২২ গজের তারকাদের মাতৃদিবস পালন
৯ মে মাতৃদিবস (Mothers Day)। কেবল মাত্র একটা দিন মায়েদের দিন হয় না। কিন্তু প্রতিবছর ৯ মে পালিত হয় মাতৃদিবস। ২২ গজের তারকারা নেটমাধ্যমে মায়েদের সঙ্গে ছবি শেয়ার করে শ্রদ্ধা জানালেন। সচিন-সৌরভরা স্মৃতিমেদুর হলেন সোশ্যাল মিডিয়ায়। রইলো সেই সব ছবি...
1 / 5
মাতৃদিবসে নিজের টুইটারে মায়ের ছবি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার টুইটারে লিখেছেন, "তুমি বয়সে যতই বড় হয়ে যাও না কেন, মা একমাত্র যিনি তোমার জন্য সব সময় প্রার্থনা করেন। আমার জীবনে দু’জন মায়ের আশীর্বাদ রয়েছে, যাঁরা আমায় লালন পালন করেছেন এবং সব সময় ভালবেসেছেন। আই এবং কাকুকে শুভেচ্ছা জানাই, হ্যাপি মাদার্স ডে। পুরনো ছবি শেয়ার করলাম।" (সৌজন্যে-সচিন তেন্ডুলকর টুইটার)
2 / 5
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মায়ের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, "শুভ মাতৃদিবস। তোমার বয়স যতই বাড়ুক, তারা বদলান না।" (সৌজন্যে-সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রাম)
3 / 5
মায়ের সঙ্গে বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) একটি ছেলেবেলার ও একটি এখনকার ছবি টুইটারে পোস্ট করেন। বীরু মায়ের উদ্দেশ্যে একটি আবেগময় কবিতাও লিখেছেন। (সৌজন্যে-বীরেন্দ্র সেওয়াগ টুইটার)
4 / 5
সুরেশ রায়না (Suresh Raina) নিজের পরিবারের ছবি পোস্ট করে মায়ের উদ্দেশ্যে লেখেন, ধন্যবাদ মা, সবসময় আমাকে শক্তি দেওয়ার জন্য ও আমাকে সঠিক দিশা দেখানোর জন্য। তুমি সব সময় আমার অনুপ্রেরণা। সব শক্তিশালী মায়েদের জানাই মাতৃদিবসের শুভেচ্ছা।" (সৌজন্যে-সুরেশ রায়না টুইটার)
5 / 5
ভারতীয় ক্রিকেটের গব্বর ইন্সটাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) লিখেছেন, "আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও আমার সবথেকে ভালো বন্ধু, হ্যাপি মাদার্স ডে মা।" (সৌজন্যে-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)