T20 World Cup 2021: বিতর্কে পড়ে পাল্টি খেলেন হেডেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 29, 2021 | 6:01 PM

নিজের মন্তব্যের জায়গা থেকে সরে এলেও শাহিনকে ঘিরে তাঁর মুগ্ধতা গোপন করেননি। বরং তরুণ পাক পেসার যে অনেক দূর যাবেন, তা নিয়ে নিশ্চিত তিনি।

T20 World Cup 2021: বিতর্কে পড়ে পাল্টি খেলেন হেডেন
পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ভারতীয় টিমের (Team India) বিপর্যয়ের কারণ কী? শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের মতো পেসারদের গতি সামলাতে না পারা! ভারতকে হারানোর পর এমনই বলেছিলেন, পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন (Matthew Hayden)। তার পরই বিতর্ক শুরু হয়ে যায়। প্রাক্তন অজি ক্রিকেটার এ বার পাল্টি খেলেন।

হেডেন বলেছিলেন, ‘ভারতীয় টিমের ক্রিকেটাররা আইপিএলে যে সব পেসারদের বিরুদ্ধে খেলেছে, তাঁদের গতি ১৩০ কিমির বেশি নয়। যে কারণে শাহিনের মতো পেসারকে সামলাতে পারেনি ভারত।’ একটি টিভি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউ নিয়ে ভারতীয় ভক্তরা প্রশ্ন তুলে দেন। এনরিখ নর্টজে, লকি ফার্গুসন, মহম্মদ সামি, আবেশ খানদের মতো স্পিডস্টাররা খেলেছেন সদ্য শেষ হওয়া আইপিএলে (IPL)। তা সত্ত্বেও কী করে এমন মন্তব্য করলেন?

বিতর্ক শুরু হওয়ার পর তা নিয়ে হেডেন বললেন, ‘আইপিএলের প্রায় সব টিমেই কিন্তু দারুণ সব পেসার রয়েছে। যাদের গতিও রয়েছে যথেষ্ট। নর্টজে, লকি, সামিদের ভুলে গেলে চলবে না।’

নিজের মন্তব্যের জায়গা থেকে সরে এলেও শাহিনকে ঘিরে তাঁর মুগ্ধতা গোপন করেননি। বরং তরুণ পাক পেসার যে অনেক দূর যাবেন, তা নিয়ে নিশ্চিত তিনি। আর তাই হেডেন বলেছেন, ‘শাহিনের মতো পেসারদের বল করতে দেখে কিন্তু দারুণ লাগে। আধুনিক ক্রিকেটে কিন্তু এই রকম পেসার খুব বেশি দেখা যায় না। এটা কিছুটা দুর্ভাগ্যেরও। ওর যেমন গতি আছে, তেমনই সুইং আছে। যে কারণে শাহিনকে সামলাতে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের।’

নতুন বলে শাহিনের দুরন্ত পারফরম্যান্সের জন্যই পাকিস্তান হারাতে পেরেছে ভারতের মতো হেভিওয়েট টিমকে। পরের ম্যাচে আবার নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলেছে পাক টিম।

আরও পড়ুন: West Indies vs Bangladesh Live Score, T20 World Cup 2021: সাকিব আউট, প্রথম উইকেট হারাল বাংলাদেশ

আরও পড়ুন: Leander Paes: লিয়েন্ডারে আস্থা জয়দীপ-দোলাদের

Next Article