কলকাতা: মুম্বইয়ের জার্সিতে এতদিন ঘরোয়া ক্রিকেটে রাজ করতেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এ বার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। ফলে এ বার থেকে তাঁকে ডাকা হবে টিম ইন্ডিয়ার সিনিয়ার টিমে খেলা ক্রিকেটার বলে। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ খানের টেস্ট অভিষেক হয়েছে। তারপরই খোঁজ পড়েছে সরফরাজের স্ত্রীর। যেদিন কিংবদন্তি অনিল কুম্বলে সরফরাজ খানের হাতে টেস্ট অভিষেক ক্যাপ তুলে দিয়েছিলেন, সেই দিন তাঁর স্ত্রী ও বাবা মাঠেই উপস্থিত ছিলেন। বোরখা পরে সরফরাজের বাবা নওশাদ খানের পাশেই দাঁড়িয়েছিলেন। সরফরাজের স্ত্রীকে নিয়ে ‘কাশ্মীর কি কলি’… বললে কিছু ভুল বলা হবে না।
TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল সরফরাজের স্ত্রীর পরিচয়…
The happiness on Sarfaraz Khan’s father and wife face. ❤️ pic.twitter.com/rJJB6Oa96d
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 15, 2024
রাজকোট টেস্টে অভিষেক হওয়ার পর সরফরাজের বাবা নওশাদ যেমন কাঁদছিলেন, তেমনই রোমানাকেও কাঁদতে দেখা যায়। টেস্ট অভিষেক ক্যাপ পাওয়ার পর সরফরাজ ছুটে যান মাঠে দাঁড়িয়ে থাকা বাবা ও স্ত্রীর দিকে। বাবাকে জড়িয়ে ধরেন তিনি। স্ত্রী রোমানার কান্নাও মুছিয়ে দিতে দেখা যায় সরফরাজকে। এরপর সরফরাজ যখন প্রথম বার মাঠে নামেন সেই সময় গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী ও বাবাকে। সরফরাজ হাফসেঞ্চুরি করার পর গ্যালারি থেকে চুমু দিতেও দেখা যায় রোমানাকে। সরফরাজের কাশ্মীরি স্ত্রী বেশ সুন্দরীও। তাঁর ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।