T20 World Cup 2021: ভারতীয় দলে মেন্টর ধোনির কাজ শুরু, বিশ্বকাপের প্রস্তুতিতে নামলেন বিরাট অ্যান্ড কোং

বহুদিন পর আবার ব্লু জার্সি গায়ে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।

T20 World Cup 2021: ভারতীয় দলে মেন্টর ধোনির কাজ শুরু, বিশ্বকাপের প্রস্তুতিতে নামলেন বিরাট অ্যান্ড কোং
মেন ইন ব্লু-তে ফের মাহি (ছবি-বিসিসিআই টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 9:25 AM

দুবাই: ২০২১ সালের আইপিএল (IPL) শেষ, ফলে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) দায়িত্ব আপাতত শেষ। এ বার মেন্টর মাহির ফোকাসে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। রবিবার সন্ধ্যায় দুবাইয়ের মাঠে অনুশীলন করলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। ভারতীয় দলের অনুশীলনে হাজির ছিলেন মেন্টর মহেন্দ্র সিং ধোনি। বহুদিন পর আবার ব্লু জার্সি গায়ে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।

বিসিসিআইয়ের (BCCI) তরফে টুইটারে মাহির উপস্থিতির কথা জানিয়ে লেখা হয়, “রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হল। ভারতীয় দলের হয়ে নতুন ভূমিকায় ফিরলেন মহেন্দ্র সিং ধোনি।” ভারতীয় বোর্ডের শেয়ার করা ছবিতে দেখা যায়, কোহলিদের অনুশীলনের সময় ভারতের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri), বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের (R Sridhar) সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে আলোচনায় ব্যাস্ত মাহি।

বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের একটি ছবিও পোস্ট করা হয়। তাতে লেখা হয়, “হ্যালো আমরা চলে এসেছি।”

২৪ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে বিরাট কোহলির ভারত। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। আজ, সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ভারত খেলবে। এবং, বুধবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

প্রস্তুতি ম্যাচেই বিশ্বকাপের জন্য বেশ কয়েকটা অঙ্ক কষে নেবে শাস্ত্রী-মাহি-বিরাটরা। কুড়ি বিশের বিশ্বকাপে ওপেনার কারা হবেন? মিডল অর্ডারে কি থাকবেন লোকেশ রাহুল? বোলিং কম্বিনেশন কী হবে? সূর্যকুমার-হার্দিকের ফর্ম—- এই ধরণের নানা বিষয়ের সমাধান ওয়ার্ম আপ ম্যাচেই করবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

আরও পড়ুন:Prithvi Shaw: আইপিএলের পর নিজেকে বিএমডব্লিউ উপহার পৃথ্বীর

আরও পড়ুন: Yuvraj Singh: বিতর্কিত মন্তব্যে গ্রেফতার যুবরাজ, ছাড়া পেলেন জামিনে