KKR vs LSG, IPL 2023 : ইডেনে সবুজ মেরুন ঝড়ের ভয়? বোর্ডের কাছে ‘অভিযোগ’ ফ্র্যাঞ্চাইজির, পোস্ট মুছতে বাধ্য লখনউ!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 19, 2023 | 8:35 AM

কলকাতায় আসার আগেই মাস্টারস্ট্রোক দিয়েছে লখনউ। ২০ মে ইডেনের মাঠে সবুজ মেরুন জার্সি পরে নামার উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

KKR vs LSG, IPL 2023 : ইডেনে সবুজ মেরুন ঝড়ের ভয়? বোর্ডের কাছে অভিযোগ ফ্র্যাঞ্চাইজির, পোস্ট মুছতে বাধ্য লখনউ!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ইডেন গার্ডেন্সে সবুজ মেরুন রঙের জার্সি পরে খেলবে লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। বৃহস্পতিবার নিজেদের সবকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও করে পোস্ট দিয়ে জানিয়েছিল ফ্র্য়াঞ্চাইজিটি। জানিয়েছিল, মোহনবাগান ক্লাব এবং কলকাতাকে শ্রদ্ধা জানাতে তাদের এই উদ্যোগ। কিন্তু রাত বাড়তেই সেসব পোস্ট উধাও। শুধুমাত্র ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরানদের সবুজ মেরুন জার্সি গায়ে ফটোশুট রয়েছে। মোহনবাগানের নাম রয়েছে এমন পোস্টগুলি ডিলিট করে দেওয়া হয়েছে (IPL 2023)। জানা গিয়েছে, বাধ্য হয়েই পোস্ট ডিলিট করতে হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজিকে। কারণ স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে বোর্ডের কাছে লখনউয়ের এই প্রচার নিয়ে ‘অভিযোগ’ জানায় একটি ফ্র্যাঞ্চাইজি। তারপরই লখনউ এবং মোহনবাগানের সবকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। ঘরের মাঠে সমর্থন ভাগ হয়ে যাওয়ার ভয়! তাতেই কি বোর্ডের দ্বারস্থ হল ওই ফ্র্যাঞ্চাইজিটি? বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

আগামী শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে কেকেআর। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। কলকাতায় আসার আগেই মাস্টারস্ট্রোক দিয়েছে লখনউ। ২০ মে ইডেনের মাঠে সবুজ মেরুন জার্সি পরে নামার উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের টিমের অন্যতম কর্ণধার। সবুজ মেরুন রঙের সঙ্গে কলকাতাবাসীর আবেগ খুব ভালোমতো বোঝেন এলএসজি বস। আর এতেই বোধহয় সিঁদুরে মেঘ দেখছে হোম টিম। এমনিতেই দলটিতে কোনও বাঙালি ক্রিকেটার নেই বলে এ রাজ্যের বহু ক্রিকেটপ্রেমী অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে গলা ফাটান। ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংস নামলে গোটা স্টেডিয়াম হয়ে যায় হলুদ। গ্যালারি জুড়ে ধোনি…ধোনি রব। আরসিবি নামলে কোহলির জন্য আড়াআড়ি ভাগ হয়ে যায় ক্রিকেটের নন্দন কানন। আর বিপক্ষ দলের গায়ে সবুজ মেরুন জার্সি থাকা মানে শনিবাসরীয় ইডেন গার্ডেন্সে ভিড় জমাবেন মোহনবাগান সমর্থকরা। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরের কাছে শেষ ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। সেদিন ঘরের মাঠে সমর্থন কমে গেলে চলবে কী করে? সোশ্যাল মিডিয়ায় লখনউয়ের জার্সির রঙ নিয়ে এ রাজ্যের সবুজ মেরুন সমর্থকদের আবেগ দেখে প্রমাদ গুণছে হোম টিম। এই প্রচার থামাতেই বোর্ডের দ্বারস্থ তারা। তাহলে কি শনিবার সবুজ মেরুন জার্সি পরে খেলা হবে না লখনউয়ের?

সংশ্লিষ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবারই তড়িঘড়ি বিসিসিআইকে মেইল করে জানিয়েছে, লখনউ সুপার জায়ান্টস কলকাতারই অন্য এক দলের নাম উল্লেখ করে প্রচার করছে। এটা স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে। এরপর বোর্ডের নির্দেশমতো লখনউ এবং মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্টগুলি সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ফ্র্য়াঞ্চাইজিটি জানিয়েছে, বিপক্ষ দল সবুজ মেরুন জার্সি পরে খেললে তাদের অসুবিধে নেই। তবে এই নিয়ে প্রচার যেন বন্ধ থাকে।

Next Article