MI vs RR, IPL 2022 Match 9 Result: ২৩ রানে ম্যাচ জিতে বাটলারের শতরানের মান রাখল পিঙ্ক আর্মি

| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:43 PM

Mumbai Indians vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

MI vs RR, IPL 2022 Match 9 Result: ২৩ রানে ম্যাচ জিতে বাটলারের শতরানের মান রাখল পিঙ্ক আর্মি
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস

মুম্বই: আজ, শনিবার আইপিএল (IPL 2022) অষ্টম দিন। শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নেমেছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেলের ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিল রাজস্থান। যার মধ্য়ে পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার একাই করেন ১০০ রান। ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। এবং ৩৫ রান করেন শিমরন।  শেষের দিকে হুড়মুড়িয়ে উইকেট না পড়লে ২০০-র গণ্ডি পেরিয়ে যেত পিঙ্ক আর্মি। আজকের ম্যাচ জিতে এ বারের আইপিএলে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ায়ের প্রয়োজন ছিল ১৯৪ রান।

১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়লেন তিলক (৬১), ঈশানরা (৫৪)। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৩ রানে রাজস্থানের কাছে হারতে হল মুম্বইকে। এ বারের এই নিয়ে আইপিএলে পর পর দুটো ম্যাচে হেরে গেলেন রোহিতরা।

Key Events

২৩ রানে জয়ী রাজস্থান

প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিল রাজস্থান। যার মধ্য়ে পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার একাই করেন ১০০ রান। ৩০ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। এবং ৩৫ রান করেন শিমরন।  শেষের দিকে হুড়মুড়িয়ে উইকেট না পড়লে ২০০-র গণ্ডি পেরিয়ে যেত পিঙ্ক আর্মি। কিন্তু রোহিতদের যে টার্গেট দিয়েছিল রাজস্থান, তা পূরণ করতে পারেননি রোহিতরা।

বাটলারের সেঞ্চুরি

হিটম্যানের মুম্বইয়ের বিরুদ্ধে ৬৬ বলে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Apr 2022 07:31 PM (IST)

    ২৩ রানে জয়ী সঞ্জুর রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ রানে ম্যাচ জিতল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

  • 02 Apr 2022 07:24 PM (IST)

    শেষ ওভারে রোহিতদের চাই ২৮ রান

    ম্যাচ জিততে মুম্বইয়কে শেষ ৬টি বলে তুলতে হবে ২৮ রান।

  • 02 Apr 2022 07:22 PM (IST)

    রান আউট মুরুগান

    রান আউট হলেন মুরুগান অশ্বিন। সাত নম্বর উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

  • 02 Apr 2022 07:08 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ জিততে এখনও পোলার্ডদের তুলতে হবে ৫০ রান।

  • 02 Apr 2022 07:00 PM (IST)

    ১৬তম ওভারে জোড়া উইকেট চাহালের খাতায়

    ১৬তম ওভারে রাজস্থানের দুই ক্রিকেটাররে সাজঘরে পাঠালেন যুজবেন্দ্র চাহাল।

    • ১৬ ওভারের প্রথম বলেই টিম ডেভিডকে ফেরান চাহাল। ১ রান করে আউট হন ডেভিড।
    • ১৬ ওভারের দ্বিতীয় বলে ড্যানিয়েল স্যামসের উইকেট তুলে নেন যুজি। কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয় স্যামসকে।
  • 02 Apr 2022 06:51 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১৩৬/৪

    খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে মুম্বইয়ের এখনও প্রয়োজন ৫৮ রান।

  • 02 Apr 2022 06:48 PM (IST)

    তিলক আউট

    ১৪.২ ওভারে অশ্বিন তুলে নিলেন তিলকের উইকেট। ৬১ রান করে মাঠ ছাড়লেন তিলক।

  • 02 Apr 2022 06:40 PM (IST)

    তিলকের হাফসেঞ্চুরি

    ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ন করলেন মুম্বইয়ের এন তিলক ভর্মা।

  • 02 Apr 2022 06:37 PM (IST)

    ঈশান আউট

    হাফসেঞ্চুরির পর ঈশান কিষাণ উইকেট দিয়ে বসলেন ট্রেন্ট বোল্টকে। ৫৪ রান করে মাঠ ছাড়লেন ঈশান।

