MI vs SRH Highlights, IPL 2023: গ্রিনের দুরন্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে জয় মুম্বইয়ের, এ বার রোহিতদের নজর RCB vs GT ম্যাচে
Mumbai Indians vs Sunrisers Hyderabad, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই : রবি-রাতেই ফয়সলা হবে এ বারের আইপিএলের প্লে অফের (IPL 2023 Playoff) চতুর্থ দল কোনটি। চলতি আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বে আর ২টি ম্যাচ বাকি। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই তিনটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। ওয়াংখেড়েতে রবি-বিকেলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির ওপেনিং জুটির দুরন্ত পারফরম্যান্সে ভর করে মুম্বইয়ে দু’শোর টার্গেট দেয় অরেঞ্জ আর্মি। ‘মিশন প্লে অফ’-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে তুলতে হত ২০১ রান। ক্যামেরন গ্রিনের ৪৭ বলে দুরন্ত সেঞ্চুরি, রোহিত শর্মার হাফসেঞ্চুরিতে ভর করে ১২ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে মুম্বই। এই ম্যাচে ৮ উইকেটে জিতে নেট রানরেট বাড়াল মুম্বই। এ বার রোহিতদের নজর থাকবে RCB vs GT ম্যাচে। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন মুম্বই বনাম হায়দরাবাদ (MI vs SRH) ম্যাচের খুঁটিনাটি তথ্য।
Key Events
আজ হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল মুম্বই।
এই ম্যাচে জেতার পর পয়েন্ট টেবলের ৪ নম্বরে উঠে এল MI।
LIVE Cricket Score & Updates
-
গ্রিনের সেঞ্চুরি, ম্যাচ জিতল মুম্বই
৪৭ তম বলে শতরান পূর্ণ ক্যামেরন গ্রিনের। ১২ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই। এই জয়ের ফলে আপাতত পয়েন্ট টেবলের ৪ নম্বরে উঠে এসেছে রোহিতের দল। মুম্বইয়ের ১৪ ম্যাচে ৮টি জয় ৬টি হার। নেট রানরেটে উন্নতি করল মুম্বই। আপাতত রোহিতের দলের নেট রানরেট -০.০৪৪।
-
মুম্বইয়ের ৫ ওভার বাকি
মুম্বইয়ের ইনিংসের আর ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৬০। জয়ের জন্য মুম্বইয়ের এখনও ৩০ বলে ৪১ রান প্রয়োজন।
-
-
রোহিত আউট
৩৭ বলে ৫৬ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। ২ বার রোহিতের ক্যাচ মিস করেন সনভীর সিং। অবশেষে মায়াঙ্ক ডাগর তুলে নিলেন রোহিতের উইকেট। দারুণ ক্যাচ নিলেন নীতীশ রেড্ডি।
-
রোহিতের ক্যাচ মিস
১১.৫ ওভারে রোহিত শর্মার ক্যাচ ফের মিস করলেন সনভীর সিং। রোহিত শর্মা এখন রয়েছেন ৫১ রানে।
-
রোহিতের হাফসেঞ্চুরি
৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
-
-
রোহিত-গ্রিনের দুরন্ত পার্টনারশিপ
৫১ বলে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন।
-
ইনিংসের মাঝপথে মুম্বই
- মুম্বইয়ের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- ইনিংসের মাঝপথে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১১৪।
- জয়ের জন্য মুম্বইয়ের চাই ৬০ বলে ৮৭ রান।
- রোহিত শর্মা ব্যাটিং করছেন ৪৪* রানে।
- ক্যামেরন গ্রিন রয়েছেন ৫২* রানে।
-
মুম্বইয়ের জার্সিতে রোহিতের মাইলস্টোন
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রোহিত শর্মা ৫ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করলেন।
