নয়াদিল্লি: MLC-তে ছক্কা হাঁকালেন বিরাট কোহলির সতীর্থ! কি অবাক হচ্ছেন? বেশ তা হলে বিস্তারিত জানানো যাক। কথা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রভালকরকে (Saurabh Netravalkar) নিয়ে। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। বর্তমানে তিনি মার্কিন মুলুকের টি-২০ লিগ এমএলসিতে খেলছেন। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) খেলছেন সৌরভ নেত্রভালকর। সেখানেই এ বার তিনি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কে এই সৌরভ নেত্রভালকর? ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন মুম্বইয়ের সৌরভ নেত্রভালকর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার আগে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। জুনিয়র স্তরে বিরাট কোহলির সঙ্গেও খেলেছিলেন তিনি। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় দক্ষিণ আফ্রিকায় হওয়া ত্রিদেশীয় সিরিজে সর্বাধিক উইকেটশিকারী বোলার হয়েছিলেন সৌরভ নেত্রভালকর। তিনি ভারতের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে খেলেছিলেন। এ ছাড়া ২০০৮-০৯ সালের কোচ বিহার ট্রফিতে তিনি ছয় ম্যাচে ৩০টি উইকেট নিয়েছিলেন।
জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সৌরভ নেত্রভালকর। এরপর সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরও ক্রিকেটের টানে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন তিনি।
চলতি এমএলসিতে সর্বাধিক উইকেটশিকারী বোলার সৌরভ নেত্রভালকর। এখনও অবধি তিনি এমএলসিতে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। যার মধ্যে আজই, সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছেন তিনি। ওই ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ওয়াশিংটন ফ্রিডম। ১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৩ রানেই গুটিয়ে যায় সান ফ্রান্সিসকো। অজি ওপেনার ম্যাথু ওয়েড (৮) থেকে শুরু করে মার্কাস স্টইনিস (৩), চৈতন্য বিষ্ণোই (১৬), লিয়াম প্লাঙ্কেট (৫) ও হ্যারিস রউফের (০) উইকেট তুলে নেন সৌরভ। ৩.৫ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করেন সৌরভ। আর ঝুলিতে ভরেন ৬টি উইকেট। ৩০ রানে ম্যাচ জিতে নিয়ে লিগ টেবলের ২ নম্বরে পৌঁছে গিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। আর এই অনবদ্য বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সৌরভ।