IPL 2022: টেস্ট ক্রিকেটকে কৃতিত্ব সামির

ম্যাচের পর সামি বলেন, 'ম্যাচের আবহাওয়া, উইকেট আমার জন্য আদর্শ ছিল। ঠিক যেন টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল। কিছুটা হাওয়াও দিচ্ছিল। এর জন্য অনেক পরিশ্রমও করেছি।'

IPL 2022: টেস্ট ক্রিকেটকে কৃতিত্ব সামির
মহম্মদ সামি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 5:00 PM

মুম্বই: প্রথম বল। উইকেট। দ্বিতীয় ওভারে উইকেট। তৃতীয় ওভারেও ফের উইকেট। সোমবার রাতে স্বপ্নের স্পেল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মহম্মদ সামির (Mohammed Shami)। প্রথম বলেই ফিরিয়ে দেন লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে। কুইন্টন ডি’কককে ক্লিন বোল্ড। মণীশ পাণ্ডেও বোল্ড সামির বলেন। লখনউয়ের মেরুদন্ড একার হাতে ভেঙে দেন বাংলার পেসার। অনেক দিন বাদে সাদা বলে জ্বলে উঠতে দেখা গেল মহম্মদ সামিকে। আইপিএলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর কম সমালোচনা শুনতে হয়নি ভারতীয় পেসারকে। গত আইপিএলে (IPL) পঞ্জাব কিংসের হয়ে খেলতেন। কয়েকটা ম্যাচ ছাড়া সে ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি সামিকে। এ বারের আইপিএলে তাঁকে দলে নেয় গুজরাত। প্রথম ম্যাচ থেকেই যে এ রকম তাণ্ডব দেখাবেন কেউ আশা করেনি। আইপিএলে এই নিয়ে ৭ বার ৩ উইকেট পেলেন সামি। তবে সেরা বোলিং ফিগার ২০২০-র আইপিএলে দিল্লির বিরুদ্ধে। পঞ্জাবের হয়ে সে বার ১৫ রানে ৩ উইকেট নেন সামি। তাঁর আগুনে পেস আর আউট সুইং বুঝতেই পারেননি কেএল রাহুল। ইনিংসের প্রথম বলেই ক্যাচ আউট হন। ডি’ককের মিডল স্টাম্প উড়িয়ে দেন সামি। আউট করেন মণীশকেও।

আইপিএলের প্রথম ম্যাচেই এ রকম আগুনে পেসের রসায়ন ঠিক কী? এর জন্য টেস্ট ক্রিকেটকেই কৃতিত্ব দেন সামি। টেস্টে লাল বলে আউট সুইংয়ে ব্যাটারদের বিপদ ডেকে আনেন। ম্যাচের পর সামি বলেন, ‘ম্যাচের আবহাওয়া, উইকেট আমার জন্য আদর্শ ছিল। ঠিক যেন টেস্ট ম্যাচের মতো মনে হচ্ছিল। কিছুটা হাওয়াও দিচ্ছিল। এর জন্য অনেক পরিশ্রমও করেছি।’

এ দিকে সামিকে দিয়ে টানা ৪ ওভার বল করাতে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু অধিনায়কের কথাই শোনেননি গুজরাতের পেসার। ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন সামি। ম্যাচের সেরাও হন তিনি। তবে ম্যাচ চলাকালীন প্রথমেই সামির সব ওভার শেষ করে দিতে চেয়েছিলেন হার্দিক। আসলে, ফর্মে দেখা সামিকে দেখে আর লোভ সামলাতে পারেননি গুজরাতের অধিনায়ক। কিন্তু একটা স্পেলেই চার ওভার শেষ করার আগে সামি হার্দিককে বলেন, ‘এখনই আমার সব ওভার শেষ করে দেবে? রেখে দাও। পরে করব।’ সামি এও বলেন, ‘আমি শুধু লাইন লেন্থে রেখে বল করার চেষ্টা করেছি। যখন আমার হাতে বল ওঠে, অনেকেই বলে এটা ঈশ্বরের দেওয়া উপহার। কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে।’

আরও পড়ুন: IPL 2022: অরেঞ্জ আর্মির সুন্দরীদের ডাগআউট