  • 02 Apr 2022 06:34 PM (IST)

    ঈশানের হাফসেঞ্চুরি

    সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ঈশান কিষাণ।

  • 02 Apr 2022 06:23 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৯৪/২

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে এই ১০ ওভারে রোহিতের মুম্বই তুলেছে ৯৪ রান।

    1. ম্যাচ জিততে এখনও মুম্বইয়ের প্রয়োজন ১০০ রান।
    2. ক্রিজে রয়েছেন ঈশান কিষাণ ও এন তিলক ভর্মা।
    3. ঈশান ব্যাট করছেন ৪০ রানে।
    4. তিলক রয়েছেন ৩৭ রানে।
  • 02 Apr 2022 06:23 PM (IST)

    তিলক-ঈশানের ৫০ রানের পার্টনারশিপ

    ৯.৩ ওভারে এন তিলক ভর্মা ও ঈশান কিষাণের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।

  • 02 Apr 2022 06:03 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে মুম্বই।

  • 02 Apr 2022 05:59 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৪৫/২

    প্রথম ৫ ওভারের মধ্যে অধিনায়ক রোহিত ও আনমোলপ্রীতের উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। স্কোরবোর্ডে উঠেছে ৪৫ রান।

  • 02 Apr 2022 05:54 PM (IST)

    আনমোলপ্রীত আউট

    আনমোলপ্রীত সিংয়ের উইকেট তুলে নিলেন নভদীপ সাইনি। দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। ৫ রান করে সাজঘরে ফিরেছেন আনমোলপ্রীত।

  • 02 Apr 2022 05:42 PM (IST)

    রোহিত আউট

    রোহিত শর্মার উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন মুম্বই অধিনায়ক।

  • 02 Apr 2022 05:34 PM (IST)

    রান তাড়া করতে নেমে পড়লেন রোহিতরা

    টার্গেট ১৯৪। রান তাড়া করতে নেমে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি।

  • 02 Apr 2022 05:19 PM (IST)

    ১৯৩ রানে থামল পিঙ্ক আর্মি

    জস বাটলারের দুরন্ত শতরানে ভর করে ১৯৩ রানে গিয়ে থামল পিঙ্ক আর্মি। ম্য়াচ জিততে মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ১৯৪ রান।

  • 02 Apr 2022 05:17 PM (IST)

    পরাগ আউট

    নভদীপ সাইনির পর রিয়ান পরাগের উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।

  • 02 Apr 2022 05:16 PM (IST)

    সাইনি আউট

    শেষ ওভারে নভদীপ সাইনির উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।

  • 02 Apr 2022 05:13 PM (IST)

    অশ্বিন আউট

    বাটলারের উইকেট নেওয়ার পরই রবিচন্দ্রন অশ্বিনের উইকেটও তুলে নিলেন বুমরা। এক ওভারে তিন উইকেট বুমরার খাতায়।

  • 02 Apr 2022 05:11 PM (IST)

    বাটলার আউট

    সেঞ্চুরির পরই জস বাটলারের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা।

  • 02 Apr 2022 05:07 PM (IST)

    হেটমায়ার আউট

    শিমরন হেটমায়ারের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। ৩৫ রান করে মাঠ ছাড়লেন হেটমায়ার।

  • 02 Apr 2022 05:06 PM (IST)

    বাটলারের সেঞ্চুরি

    রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জস বাটলার।

    • ৬৬ বলে সেঞ্চুরি করলেন পিঙ্ক আর্মির জস বাটলার।
    • ২০২২ সালের আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরি।

  • 02 Apr 2022 04:57 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে তিন উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ১৭০ রান।

    • শিমরন হেটমায়ার ব্যাট করছেন ২৪ রানে।
    • জস বাটলার ব্যাটিং করছেন ৯৮ রানে।
  • 02 Apr 2022 04:47 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৩৮/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের পর রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৩৮।

  • 02 Apr 2022 04:41 PM (IST)

