MI vs KKR Confirmed Playing XI, IPL 2025: MI-এর বিরুদ্ধে হ্যাটট্রিকের লক্ষ্য নাইটদের, ফিরলেন সুনীল নারিন
Mumbai Indians vs Kolkata Knight Riders, Confirmed Playing XI in Bengali: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোম-রাতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। জোড়া হারের স্বাদ পাওয়া মুম্বই কেকেআরের বিরুদ্ধে কোন দল নামাচ্ছে? কলকাতার একাদশই বা কেমন হল?

কলকাতা: মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়েতে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। অজিঙ্ক রাহানে তাঁর ঘরের মাঠেই নামছে আজ। না, এটা তাঁর আইপিএল (IPL) টিমের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স নয়। তিনি যেহেতু মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন, তাই ওয়াংখেড়ের আনাচ-কানাচ তাঁর চেনা। সেই দিক থেকেই আজ রাহানের ‘হোম গ্রাউন্ড’এ খেলা। এ বার সেখানে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) আটনাকোই হবে নাইট নেতার কাজ। আরসিবির বিরুদ্ধে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল কেকেআর (KKR)। এরপর পিঙ্ক আর্মিকে হারিয়ে ২ পয়েন্ট খাতায় তুলেছে নাইটরা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স জোড়া ম্যাচ হেরেছে। ফলে এ বার হার্দিক-রোহিতদের ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। টস জিতলেন হার্দিক। প্রথমে কেকেআরকে ব্যাটিংয়ে পাঠালেন।
গত আইপিএলের দুই পর্বে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কলকাতা। এ বার সেই সূত্র ধরেই কেকেআরের সুযোগ জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে মুম্বইয়ের লক্ষ্য থাকবে যে কোনও উপায়ে হারের হ্যাটট্রিক এড়ানো। টস জিতে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, “ওয়াংখেড়েকে যা জানি, তাতে শিশিরের প্রভাব পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। শুরুর দিকে হয়তো হালকা সুইং হবে। তাই মনে হচ্ছে রান তাড়া করাই ভালো অপশন। শুরুটা ভালো করতে চাই। আমরা ভালো ক্রিকেট খেলতে তাই। শান্ত থাকতে হবে। আজ ডেবিউ হচ্ছে অশ্বিনী কুমারের।”
নাইট অধিনায়ক রাহানে বলেন, “টস জিতলে আমরাও প্রথমে বোলিং বেছে নিতাম। তবে উইকেটটা ঠিক বুঝতে পারছি না। ওয়াংখেড়েতে ভালো রান ওঠে। তাই মনে হচ্ছে টস হেরে ভালোই হয়েছে। হালকা হাওয়া বইছে। শিশিরের প্রভাব আপাতত নেই। আমরা ভালোই ক্রিকেট খেলছি। প্রতিটা ম্যাচই একটা একটা সুযোগ এনে দেয়। এই মাঠ অসাধারণ। আজ মইনের জায়গায় ফিরেছে সুনীল নারিন।”
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট বিকল্প- বৈভব আরোরা, অনরিখ নর্টজে, মনীশ পান্ডে, অনুকূল রয়, লভনীথ সিসোদিয়া।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ – রায়ান রিক্লেক্টন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার ও বিগ্নেশ পুথুর।
ইমপ্যাক্ট বিকল্প – রোহিত শর্মা, করবিন বশ, রাজ বাওয়া, রবিন মিঞ্জ ও সত্যনায়ারণ রাজু।





