AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: CSK টিমকে অবসর নিয়ে ধোনি বললেন, আর কয়েক মাস পরই…

IPL 2025: ধোনির ব্যাটিংয়ের ধার এখনও কমেনি। ১৭তম আইপিএলে সব ম্যাচে ধোনিকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু তিনি যে সকল ম্যাচে ব্যাটিং করেছেন চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়েছেন। ৭ জুলাই ৪৩-এ পা দেবেন ধোনি। পরের বছরের আইপিএল শুরু হতে হতে ৪৪ ছুঁই ছুঁই হবেন মাহি। তখনও কি খেলবেন তিনি?

MS Dhoni: CSK টিমকে অবসর নিয়ে ধোনি বললেন, আর কয়েক মাস পরই...
CSK টিমকে অবসর নিয়ে ধোনি বললেন, আর কয়েক মাস পরই...Image Credit: PTI
| Updated on: May 20, 2024 | 1:35 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কি আইপিএলের (IPL) শেষ ম্যাচ খেলে নিলেন? লাখ টাকার প্রশ্ন। আর উত্তর? এই প্রসঙ্গ আসলেই ক্রিকেট মহলে বিরাট জল্পনা চলে। বিরাট কোহলির আরসিবির ঘরের মাঠে সিএসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে বিদায় নিয়েছে। তারপরই পরিবারের সঙ্গে রাঁচি চলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত বারের আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ধোনি। ২০২৩ এর আইপিএল মরসুম শেষ হতেই ধোনি অস্ত্রোপচার করান। অনেকেই ভেবেছিলেন এ বছরের আইপিএলে তিনি খেলবেন না। কিন্তু তা হয়নি। বরং সিএসকে জার্সিতে প্রতিটি ম্যাচই খেলেছেন মাহি। পঁচিশের আইপিএলে কি একই ভাবে খেলবেন ধোনি? সিএসকে ম্যানেজমেন্টকে ধোনি এ ব্যাপারে কী জানিয়েছেন? বিস্তারিত জেনে নিন।

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে আইপিএল কেরিয়ার শেষ করবেন বলে অতীতে জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৭তম আইপিএলের শেষ ম্যাচ সিএসকে খেলেছে বেঙ্গালুরুতে। ফলে ধোনির অনুরাগীরা মনে করছেন, তাঁদের প্রিয় তারকা আগামী মরসুমেও খেলবেন।

এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি কী বলছেন? টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এক সূত্র জানিয়েছে ধোনি এখনও সিএসকে ম্যানেজমেন্টকে তাঁর অবসর নিয়ে কিছু জানাননি। ওই সূত্র আরও জানিয়েছে যে, ধোনি ইয়েলোব্রিগেডের ম্যানেজমেন্টকে জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস সময় নেবেন। বোঝাই যাচ্ছে, ধোনি অবসরের সিদ্ধান্ত জানানোর আগে সময় নিয়ে ভাবতে চান।

ধোনির ব্যাটিংয়ের ধার এখনও কমেনি। ১৭তম আইপিএলে সব ম্যাচে ধোনিকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু তিনি যে সকল ম্যাচে ব্যাটিং করেছেন চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়েছেন। ৭ জুলাই ৪৩-এ পা দেবেন ধোনি। পরের বছরের আইপিএল শুরু হতে হতে ৪৪ ছুঁই ছুঁই হবেন মাহি। তখনও কি খেলবেন তিনি? এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।