    ক্যাপ্টেন সঞ্জু আউট

    সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিলেন কায়রন পোলার্ড। ৩০ রান করে সাজঘরে ফিরলেন সঞ্জু। তৃতীয় উইকেট হারাল পিঙ্ক আর্মি।

  • 02 Apr 2022 04:20 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৮৭/২

    বাটলার-সঞ্জু জুটিতে এগোচ্ছে রাজস্থান রয়্যালস। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে পিঙ্ক আর্মি।

  • 02 Apr 2022 04:12 PM (IST)

    বাটলারের হাফসেঞ্চুরি

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার।

  • 02 Apr 2022 03:58 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারের মধ্যে ২টি উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে সঞ্জু স্যামসনের দল।

    • পাওয়ার প্লে-র শেষ ওভারে বেশ আটোসাঁটো বোলিং করেছেন মুম্বইয়ের টাইমাল মিলস। ছয় নম্বর ওভার থেকে এসেছে মাত্র ১ রান এবং দেবদত্ত পাড়িক্কালের গুরুত্বপূর্ণ উইকেট।
  • 02 Apr 2022 03:58 PM (IST)

    দেবদত্ত আউট

    পাওয়ার প্লে-র শেষ ওভারের শেষ বলে দেবদত্ত পাড়িক্কালের উইকেট তুলে নিলেন টাইমাল মিলস।

  • 02 Apr 2022 03:54 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৪৭/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে রাজস্থান।
    • বাটলার ব্যাট করছেন ৩৯ রানে।
    • দেবদত্ত রয়েছেন ৭ রানে।
    • তৃতীয় ওভারে পিঙ্ক আর্মির ওপেনার যশস্বীর উইকেট তুলে নিয়েছেন বুমরা।
  • 02 Apr 2022 03:52 PM (IST)

    বাসিল থাম্পিকে উড়িয়ে দিলেন বাটলার

    চতুর্থ ওভারে চার আর ছয়ের বন্যা বইয়ে দিলেন জস বাটলার। চতুর্থ ওভার থেকে এসেছে মোট ২৬ রান। যার মধ্যে রয়েছে ৩টি চার ও ২টি ছয়।

  • 02 Apr 2022 03:45 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ১৭/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। ওপেনার যশস্বীর উইকেট হারিয়ে রাজস্থান ৩ ওভারে তুলেছে ১৭ রান

  • 02 Apr 2022 03:43 PM (IST)

    যশস্বী আউট

    যশস্বী জসওয়ালের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন রাজস্থান ওপেনার।

  • 02 Apr 2022 03:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামলেন যশস্বী জসওয়াল ও জস বাটলার।

  • 02 Apr 2022 03:06 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), এন তিলক ভর্মা, আনমোলপ্রীত সিং, ড্যানিয়েল স্যামস, কায়রন পোলার্ড, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, জশপ্রীত বুমরা, টাইমাল মিলস, বাসিল থাম্পি।

  • 02 Apr 2022 03:05 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশস্বী জসওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

  • 02 Apr 2022 03:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন রোহিত শর্মা। টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন হিটম্যান।

  • 02 Apr 2022 02:54 PM (IST)

    আজ কি ঘুরে দাঁড়াতে পারবে রোহিতের পল্টন?

    ম্যাচের আগে মাস্টার ব্লাস্টারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

  • 02 Apr 2022 02:43 PM (IST)

    স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিল রয়্যালস ফ্যামিলি

    মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সঞ্জুরা।

  • 02 Apr 2022 02:35 PM (IST)

    মুম্বইয়ের ছোটি পল্টন তৈরি

    ছোট্ট সামাইরা বাবা রোহিতের দল মুম্বইকে চিয়ার করার জন্য তৈরি। দেখুন ভিডিও—

  • 02 Apr 2022 02:33 PM (IST)

    অপেক্ষার আর মাত্র ১ ঘণ্টা

    আর ঠিক এক ঘণ্টা পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে মুম্বই বনাম রাজস্থানের আইপিএল ম্যাচ।

  • 02 Apr 2022 02:33 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এখনও অবধি ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১৪ বার। এবং রাজস্থান জিতেছে ১২ বার। একটি ম্যাচে অমীমাংসিত।

Published On - Apr 02,2022 2:30 PM

Follow Us: