Delhi Capitals: নড়বড়ে দিল্লিকে ডুবিয়ে বিয়ে করতে চললেন সাড়ে ৬ কোটির ক্রিকেটার!

IPL 2023: চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। জয়ের সরণীতে ফিরতে মরিয়া রাজধানীর দলটি।

Delhi Capitals: নড়বড়ে দিল্লিকে ডুবিয়ে বিয়ে করতে চললেন সাড়ে ৬ কোটির ক্রিকেটার!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 6:48 PM

নয়াদিল্লি: জাতীয় দলের কমিটমেন্টের জন্য বিদেশি ক্রিকেটারদের অনেকেই সময়মতো আইপিএল (IPL 2023) খেলতে আসতে পারেননি। সদ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসেছেন। লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দারাবাদ টিমে যোগ দিয়েছেন কুইন্টন ডি’কক, এডেন মার্করামরা। খান দুয়েক ম্যাচ মিস করেছেন তাঁরা। কিন্তু আইপিএলের মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে বিয়ে করতে যাচ্ছেন, এমন উদাহরণ কম। ২০২৩ আইপিএল তেমনই এক ঘটনার সাক্ষী হতে চলেছে। কথা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অলরাউন্ডার মিচেল মার্শের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৩১ বছরের মার্শ। তাই সপ্তাহখানেকের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন তিনি। চলতি আইপিএলে মোটেও স্বস্তিতে নেই দিল্লি ক্যাপিটালস। জয়ের সরণীতে ফিরতে মরিয়া রাজধানীর দলটি। তারই মাঝে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের কপালে ভাঁজ ফেলে দিল মার্শের (Mitchell Marsh) বিয়ে। সাড়ে ছয় কোটি টাকায় কেনা এই ক্রিকেটার আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। বিস্তারিত TV9 Banglaর এই প্রতিবেদনে।

এ যাবৎ দুটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। অসুস্থ ঋষভ পন্থের পরিবর্তে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখেছে দিল্লি। ওয়ার্নাররা প্রথম ম্যাচে হেরেছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠে শেষ ম্যাচে তারা হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ। জোড়া হারের ধাক্কার পর সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে জয়ে ফেরার মরিয়া চেষ্টা চালাবে দিল্লি। সেই লক্ষ্যে একজন সৈনিককে পাচ্ছেন না ওয়ার্নার। যদিও মিচেল মার্শকে প্রথম দুটি ম্যাচে মোটেও ছন্দে দেখা যায়নি।ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে দারুণ ফর্মে থাকলেও দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে চড়াতেই মিচেল মার্শের ছন্দ উধাও। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার রান জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। দুটি ইনিংসে রান সংখ্যা সাকুল্যে চার! লখনউয়ের বিরুদ্ধে মার্ক উডের বলে গোল্ডেন ডাক হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে মহম্মদ সামির বোলিংয়ের কাছে পরাজিত হন। দুটি ম্যাচে অশ্বডিম্ব প্রসবের পর এ বার মার্শ চললেন বিয়ে করতে!

Mitchell Marsh

মিচেল মার্শ

বিদেশি ক্রিকেটারকে নিয়ে বিপাকে পড়েছে পঞ্জাব কিংস টিমও। ১১.৫০ কোটি টাকায় কেনায় লিয়াম লিভিংস্টোন এখনও ভারতে আসতে পারেননি। হাঁটুর চোটে ভোগা ক্রিকেটারের ভারতে আসতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ইসিবি জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যেতে পারবেন না লিভিংস্টোন। ওল্ড ট্র্যাফোর্ডে বর্তমানে রিহ্যাব চলছে তাঁর।