রাঁচি: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পরিবারে নতুন সদস্য। মাহির পোষ্যের তালিকায় যোগ হল একটি ঘোড়া (Horse)। নাম চেতক। কুকুরের উপর ধোনির প্রেম তো সবারই জানা। বিভিন্ন প্রজাতির কুকুর (Dog) রয়েছে ধোনির বাড়িতে। এ বার একটি ঘোড়াকে বাড়ি নিয়ে আনলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
ধোনির স্ত্রী সাক্ষী তাঁদের পরিবারের নতুন সদস্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। একটি ভিডিয়োও পোস্ট করেন সাক্ষী ধোনি (Sakshi Singh Dhoni)। সেখানে দেখা যায় কুকুরের সঙ্গে খেলছে ঘোড়া। ভিডিয়োতে সাক্ষীর ক্যাপশন, ‘বাড়িতে স্বাগত চেতক। এই হচ্ছে লিলি। এর সঙ্গে পরিচয় করো।’ নিজের ফার্মহাউসে বিভিন্ন কুকুরের সঙ্গে ছবি অনেকবারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধোনি। মাহির বাড়িতে ৪টে কুকুর আছে। তার মধ্যে ২টো হোয়াইট হাস্কি, ১টা বেলজিয়ান মালিনোয়েস এবং ১টি ডাচ শেপার্ড।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রবীন্দ্র জাদেজা ঘোড়া পোষেন। অনেকবারই পোষ্যদের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাড্ডু।
আরও পড়ুন: মালদ্বীপে স্থগিত এএফসি কাপের ম্যাচ