MI vs KKR, IPL 2022 Match 56 Result: কাজে এল না বুমরার ফাইফার, ৫২ রানে জয়ী কেকেআর

| Edited By: | Updated on: May 09, 2022 | 11:20 PM

Mumbai Indians vs Kolkata Knight Riders Live Score in Bangla: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

MI vs KKR, IPL 2022 Match 56 Result: কাজে এল না বুমরার ফাইফার, ৫২ রানে জয়ী কেকেআর
আইপিএলে আজ মুখোমুখি মুম্বই-কলকাতা

মুম্বই: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৫৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে জিতে শুরুতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছিল শ্রেয়সের দল। রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই থেমে যায় রোহিতের দল। ১১৩ রানে অল আউট হয়ে যায় মুম্বই। ৫২ রানে ম্যাচ জিতে নেয় নাইটবাহিনী।  এই জয়ের পর খাতায় কলমে দেখতে হলে এখনও প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে কিং খানের দল। আজ মুম্বইয়ের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করে জয়ের মুখ দেখল শ্রেয়সের দল। জসপ্রীত বুমরার ৫ উইকেট কাজে এল না। ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন ভেঙ্কিরা।

Key Events

৫২ রানে জয়ী কেকেআর

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইকে ১৬৬ রানের টার্গেট দিয়েছিল শ্রেয়সের দল। ১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে থেমে যায় রোহিতের পল্টন। ৫২ রানে জয়ী কেকেআর।

বুমরার ফাইফার

কাজে এল না জসপ্রীত বুমরার ফাইফার। আইপিএল কেরিয়ারে প্রথম ৫ উইকেট নিলেন বুমরা। কিন্তু দলকে জেতাতে পারলেন না।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 May 2022 11:05 PM (IST)

    ৫২ রানে জয়ী কেকেআর

    ১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে অল আউট রোহিতের মুম্বই।

  • 09 May 2022 10:48 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১০২/৭

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে রোহিতের দল তুলেছে ১০২ রান।
  • 09 May 2022 10:48 PM (IST)

    এক ওভারে তিন উইকেট কামিন্সের খাতায়

    ঈশান কিষাণের পর ড্যানিয়েল স্যামস ও মুরুগান অশ্বিনের উইকেট ১৫তম ওভারে তুলে নিলেন প্যাট কামিন্স।

  • 09 May 2022 10:42 PM (IST)

    আউট ঈশান

    হাফসেঞ্চুরির পর উইকেট খোয়ালেন ঈশান। ৫১ রান করে মাঠ ছাড়লেন ঈশান। মুম্বইয়ের পঞ্চম উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স।

  • 09 May 2022 10:38 PM (IST)

    হাফসেঞ্চুরি ঈশানের

    কেকেআরের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মুম্বইয়ের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ।

  • 09 May 2022 10:20 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৬৬/২

    • খেলা বাকি ১০ ওভারের।
    • প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে রোহিতের দল।
  • 09 May 2022 10:04 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে মুম্বই।
    • ম্যাচ জিততে মুম্বইয়ের চাই এখনও ৮৪ বলে ১২৯ রান।
  • 09 May 2022 10:00 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩২/২

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে মুম্বই।
  • 09 May 2022 09:35 PM (IST)

    রান তাড়া করতে নামল মুম্বই

    টার্গেট ১৬৬। রান তাড়া করতে নামলেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।

  • 09 May 2022 09:20 PM (IST)

    ১৬৫ রানে থামল নাইটরা

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে কলকাতা। মুম্বইকে ১৬৬ রানের টার্গেট দিল কেকেআর

  • 09 May 2022 09:08 PM (IST)

    পরপর উইকেট হারাচ্ছে কেকেআর

    এক ওভারে তিন উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্সের পর সুনীল নারিনের উইকেট তুলে নিলেন বুমরা। আট উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর।

  • 09 May 2022 08:53 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ১৪০/৫

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০।
  • 09 May 2022 08:51 PM (IST)

    রানার হাফসেঞ্চুরি হাতছাড়া

    মুম্বইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন নীতিশ রানা। ৪৩ রানের মাথায় বুমরাকে উইকেট দিয়ে বসলেন রানা।

  • 09 May 2022 08:47 PM (IST)

    রাসেল আউট

    মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বুমরা তুলে নিলেন রাসেলের উইকেট।

  • 09 May 2022 08:41 PM (IST)

    শ্রেয়সের উইকেট নিলেন অশ্বিন

    মুরুগান অশ্বিন তুলে নিলেন শ্রেয়স আইয়ারের উইকেট। ৬ রান করে মাঠ ছাড়লেন নাইট নেতা।

  • 09 May 2022 08:23 PM (IST)

    রাহানে আউট

    ভেঙ্কটেশ আইয়ারের পর অজিঙ্ক রাহানের উইকেট তুলে নিলেন কার্তিকেয়। ২৫ রান করে মাঠ ছাড়লেন রাহানে।

  • 09 May 2022 08:22 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৮৭/১

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • ক্রিজে রয়েছেন নীতিশ রানা ও অজিঙ্ক রাহানে।
    • রানা ব্যাট করছেন ১০ রানে।
    • রাহানে রয়েছেন ২৫ রানে।
  • 09 May 2022 08:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে কেকেআর।
    • রানা ব্যাট করছেন ৫ রানে।
    • রাহানে রয়েছেন ৯ রানে।
  • 09 May 2022 08:00 PM (IST)

    ভেঙ্কি আউট

    ৪৩ রানে আউট হলেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। মুম্বইকে প্রথম উইকেট এনে দিলেন কার্তিকেয়।

  • 09 May 2022 07:54 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৪৮/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৮ রান তুলেছে নাইটরা।
    • রাহানে ব্যাট করছেন ৯ রানে।
    • ভেঙ্কি ব্যাট করছেন ৩১ রানে।
  • 09 May 2022 07:43 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ২৬/০

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে নাইটরা।
    • রাহানে ব্যাট করছেন ৪ রানে।
    • ভেঙ্কি ব্যাট করছেন ২০ রানে।
  • 09 May 2022 07:30 PM (IST)

    কেকেআরের ইনিংস শুরু

    নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানে।

  • 09 May 2022 07:09 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

  • 09 May 2022 07:07 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, রমনদীপ, কায়রন পোলার্ড, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, জশপ্রীত বুমরা, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, রাইলি মেরিডিথ।

  • 09 May 2022 07:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা

  • 09 May 2022 06:42 PM (IST)

    মিশন মুম্বইয়ের জন্য ডিওয়াই পাতিলে রওনা দিল কেকেআর

    আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুম্বইয়ের মুখে নামবে কেকেআর।

  • 09 May 2022 06:39 PM (IST)

    পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

    এখনও অবধি ১১ ম্যাচে খেলে ৪ জয় ও ৭ হার নাইটদের। লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে কিং খানের দল। এবং পয়েন্ট টেবলের সব থেকে নীচে, ১০ নম্বরে রয়েছে সূর্যকুমার যাদবরা। এবং এখনও পর্যন্ত খেলা ১০টি ম্যাচের ২টিতে জয় ও ৮টিতে হারের মুখ দেখেছে মুম্বই।

  • 09 May 2022 06:38 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে মুম্বই-কলকাতা। পরিসংখ্যানগত দিক দিয়ে এগিয়ে রয়েছে মুম্বই। কারণ অতীতে কলকাতার বিরুদ্ধে ২২ বার জিতেছে মুম্বই। আর নাইটরা জিতেছে মাত্র ৮টি ম্যাচে।

Published On - May 09,2022 6:30 PM

Follow Us: