কলকাতা: বোলিংয়ে রিঙ্কু সিং (Rinku Singh) যে মন্দ নন, তা এখন ক্রিকেট প্রেমীদের জানা। শ্রীলঙ্কা সফরে গিয়ে বোলিং অভিষেকে জোড়া উইকেট পেয়েছিলেন রিঙ্কু। এরপর তিনি জানিয়েছিলেন, নিজের বোলিংয়ে উন্নতি করতে চান। শুধু তাই নয়, আলিগড়ের নবাব এও বলেছিলেন, টি-২০ বিশ্বকাপের টিম বাছাইয়ের সময় নির্বাচকরা তাঁর বোলিং দেখেননি। তা না হলে, হয়তো তিনি বিশ্বকাপ টিমে সুযোগ পেয়ে যেতেন। আপাতত রিঙ্কু ব্যাস্ত ইউপি টি-২০ লিগে। সেখানে তাঁকে এ বার বল হাতে দেখা গিয়েছে। কানপুর সুপারস্টারের বিরুদ্ধে বোলিং করার পর তাঁর সামনে প্রশ্ন রাখা হয়, শ্রীলঙ্কায় উইকেট পেয়ে বোলিংয়ে মজা পেয়েছেন? উত্তরে রিঙ্কু কী বলেছেন?
উত্তরপ্রদেশ টি-২০ লিগে এই নিয়ে জোড়া জয় পেল মিরাট ম্যাভেরিক্স। কানপুরের বিরুদ্ধে উবেশ-রিঙ্কুর অবিচ্ছিন্ন সেঞ্চুরি পার্টনারশিপে ৬ উইকেটে জয় মিরাটের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয়, শ্রীলঙ্কায় উইকেট পেয়ে বোলিংয়ের মজা লেগেছে? তাই এখানেও ট্রাই করছেন? হাসতে হাসতে রিঙ্কু বলেন, ‘না না ওই রকম ব্য়াপার নয়। এখানে প্রয়োজন ছিল বল করার, তাই করেছি। টার্নও হচ্ছিল। আর আমি যখনই প্রয়োজন পড়বে বল করব।’
প্রথমে ব্যাটিং করে কানপুর তোলে ১৫৩। দলের বোলারদের প্রশংসা শোনা যায় ক্যাপ্টেন রিঙ্কু সিংয়ের মুখে। তিনি বলেন, ‘শুধু মহসিন খানই নয়, বাকি বোলাররাও ভালো বোলিং করেছে।’ জিশান আনসারি মিরাটের প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। কানপুরের বিরুদ্ধে লেগ স্পিনার জিশানকে প্রথম ১০ ওভারে বোলিং করাননি রিঙ্কু। ১০ ওভারের পরে তাঁকে বোলিংয়ে আনেন। এরপর জিশানকে প্রশ্ন করেন রিঙ্কু যে ওই সময় ২ জন বাঁ হাতি ব্যাট করছে। তাতে তাঁর সমস্যা হবে কিনা। তখন জিশান জানান, সমস্যা হবে না।
২৬ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর জিশান আনসারি বলেন, ‘রিঙ্কু ভাই বলেছিল, ব্য়াটার যে দিকে দেখছে, তুই উল্টো বল কর।’ সাবা করিম জিশানকে প্রশ্ন করেন, ‘বল ভালো টার্ন করালেন আপনি, এ বার রিঙ্কুকে কি শেখাবেন?’ উত্তরে জিশান হাসতে হাসতে বলেন, ‘অধিনায়ক তো সব জানেন। তাঁকে আর কী পরামর্শ দেব?’ ২ ম্যাচে ৮ উইকেট ফলে দায়িত্ব কি বাড়ল? জিশানের উত্তর, ‘এমন কিছু না। আমাদের সকলেই ভালো বোলিং করছে।’
পাওয়ার প্লে-তে তিন উইকেট এবং পরের ওভারের প্রথম বলেই আর একটা উইকেট হারায় মিরাট। রিঙ্কুকে জিজ্ঞাসা করা হয় চার উইকেট পড়ে যাওয়ায় চাপে ছিলেন? তিনি বলেন, ‘শুরুটা খারাপ হয়েছে বলে মনে করি না। উইকেট পড়লেও রান ঠিকঠাকই ছিল।’
মিরাটের পাওয়ার প্লে-তে স্কোর ছিল ৩ উইকেটে ৫৪। ১৫৩ রানের টার্গেট ছিল। উল্টোদিকে তরুণ ব্যাটার উবেশ ছিলেন রিঙ্কুর সঙ্গে। মিরাট ক্যাপ্টেন বলেন, ‘উবেশের সঙ্গে কথা হচ্ছিল, ছোট ছোট পার্টনার শিপ গড়ব। তারপর যে ভাবে ম্যাচ এগোবে, সেই মতো প্ল্যানিং করব।’