T20 World Cup 2021: হাসানের ক্যাচ মিসটাই ছিটকে দিল পাকিস্তানকে, মানছেন বাবর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 12, 2021 | 12:10 AM

এ বারের টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেও ফাইনালে উঠতে পারলেন না বাবর আজম। পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের পারফরম্যান্সে সন্তুষ্ট বাবর আজম।

T20 World Cup 2021: হাসানের ক্যাচ মিসটাই ছিটকে দিল পাকিস্তানকে, মানছেন বাবর
T20 World Cup 2021: হাসানের ক্যাচ মিসটাই ছিটকে দিল পাকিস্তানকে, মানছেন বাবর

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে (Semi Final) দুরন্ত ছন্দে থাকা বাবর আজমের পাকিস্তানকে (Pakistan) হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। টসে জিতে প্রথমে বাবর আজমের পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক ফিঞ্চ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিলেন রিজওয়ানরা। রান তাড়া করতে নেমে শুরুতেই ক্যাপ্টেনের উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নার লড়াই চালিয়ে যান। এবং শেষের দিকে মার্কাস স্টোইনিস ও ম্যাথু ওয়েডের ব্যাটে ঝড় ওঠে। যার ফলে ১ ওভার বাকি থাকতেই দলকে ফাইনালের টিকিট পাইয়ে দেন স্টোইনিস-ওয়েড জুটি।

১৫ ওভারের মাথায় ৫ উইকেটে ১১৫ রান ছিল অজিদের স্কোরবোর্ডে। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্টোইনিস-ওয়েড জুটি। ১৯ ওভারেই ১৭৭ রান তুলে নেয় অজিরা। ১৭ বলে অপরাজিত ৪১ রানের দুরন্ত ইনিংস এসেছে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে। এবং ৩১ বলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মার্কাস স্টোইনিস। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ম্যাথু ওয়েড। ম্যাচের পর ওয়েড বলেন, “অন্য প্রান্তে থাকা মার্কাস স্টোইনিসের সঙ্গে কথা বলেছিলাম, বোলাররা কী করতে চাইছিল তা নিয়ে আমরা আলোচনা করেছি। [শাহিন] সম্ভবত আমার প্রত্যাশার চেয়ে বেশি পেস-অন বোলিং করেছেন। যখন আমি মার্কাসের সাথে ছিলাম, তখন ও সত্যিই আত্মবিশ্বাসী ছিলেন যে আমরা পারব। যদিও আমি কিছুটা অনিশ্চিত ছিলাম। ও প্রথম দিকে বাউন্ডারি খুঁজে পেয়েছিল, এবং আমি শেষের দিকে সুবিধে করতে পেরে খুশি হয়েছি। আমি সবেমাত্র ব্যাটিং শেষ করেছি। আমি দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। আমি কিছু সময়ের জন্য দলের বাইরে ছিলাম, আমি আবার সুযোগ পেয়ে ভীষণ খুশি।”

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, “এটা ক্রিকেটের একটি দুর্দান্ত খেলা ছিল। ম্যাথু ওয়েড যেভাবে তাঁর স্নায়ু ধরে রেখেছিলেন তা অসামান্য। মার্কাস স্টোইনিসের সঙ্গে ওর পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রথমে একটা সমস্যার সৃষ্টি করে ফেলেছিলাম। আমরা কয়েকটা উইকেট ফস্কেছি। যদিও ওগুলো নেওয়া জটিল ছিল। কিন্তু আজ আমরা যা দেখিয়েছি, তাতে স্পষ্ট দলের সমস্ত প্লেয়ারদেরই প্রয়োজন। প্রত্যেকেরই একটা করে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটা সত্যিই অদ্ভুত। আজ একটুও শিশির নেই, কিন্তু লাইট কার্যকর হয়েছে এবং উইকেটের গতি কিছুটা বেড়ে যায়। আমি টস হেরে বোর্ডে টোটাল রেখে ডিফেন্ড করার আশা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত রান তাড়া করাটাও আমাদের জন্য ভালো ছিল।”

এ বারের টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেও ফাইনালে উঠতে পারলেন না বাবর আজম। ম্যাচের শেষে বাবর বলেন, “আমরা প্রথমার্ধে যেভাবে শুরু করেছিলাম, তাতে আমরা যা টার্গেট করেছিলাম, তাতে পৌঁছতে পেরেছিলাম। তবে আমরা ওদের রান তাড়া করার সময় শেষের দিকে অনেক বেশি সুযোগ দিয়ে ফেলেছিলাম। আমরা যদি সঠিক সময়ে ওয়েডের ক্যাচটা নিতে পারতাম তা হলে হয়তো ম্যাচে একটা পার্থক্য হতে পারত।”

ফাইনালে পৌঁছতে না পারলেও পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বাবর আজম। তিনি বলেন, “আমরা যেভাবে এই টুর্নামেন্টে খেলেছি, তাতে আমি একজন অধিনায়ক হিসেবে খুবই সন্তুষ্ট। আমি আশা করি এর পরে আমরা আমাদের ভুল থেকে শেখার চেষ্টা করব। নিশ্চিতভাবে, আমরা যদি একটি টুর্নামেন্টে এত ভালো খেলে থাকি, তা হলে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারব। এবং আমরা এ ভাবেই খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সমর্থকরা যেভাবে আমাদের সমর্থন করেছিল, আমরা একটি দল হিসাবে এটাকে অনেক উপভোগ করেছি। যেমনটা আমরা সব সময় করে থাকি। এবং আমি এর জন্য প্রতিটি সমর্থকের কাছে খুবই কৃতজ্ঞ।”

টুর্নামেন্টের ফাইনালে না উঠতে পারলেও বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের এই লড়াইটা আজীবন মনে করা হবে ক্রিকেটের ইতিহাসে। এবং অজিদের সামনে এ বার কাপ দখলের লড়াইয়ের জন্য তৈরি কিউয়িরা। রবিবার পাওয়া যাবে এ বারের টি-২০ বিশ্বকাপজয়ী দলকে।

Next Article