আর্শাদ খান, রবি বিষ্ণোই, নবীন উল হক ও যশ ঠাকুর।

ইমপ্যাক্ট পরিবর্ত – কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, এম সিদ্ধার্থ, অমিত মিশ্রা ও ম্যাট হেনরি।

দিল্লি ক্যাপিটালসের একাদশ – ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, শাই হোপ, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, জ্যাক ফ্রেসার ম্যাকগুর্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা ও খলিল আহমেদ।

ইমপ্যাক্ট পরিবর্ত – ঝাই রিচার্ডসন, অভিষেক পোড়েল, কুমার কুশাগ্র, সুমিত কুমার ও প্রবীণ দুবে।