
কলকাতা: একদিকে আইপিএলে (IPL) পাঁচ বারের চ্যাম্পিয়ন। সামনে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ঘুরে দাঁড়াবে, নাকি চোখের সামনে থেকে ২ পয়েন্ট বের করে নিয়ে যাবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স? প্রশ্ন ছিল এটাই। তার উপর মুম্বই প্রথম দু-ম্যাচে হেরেছিল। কলকাতা তবু এক ম্যাচ জিতে নেমেছিল। জোরদার একটা লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে এমন কিছুই হল না। ঘরে ফিরেই দাপুটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। অনবদ্য বোলিং পারফরম্যান্সে কেকেআরকে (Kolkata Knight Riders) মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেন হার্দিকরা। রান তাড়ায় ৮ উইকেটে জয়। ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে একপেশে হার। ওয়াংখেড়ের পিচ-পরিস্থিতি তো অজিঙ্ক রাহানেরও পরিচিত! কী বলছেন কেকেআর ক্য়াপ্টেন? বিস্তারিত পড়ুন: ‘পিচ নিয়ে একেবারেই…’, অজিঙ্ক রাহানের সৎ স্বীকারোক্তি
মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স কোনও কন্টেস্টই হল না। একপেশে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন : ম্যাজিক হল না…, ব্যাটিং বিপর্যয়ে মুম্বইয়ে ‘নাইট-মেয়ার’ কলকাতার
কেকেআর ব্যাটারদের হতাশার পারফরম্যান্স। কলকাতা নাইট রাইডার্স চিয়ারলিডারদের কাছে সেই অর্থে স্টেজে ওঠার সুযোগই ছিল না। রাসেলের দ্বিতীয় উইকেটে গ্য়ালারির চেয়ে বেশি আনন্দ দেখা গেল চিয়ারলিডারদের। হতাশার মাঝে একটু হলেও আনন্দ।
প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। প্রথম দু-ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। হোম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং। হাফসেঞ্চুরি পার তরুণ প্রোটিয়া কিপার ব্যাটার রায়ান রিকলটনের। মুম্বইয়ের জয় শুধু সময়ের অপেক্ষা। নেট রান রেটও বাড়িয়ে নেওয়ার সুযোগ মুম্বইয়ের।
পুঁজি খুবই কম। তবে বোলারদের লড়াই করতে হবে। শুরুর ২ ওভার ভালো হলেও ছন্দে ব্যাট করছিলেন রায়ান রিকলটন ও রোহিত শর্মা। আরও এক ম্যাচ, রোহিত শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। ফিরলেন ১৩ রান করেই। ব্রেক থ্রু দিলেন রাসেল। ক্রিজে উইল জ্যাকস।
স্পেন্সর জনসনের দুর্দান্ত প্রথম ওভার। ইন সুইং, আউট সুইংয়ে কাঁবু হয়েছেন রায়ান রিকলটন। রোহিতকে চাপে ফেলছেন হর্ষিত রানা।
একশো পেরিয়েছে কেকেআর। ক্যাচ মিসের পর রান আউট মিস। কেকেআর ফের সাময়িক স্বস্তি পেল। রমনদীপ যতটা সময় ক্রিজে, কিছুটা রান যোগ হবে। বোল্ট থ্রো ঠিকঠাক ধরতে পারলে অলআউট হয়ে যেত কেকেআর। ১৫.১ ওভারেই গুটিয়ে যেত ইনিংস। রমনদীপের কাঁধেই স্কোর বাড়ানোর দায়িত্ব। মুম্বইয়ের ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে নেমে পড়েছেন রোহিতও।
কোনও উল্লেখযোগ্য পার্টনারশিপ নেই। অবশেষে ৯ উইকেট হারিয়ে একশো ছুঁয়েছে কেকেআর। অল্পের জন্য অলআউট থেকে বাঁচল কেকেআর। ৪ উইকেট নেওয়া অশ্বিনীর দ্বিতীয় ক্যাচ মিস।
পরপর দুটি শর্ট পিচ ডেলিভারি। এরপরই লেন্থ বল। বোল্ড আন্দ্রে রাসেল। চূড়ান্ত হতাশার পারফরম্যান্স। কেকেআরের জন্য নাইটমেয়ার হয়ে উঠেছেন অশ্বিনী কুমার।
সাত নম্বর উইকেট হারিয়ে নিঃশ্বাস নেওয়ারই যেন সময় পায়নি কেকেআর শিবির। রাসেলকে এলবি দেওয়া হয়। রিভিউতে রক্ষা। আপাতত রাসেল স্বস্তি। কিন্তু স্পিনের বিরুদ্ধে অস্বস্তিতে দেখাচ্ছে।
একটা বাউন্ডারি মেরেছেন। কেকেআর ইনিংসের যা পরিস্থিতি, রান তোলার পাশাপাশি ক্রিজে থাকাও জরুরি। গ্যাপ বের করে সিঙ্গল-ডাবলেও ইনিংস এগনো যায়। বাউন্ডারির পরই ফের বড় শট খেলার ‘লোভ’-এ উইকেট উপহার রিঙ্কুর। একাদশ ওভারেই আন্দ্রে রাসেল, কেকেআরের জন্য ভালো বিজ্ঞাপন নয়।
