Mitchell Starc: ইডেনে সৌরভ-গম্ভীর দ্বৈরথে কামব্যাক KKR এর ‘সেরা অস্ত্র’ মিচেল স্টার্কের?

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 29, 2024 | 1:28 PM

KKR vs DC, IPL 2024: ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মিচেল স্টার্ক ফিরলে কেকেআরের ভাগ্য ফিরতেও পারে। চলতি আইপিএলের প্রথম লেগে দিল্লির সঙ্গে কেকেআরের সাক্ষাতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টো উইকেট নিয়েছিলেন স্টার্ক। ওই ম্যাচে ১০৬ রানের ব্যবধানে জিতেছিল কেকেআর।

Mitchell Starc: ইডেনে সৌরভ-গম্ভীর দ্বৈরথে কামব্যাক KKR এর সেরা অস্ত্র মিচেল স্টার্কের?
ইডেনে সৌরভ-গম্ভীর দ্বৈরথে কামব্যাক KKR এর 'সেরা অস্ত্র' মিচেল স্টার্কের?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে আজ কেকেআরের (KKR) ম্যাচ। গৌতম গম্ভীরের টিমের প্রতিপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। কেকেআর ও দিল্লি দুটো টিমই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়। আজকের আইপিএল (IPL) ম্যাচে ইডেন গার্ডেন্সের গ্যালারি ২ ভাগে বিভক্ত হতে পারে। কারণ এই ম্যাচকে অনেকেই বলছেন, ‘সৌরভ-গম্ভীর দ্বৈরথ।’ ঘরের মাঠে শেষ ম্যাচ হেরেছে কেকেআর। সেই ম্যাচে আঙুলের চোটের কারণে ছিলেন না অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। দিল্লির বিরুদ্ধে তিনি কি কেকেআরের একাদশে ফিরবেন?

কেকেআর-দিল্লি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয় অজি পেসারের পরিস্থিতি নিয়ে। কেকেআরের কোচ বলেন, ‘স্টার্ক আগের চেয়ে ভালো অবস্থায় আছে। চোটের জন্য আগের ম্যাচে খেলতে পারেনি। নেটে কেমন পারফর্ম করছে, সেটা দেখার পর ওকে নিয়ে সিদ্ধান্ত নেব।’

দিল্লির বিরুদ্ধে মিচেল স্টার্ক ফিরলে কেকেআরের ভাগ্য ফিরতেও পারে। চলতি আইপিএলের প্রথম লেগে দিল্লির সঙ্গে কেকেআরের সাক্ষাতে ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টো উইকেট নিয়েছিলেন স্টার্ক। ওই ম্যাচে ১০৬ রানের ব্যবধানে জিতেছিল কেকেআর।

ইডেনের পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এমন অভিযোগও শোনা গিয়েছে ঘরের মাঠে পিচ থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে না কেকেআর। এই প্রসঙ্গে চন্দ্রকান্ত পন্ডিত বলেন, ‘শুধু একটা মাত্র পিচ নিয়ে অভিযোগ করতে পারি না। সব পিচেই প্রচুর রান উঠছে। আমাদের হাতে যা আছে তা নিয়েই ভাবতে চাই। টুর্নামেন্টের মাঝপথে অন্য কিছু ভেবে দলের ফোকাস নষ্ট করে লাভ নেই।’

দিল্লি টিমের তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ভালো ছন্দে রয়েছেন। তাঁকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা কি করেছে নাইট শিবির? পন্ডিতমশাই তা নিয়ে বলেছেন, ‘বোলারদের উপদেশ দিচ্ছি। ম্যাকগুরুককে নিয়ে শুধু ভাবার কোনও কারণ নেই। একজন প্লেয়ারের জন্য ভাবছি না। সবাই আছে। ওদের ৬-৭ জন এমন ক্রিকেটার আছে, যারা বড় রান করতে সক্ষম। তাই জ্যাকের ব্যাটিং নিয়ে শুধু ভাবছি না। আমরা সবাইকে নিয়ে ভাবছি।’

Next Article