IPL 2022 Auction: ‘এ বারের নিলাম প্রত্যেকের কাছেই খুব চ্যালেঞ্জিং’, বলছেন প্রবীণ আমরে
দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে বলেন, 'সমস্ত কর্ণধারদের কাছেই এ বারের নিলামটা চ্যালেঞ্জিং। প্রত্যেকের মাথায় এটা কাজ করবে, তারা এ কি মিস করছে এবং কিসের জন্য নিলামে বসবে। মক অকশনেই আমরা অনেকটা প্রস্তুতি সেরে নিয়েছি। কখনও আসল জায়গায় সেটা কাজ দেয়, আবার কখনও দেয় না। মক অকশন কি ভাবে করেছি সেটাকে কাজে লাগানোই আসল ব্যাপার। টিমের প্রত্যেক সদস্যই মক অকশনে এক একটা চিন্তা পেশ করে। অবশ্যই আমরা সেরা ক্রিকেটারকে দলে চাইব। কিন্তু কি ভাবে নিতে হবে সেটাই আসল চ্যালেঞ্জ।'
বেঙ্গালুরু: এ বারের আইপিএলের মেগা নিলাম অনেকটাই চ্যালেঞ্জিং। মানছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সহকারী কোচ প্রবীণ আমরে। শনি আর রবিবার বেঙ্গালুরুতে আইপিএল (IPL) নিলাম। সমস্ত ক্রিকেটপ্রেমীদের নজর সে দিকেই। গত দু’বছর আইপিএলে বেশ ভালো পারফর্ম করে দিল্লি ক্যাপিটালস। চ্যাম্পিয়ন হতে না পারলেও শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের দিল্লি দেখিয়ে দিয়েছিল তাঁদের মশলা। শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিলেও ঋষভ পন্থকে (Rishabh Pant) রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে নিলাম থেকে নতুন ক্রিকেটারদের দলে নিয়ে ঘর গোছানোর পালা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলির কাছেও তেমনই কঠিন চ্যালেঞ্জ।
দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে বলেন, ‘সমস্ত কর্ণধারদের কাছেই এ বারের নিলামটা চ্যালেঞ্জিং। প্রত্যেকের মাথায় এটা কাজ করবে, তারা এ কি মিস করছে এবং কিসের জন্য নিলামে বসবে। মক অকশনেই আমরা অনেকটা প্রস্তুতি সেরে নিয়েছি। কখনও আসল জায়গায় সেটা কাজ দেয়, আবার কখনও দেয় না। মক অকশন কি ভাবে করেছি সেটাকে কাজে লাগানোই আসল ব্যাপার। টিমের প্রত্যেক সদস্যই মক অকশনে এক একটা চিন্তা পেশ করে। অবশ্যই আমরা সেরা ক্রিকেটারকে দলে চাইব। কিন্তু কি ভাবে নিতে হবে সেটাই আসল চ্যালেঞ্জ।’
? | Just taking you through all the planning and discussions from our Mock Auction in Bengaluru ?✨#YehHaiNayiDilli #IPL2022 #IPLAuction #TATAIPLAuction @MustafaGhouse @ShyantanuC @bishtvk @pravin__amre pic.twitter.com/ZzTUiiOXp7
— Delhi Capitals (@DelhiCapitals) February 10, 2022
একই সঙ্গে আমরে বলেন, ‘আমরা সব সময় এমন একটা দল বানানোর চেষ্টা করি যাতে ভারসাম্য থাকে। আমরা ৪জন সেরা ক্রিকেটারকে রেখে দিয়েছি। একজন টপ অর্ডারের ব্যাটার, একজন ভালো উইকেটকিপার-ব্যাটার, একজন ভালো অলরাউন্ডার এবং একজন বোলার। বেসিক জিনিসটা আমরা সাজিয়ে নিয়েছি। তবে নিলামের টেবিলে বসার আগে আমাদের অনেক পড়াশোনা করে নিতে হয়। এরই মধ্যে ৫ থেকে ৬টা মক অকশন করে ফেলেছি।’
আরও পড়ুন: IPL 2022 Auction: মেগা নিলামের আগে জানুন আইপিএলের ১০টি দলের মালিক কারা