IND vs ENG: দ্বীপ জ্বাললেন সেই আকাশ, সিরাজের ছয়; এজবাস্টনে বড় লিড
India Vs England 2nd Test: অ্যাডভান্টেজ ছিল ভারতই। তৃতীয় দিনও শুরুটা দুর্দান্ত সিরাজ ফেরান জো রুট ও বেন স্টোকসকে। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ৪০৭ অবধি পৌঁছল তারা। ১৮০ রানের লিড ভারতের।

সকাল দেখে সবসময় বোঝা যায় না দিনটা কেমন যাবে। এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের সকাল দেখেও বোঝা যায়নি। প্রথম ইনিংসে ক্যাপ্টেন শুভমন গিলের ২৬৯ রানের বিশাল স্কোর। যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত ব্যাটিং। ৫৮৭ রানের বিশাল স্কোর গড়েছিল ভারত। এরপর শুরুতেই ৩ উইকেট ফেলে দেওয়া। অ্যাডভান্টেজ ছিল ভারতই। তৃতীয় দিনও শুরুটা দুর্দান্ত সিরাজ ফেরান জো রুট ও বেন স্টোকসকে। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ৪০৭ অবধি পৌঁছল তারা। ১৮০ রানের লিড ভারতের।
মাত্র ৮৪ রানে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর প্রত্যাশা বাড়ছিল বড় লিডের। কিন্তু ভারতের বাধা হয়ে দাঁড়ান হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেটে ৩৬৮ বলে ৩০৩ রান যোগ করে এই জুটি। অবশেষে ভারতকে ব্রেক থ্রু দেন সেই আকাশ দীপ। বাংলার পেসার তুলে নেন হ্যারি ব্রুককে। সেখান থেকেই ফের ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। মহম্মদ সিরাজ সব মিলিয়ে ৬ উইকেট নেন। আকাশ দীপ নেন ৪টি উইকেট।
অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া ইংল্যান্ডের কিপার ব্যাটার জেমি স্মিথের। তিনি ১৮৪ রানে অপরাজিত থাকেন। সঙ্গী পেলে ডাবল সেঞ্চুরিটা হতেই পারত। স্মিথকে আউট করতে না পারলেও উল্টো দিক থেকে পরপর উইকেট তুলে ১৮০ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে ভারত। ফলে এখনও অবধি এজবাস্টনে অ্যাডভান্টেজ ভারত বলাই যায়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন, নজর এ বার সেদিকেই।