-
গ্রিনের হাফসেঞ্চুরি
২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ক্যামেরন গ্রিন। মুম্বইয়ের দলগত শতরান পূর্ণ হল।
-
পাওয়ার প্লে শেষ
- মুম্বইয়ের পাওয়ার প্লে শেষ।
- রোহিত শর্মারা ইনিংসের প্রথম ছয় ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে তুলেছে ৬০ রান।
- ক্রিজে ক্যামেরন গ্রিন ও রোহিত শর্মা।
-
৫ ওভারে মুম্বই ৪২/১
- ক্রিজে রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন।
- মুম্বইয়ের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে মুম্বই।
-
রোহিতের ক্যাচ মিস
১৩ রানের মাথায় জীবনদান পেলেন রোহিত শর্মা। তাঁর ক্যাচ মিস করলেন সনভীর সিং।
-
ঈশান আউট
১২ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। মিডউইকেটে দারুণ ক্যাচ নিলেন হ্যারি ব্রুক।
-
রান তাড়া করতে নামল MI
টার্গেট ২০১, রান তাড়া করতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
-
হায়দরাবাদের ইনিংস শেষ
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াংখেড়েতে আজ জিতে প্লে অফে যেতে হলে মুম্বই ইন্ডিয়ান্সকে তুলতে হবে ২০১ রান।
-
হ্যারির উইকেট আকাশের খাতায়
হেনরিখ ক্লাসেনের পর হ্যারি ব্রুকের উইকেট আকাশ মাধওয়ালের খাতায়। পঞ্চম ধাক্কা খেল হায়দরাবাদ।
-
ক্লাসেন আউট
হেনরিখ ক্লাসেনের উইকেট তুলে নিয়েছেন আকাশ মাধওয়াল।
-
ফিলিপস আউট
তৃতীয় ধাক্কা খেল হায়দরাবাদ। গ্লেন ফিলিপসের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান। ১ রান করে ফিরলেন ফিলিপস।
-
মায়াঙ্ক আউট
বিভ্রান্তের পর মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন আকাশ মাধওয়াল। চলতি মরসুমে হায়দরাবাদের শেষ ম্যাচে জ্বলে উঠল মায়াঙ্কের ব্যাট। ৪৬ বলে ৮৩ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।
-
১৫ ওভারে হায়দরাবাদ ১৫৭/১
হায়দরাবাদের ইনিংসের আর ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে অরেঞ্জ আর্মির স্কোর ১ উইকেটে ১৫৭। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ও হেনরিখ ক্লাসেন।
-
বিভ্রান্ত আউট
অবশেষে হায়দরাবাদের জমাট জুটি ভাঙলেন আকাশ মাধওয়াল। ৪৭ বলে ৬৯ রান করে আউট হলেন বিভ্রান্ত শর্মা। ১৫ বছর পর ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের ডেবিউ ম্যাচে সর্বাধিক রান করলেন বিভ্রান্ত শর্মা। তিনি ভেঙে দিয়েছেন ২০০৮ সালে স্বপ্নিল আসনোধকরের রেকর্ড। তিনি রাজস্থানের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ৬০ রান করেছিলেন। আজ বিভ্রান্ত হায়দরাবাদের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৯ রান করলেন।
-
মায়াঙ্কের হাফসেঞ্চুরি
বিভ্রান্তের পর মায়াঙ্ক আগরওয়াল হাফসেঞ্চুরি করলেন। এখনও উইকেটের খোঁজে মুম্বই। ৩২ বলে অর্ধশতরানে পৌঁছেছেন মায়াঙ্ক।
1⃣3⃣th IPL Fifty from Mayagiri ?
Marvellous Mayank in charge ⚡? pic.twitter.com/Co9oyvVzzC
— SunRisers Hyderabad (@SunRisers) May 21, 2023
-
বিভ্রান্তের হাফসেঞ্চুরি
চলতি আইপিএলে এই প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন বিভ্রান্ত শর্মা। মুম্বইয়ের বিরুদ্ধে ৩৬ বলে হাফসেঞ্চুরি করলেন বিভ্রান্ত।
Maiden IPL FIFTY in his 3⃣rd match ?
