Sarfaraz Khan: ভূস্বর্গের জামাই… টেস্ট অভিষেক হতেই খোঁজ পড়ল সরফরাজের স্ত্রীর

Feb 18, 2024 | 10:16 AM

রাজকোট টেস্টে অভিষেক হওয়ার পর সরফরাজের বাবা নওশাদ যেমন কাঁদছিলেন, তেমনই রোমানাকেও কাঁদতে দেখা যায়। টেস্ট অভিষেক ক্যাপ পাওয়ার পর সরফরাজ ছুটে যান মাঠে দাঁড়িয়ে থাকা বাবা ও স্ত্রীর দিকে। বাবাকে জড়িয়ে ধরেন তিনি। স্ত্রী রোমানার কান্নাও মুছিয়ে দিতে দেখা যায় সরফরাজকে।

Sarfaraz Khan: ভূস্বর্গের জামাই... টেস্ট অভিষেক হতেই খোঁজ পড়ল সরফরাজের স্ত্রীর
Sarfaraz Khan: ভূস্বর্গের জামাই... টেস্ট অভিষেক হতেই খোঁজ পড়ল সরফরাজের স্ত্রীর

Follow Us

কলকাতা: মুম্বইয়ের জার্সিতে এতদিন ঘরোয়া ক্রিকেটে রাজ করতেন সরফরাজ খান (Sarfaraz Khan)। এ বার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। ফলে এ বার থেকে তাঁকে ডাকা হবে টিম ইন্ডিয়ার সিনিয়ার টিমে খেলা ক্রিকেটার বলে। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ খানের টেস্ট অভিষেক হয়েছে। তারপরই খোঁজ পড়েছে সরফরাজের স্ত্রীর। যেদিন কিংবদন্তি অনিল কুম্বলে সরফরাজ খানের হাতে টেস্ট অভিষেক ক্যাপ তুলে দিয়েছিলেন, সেই দিন তাঁর স্ত্রী ও বাবা মাঠেই উপস্থিত ছিলেন। বোরখা পরে সরফরাজের বাবা নওশাদ খানের পাশেই দাঁড়িয়েছিলেন। সরফরাজের স্ত্রীকে নিয়ে ‘কাশ্মীর কি কলি’… বললে কিছু ভুল বলা হবে না।

TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল সরফরাজের স্ত্রীর পরিচয়…

  1. মুম্বইকর সরফরাজ খানের স্ত্রীর নাম রোমানা জহুর।
  2. কাশ্মীরে গিয়ে ২০২৩ সালের অগস্টে নিকাহ করেছেন সরফরাজ।
  3. দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সরফরাজের শ্বশুরবাড়ি।
  4. একাধিক রিপোর্টে সরফরাজের স্ত্রীকে নিয়ে নানান তথ্য জানা গিয়েছে।
  5. এক রিপোর্টে বলা হয়েছে, রোমানা বিএসসির ছাত্রী ছিলেন। দিল্লির কলেজে পড়াশুনা করতেন। সেখানে সরফরাজের এক বোন পড়তেন। সেই সুবাদেই সরফরাজের সঙ্গে প্রথম দেখা হয় রোমানার। এরপর বন্ধুত্ব। পরবর্তীতে একে অপরের প্রেমে পড়ে যান। তারপর বিয়ে হয় দু’জনের।
  6. অপর এক রিপোর্ট অনুযায়ী সরফরাজ খানের এক খুড়তুতো ভাইয়ের বন্ধু ছিলেন রোমানা। একবার তাঁরা দু’জন সরফরাজের খেলা দেখতে গিয়েছিলেন। সেই সময় রোমানার সঙ্গে দেখা হয় সরফরাজের। তারপর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে।
  7. সরফরাজ ও রোমানার প্রেম পর্বের ব্যাপারে কোনও সঠিক তথ্য জানা যায়নি।


রাজকোট টেস্টে অভিষেক হওয়ার পর সরফরাজের বাবা নওশাদ যেমন কাঁদছিলেন, তেমনই রোমানাকেও কাঁদতে দেখা যায়। টেস্ট অভিষেক ক্যাপ পাওয়ার পর সরফরাজ ছুটে যান মাঠে দাঁড়িয়ে থাকা বাবা ও স্ত্রীর দিকে। বাবাকে জড়িয়ে ধরেন তিনি। স্ত্রী রোমানার কান্নাও মুছিয়ে দিতে দেখা যায় সরফরাজকে। এরপর সরফরাজ যখন প্রথম বার মাঠে নামেন সেই সময় গ্যালারিতে দেখা যায় তাঁর স্ত্রী ও বাবাকে। সরফরাজ হাফসেঞ্চুরি করার পর গ্যালারি থেকে চুমু দিতেও দেখা যায় রোমানাকে। সরফরাজের কাশ্মীরি স্ত্রী বেশ সুন্দরীও। তাঁর ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Next Article