কলকাতা: মাহির মুখে রয়েছে চওড়া হাসি। আর তিনি এই মুহূর্তে রয়েছেন লখনউয়ে। যে শহরে যখনই কেউ যায় একটা কথা অবশ্যই বলা হয়। তা হল, ‘মুসকুরায়ে আপ লখনউ ম্যায় হ্যায়।’ শুক্র-রাতে হাসি মুখে ধোনির টিম মাঠ ছাড়তে পারে কিনা সেদিকে নজর থাকবে। হলুদ আর্মিকে ঘরের মাঠে হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরতে চায় লখনউ সুপার জায়ান্টস। একানা স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে টস জিতেছেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে এ বার লখনউ জেতে কিনা সেটাই দেখার অপেক্ষা। জোড়া ম্যাচ জিতে লখনউতে এসেছে ইয়েলোব্রিগেড। আজ লোকেশ রাহুলদের (KL Rahul) পরীক্ষা হারের হ্যাটট্রিক আটকানোর।
টস জিতে লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়ের টিমকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। রাহুল টসের পর বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। শিশির খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। আমাদের ঠিক কত রান তাড়া করতে হবে, সেটা জানতে চাই। আমরা কিছু বড় ভুল করেছি বলে মনে করি না। তবে কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচের হারটা বিরাট ধাক্কা ছিল। তা কাটিয়ে উঠেছি। আমি জানি টুর্নামেন্টের মাঝপথে চলে এসেছি। আমরা ভয় পেলেই সব ছড়িয়ে যাবে। আমরা যতটা সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করছি। আজ একাদশে একটাই পরিবর্তন। শেমার জোসেফের জায়গায় এসেছে ম্যাট হেনরি।’ রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব অবশ্য সিএসকের বিরুদ্ধে ফিরলেন না।
সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় টসের পর বলেন, ‘টস জিতলে আমরাও প্রথমে বোলিং করতাম। আমরা শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করেছিলাম। তাতে ভালো ব্যাটিং করেছিলাম। মুম্বইয়ের বিরুদ্ধে জয়টা দলের সকলকে আত্মবিশ্বাস দিচ্ছে। ওয়াংখেড়েতে গিয়ে মুম্বইকে হারানোটা আমাদের জন্য অসাধারণ। ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। দলের সকলেই আত্মবিশ্বাসী। একাদশে ২টো পরিবর্তন হয়েছে। ড্যারেল মিচেলের জায়গায় একাদশে এসেছেন মইন আলি। আর শার্দূল ঠাকুরের জায়গায় একাদশে এসেছেন দীপক চাহার।’
লখনউ সুপার জায়ান্টসের একাদশ – লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কুইন্টন ডি’কক, মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসিন খান ও যশ ঠাকুর।
ইমপ্যাক্ট পরিবর্ত – অর্শিন কুলকার্নি, কৃষ্ণাপ্পা গৌতম, যুধবীর সিং, এম সিদ্ধার্থ, আর্শাদ খান।
চেন্নাই সুপার কিংস – ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাতিশা পাথিরানা।
ইমপ্যাক্ট পরিবর্ত – সমীর রিজভি, শার্দূল ঠাকুর, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু ও মিচেল স্যান্টনার।