ব্যাটিং বিপর্যয়ে কেকেআর। যে কারণে ব্যাটিংয়েই ইমপ্যাক্ট পরিবর্ত নিতে বাধ্য। মিচেল স্যান্টনার যেমন টার্ন পাচ্ছেন তাতে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী স্বস্তি পেতেই পারেন। ক্রিজে রিঙ্কু-মণীশ পান্ডে। এরপর রাসেল, রমনদীপরাও রয়েছেন। এখান থেকে ১৭০ আশা করা অসম্ভব নয়। সেই অবধি পৌঁছতে পারলে, লড়াই দিতে পারে কেকেআর।
পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে হার্দিক পান্ডিয়া। ওভার শেষ করলেন অংক্রিশ রঘুবংশীর উইকেটে। পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট পরিবর্ত নিতে বাধ্য হল কেকেআর। ক্রিজে অভিজ্ঞ মণীশ পান্ডে।
পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে ৪১। নাইট রাইডার্সের শুরুটা যে ভালো হয়নি, পরিষ্কার। ক্রিজে অংক্রিশ রঘুবংশীর সঙ্গে রিঙ্কু সিং। এই দুই তরুণ ব্য়াটারই ভরসা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের ভরসা হয়ে ওঠেন ভেঙ্কটেশ আইয়ার। গত মরসুমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এবার হল না। বুকের উচ্চতার ডেলিভারি। কার্যত উইকেট উপহার দিয়ে এলেন ভেঙ্কটেশ আইয়ার। ক্রিজে রিঙ্কু সিং।
আইপিএলে অভিষেক পঞ্জাবের বাঁ হাতি তরুণ পেসার অশ্বিনী কুমারের। আর কেরিয়ারের প্রথম ডেলিভারিতেই অজিঙ্ক রাহানের উইকেট! ড্রিম ডেবিউ অশ্বিনী কুমারের।
২ রানে ২ উইকেট। কেকেআরের শুরুটা অস্বস্তির। প্রথম ওভারে নারিনকে ফিরিয়েছিলেন বোল্ট। দ্বিতীয় ওভারে কুইন্টনকে ফেরালেন দীপক চাহার। সেট ব্যাটার কুইন্টনের আউটে সাময়িক অস্বস্তি। অংক্রিশ রঘুবংশী জোড়া বাউন্ডারিতে ভরসা দিলেন।
চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেননি। চোট সারিয়ে ফিরলেন। তবে এই ম্যাচে রান এল না। নতুন বলে ট্রেন্ট বোল্ট বরাবরই ভয়ঙ্কর। গত দু-ম্যাচে কার্যকর হতে পারেননি। সুনীল নারিনকে ফিরিয়ে সেই পুরনো মেজাজে বোল্ট। সুইংও করাতে পারছেন। কেকেআরের অস্বস্তি! ক্রিজে ‘ঘরের ছেলে’ অজিঙ্ক রাহানে।
আইপিএলের এল ক্লাসিকো অর্থাৎ চেন্নাই বনাম মুম্বই ম্যাচে অভিষেক হয়েছিল। চেন্নাইয়ের মাঠে নজর কেড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের চায়নাম্য়ান বিগ্নেশ পুথুর। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাটা পিচে খেলানো হয়নি তাঁকে। কেকেআরের বিরুদ্ধে ফেরানো হয়েছে বিগ্নেশকে। মরসুমের প্রথম হোম ম্যাচ, প্রথম পয়েন্টের খোঁজে মুম্বই।
গত মরসুম দুই লেগেই মুম্বইকে হারিয়েছিল কেকেআর। সার্বিক পরিসংখ্যান যতই কেকেআরের বিপক্ষে থাকুক, এই তথ্য স্বস্তির। এবারও আত্মবিশ্বাসী কেকেআর শিবির। সুনীল নারিন ফেরায় আরও আত্মবিশ্বাসী কেকেআর। টস রিপোর্ট বিস্তারিত পড়ুন: MI-এর বিরুদ্ধে হ্যাটট্রিকের লক্ষ্য নাইটদের, ফিরলেন সুনীল নারিন
আইপিএলে আজ, সোমবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে তিন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন রিঙ্কু সিং।
পড়ুন বিস্তারিত – Rinku Singh: ওয়াংখেড়েতে ফোকাসে KKR তারকা, রিঙ্কু সিংয়ের সামনে ৩ রেকর্ডের হাতছানি
আইপিএলে প্রতিবারই মন্থর শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। পরের দিকে হঠাৎ পিক আপ নিয়েই চ্যাম্পিয়নও হয়। এ বারও কি এমন কিছুর সম্ভাবনা? সেটা যদিও পরের বিষয়, একটা জিনিস বলাই যায় ঘরের মাঠে আজ ব্যাকফুটে মুম্বই ইন্ডিয়ান্সই। এই পরিস্থিতিতে কেকেআরের বিরুদ্ধে আজ নামবে মুম্বই।
পড়ুন বিস্তারিত – MI vs KKR Playing XI IPL 2025: ঘরের মাঠে ব্যাকফুটে MI! ওয়াংখেড়েতে আজ হট-ফাইট, কী হবে কম্বিনেশন?
আর কিছুক্ষণ পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে গর্জন। কারণ, সেখানে দেখা যাবে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স এবং অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সকে।