দুবাইঃ মরুশহরে আগেই পৌঁছে গিয়েছে চেন্নাই সুপারকিংস। কোয়ারেন্টিনে থেকে অনুশীলনে নামা। করোনা বিশ্বে তো নিয়মের অন্ত নেই।তাই আগেভাগেই পৌঁছে যেতে হচ্ছে আইপিএলের দলগুলিকে। মরুশহরে। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ শুরু হবে। আর চেন্নাই সুপরকিংসের প্রস্তুতিতে একি কাণ্ড ঘটালেন ধোনি? অন্ধকারে ঝোপের মধ্যে কি করছেন প্রাক্তন ভারতী অধিনায়ক? ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল।
এদিন ফ্লাইডলাইটে অনুশীলন সারছিল চেন্নাই সুপারকিংস। আর বোলারদের বিরুদ্ধে নেট প্র্যাকটিসে স্বমেজাজে ধোনি। ধোনির একটা শটেও বল মাঠে থাকছেনা। সবই পেরিয়ে যাচ্ছে ড্রেসিংরুম ছাড়িয়ে। স্টেপ আউট করে কখনও হেলিকপ্টার শটে বল মাঠের বাইরে বের করে দেওয়া যেন ধোনির মজ্জাগত। আর এদিন সেই কাজটাই করে যাচ্ছিলেন চেন্নাই অধিনায়ক। আর নিজের কাজের ফল নিজেকেই ভোগ করতে হল চেন্নাই ক্রিকেটের থালাইভাকে।
Dhoni's Sixes ?? Our love for Thala
Out of bounds#WhistlePodu #Yellove ?? @msdhoni pic.twitter.com/PA8smfxuw5
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) August 24, 2021
এমন শট মেরেছেন, যে কোনও বলই আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। অনুশীলনে বল কম পড়তে শুরু করে। অগত্যা বল খোঁজার দায়িত্ব নিলেন স্বয়ং ধোনি। হেলমেট খুলে, প্যাড পড়েই ধোনি হাঁটা দিলেন সোজা মাঠের বাইরে। প্র্যাকটিস গ্রাউন্ডের দরজা খুলে পাশের ঝোপে খোঁজা শুরু করলেন বল। একে একে ধোনির সঙ্গে বল খুঁজতে সামিল হলেন তাঁর সতীর্থরা। সব বল পাওয়া যায়নি। কয়েকটা বল অবশ্য খুঁজে পাওয়াও গেল।
সেই ভিডিও চেন্নাই সুপারকিংস পোস্ট করার পর তা নিমেষে ভাইরাল।আর ধোনিকে যেভাবে এখনও মারমুখী মেজাজে অনুশীলন করছেন, তা দেখে সতীর্থদের অনেকেই বলছেন, থালাইভা যা মেজাজে রয়েছেন,তাতে পুরনো ধোনিকে ফের আইপিএলের মঞ্চে দেখা যেতেই পারে।