Vivrant bhai, ? knock ? pic.twitter.com/pX9OTvKgwA
— SunRisers Hyderabad (@SunRisers) May 21, 2023
-
পাওয়ার প্লে শেষ
হায়দরাবাদের পাওয়ার প্লে শেষ। মায়াঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মার ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান তুলেছে হায়দরাবাদ। উইকেটের খোঁজে মুম্বইয়ের বোলাররা।
-
৫ ওভারে হায়দরাবাদ ৪৩/০
হায়দরাবাদের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ওপেনিং জুটিতে ৪৩ রান তুলেছে হায়দরাবাদ।
-
হায়দরাবাদের ৩ ওভারের খেলা শেষ
প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২২ রান করেছে হায়দরাবাদ।
-
হায়দরাবাদের ইনিংস শুরু
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও বিভ্রান্ত শর্মা। চলতি আইপিএলে এই প্রথম ওপেনিংয়ে নামলেন বিভ্রান্ত শর্মা। বোলিংয়ে সূচনায় জেসন বেহরেনডর্ফ।
-
তিলক ফিরলেন মুম্বইয়ের একাদশে
চোটের কারণে মুম্বইয়ের হয়ে গত কয়েকটা ম্যাচে খেলতে পারেননি তিলক ভার্মা। শেষ তিনি ৩ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। এ বার তিনি ফিরলেন মুম্বইয়ের একাদশে।
-
উমরান ফিরলেন হায়দরাবাদের একাদশে
উমরান মালিক ফিরলেন হায়দরাবাদের একাদশে। অজ্ঞাত কারণে উমরানকে গত কয়েকটি ম্যাচে খেলায়নি হায়দরাবাদ। শেষ ২৯ এপ্রিল দিল্লির বিরুদ্ধে খেলেছিলেন উমরান। কোনও উইকেট পাননি। আজ দেখার কেমন পারফর্ম করেন তিনি।
-
SRH একাদশ
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – মায়াঙ্ক আগরওয়াল, বিভ্রান্ত শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, নীতীশ কুমার রেড্ডি, সনবীর সিং, মায়াঙ্ক ডাগর, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক।
সাবস্টিটিউট – মায়াঙ্ক মার্কন্ডেয়, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, কার্তিক ত্যাগী ও আকিল হোসেইন।
-
MI একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল।
সাবস্টিটিউট – রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, ত্রিস্তান স্টাবস, তিলক ভার্মা, সন্দীপ ওয়ারিয়র।
-
টস আপডেট
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মার।
-
MI vs SRH ম্যাচ প্রিভিউ
আজ মুম্বইকে শুধু জিতলে হবে না। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। তারপর রোহিতদের নজর রাখতে হবে আরসিবি বনাম গুজরাট ম্যাচে।
বিস্তারিত জেনে নিন – MI vs SRH, IPL 2023 Match Prediction: সরু সুতোয় ঝুলছে রোহিতের দলের ভাগ্য, প্লে অফের টিকিট কি পাবে মুম্বই?
-
দুই কিংবদন্তির সাক্ষাৎ
মুম্বইয়ের বিরুদ্ধে আজ টুর্নামেন্ট শেষ করবে হায়দরাবাদ। আজ সানরাইজার্সদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে মুম্বইয়ের প্লে অফে ওঠার সুযোগ থাকবে। MI vs SRH ম্যাচের আগে দুই কিংবদন্তির সাক্ষাৎ।
A legendary pre-match catch-up in Mumbai ?#TATAIPL | #MIvSRH | @sachin_rt pic.twitter.com/G1qhNmIHQY
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
-
স্কাই না ক্লাসেন?
ওয়াংখেড়েতে আজ সূর্যকুমার যাদব নাকি হেনরিখ ক্লাসেনের ব্যাটে উঠবে ঝড়?
Big Hits loading ⏳
Who will make a stronger impact with the bat today?#TATAIPL | #MIvSRH pic.twitter.com/GzlVIayBkl
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
-
এক ঝলকে হেড টু হেড
আইপিএলের মঞ্চে এর আগে ২০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১১ বার। আর হায়দরাবাদ জিতেছে ৯ বার।
-
প্লে অফে ওঠার লক্ষ্যে নামবে মুম্বই
আজ হায়দরাবাদের বিরুদ্ধে জিতলে প্লে অফে ওঠার সম্ভবনা থাকবে মুম্বইয়ের।
Published On - May 21,2023 2:30 PM