কলকাতা: আজকাল এমন পরিস্থিতি যে চল্লিশের কোঠা পেরোতে না পেরোতেই একাধিক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অবশ্য সেই তালিকায় পড়েন না। ৪৩ ছুঁই ছুঁই ধোনি এখনও সিএসকের (CSK) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। এ বার পাওয়া গিয়েছে সিএসকের এক ১০৩ বছরের ফ্যানকে। ভাবা যায়, সিএসকের ম্যাচ থাকলে তাঁকে টেলিভিশনের সামনে থেকে সরানো কঠিন। ১০৩ বছর বয়সেও যিনি ২০-২০ মোট ৪০ ওভারের ম্যাচ দেখে ফেলেন। সেই ভক্তকে যে বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। এই ১০৩ বছরের ‘ইয়ুথ’ ফ্যানের কথা জানতে পেরেছেন ধোনি। তাঁর জন্য তাই ধোনি অটোগ্রাফ দেওয়া জার্সি এবং আরও একটি উপহার পাঠিয়েছেন।
সপ্তাহ খানের আগে চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে সিএসকের ১০৩ বছরের সুপার ফ্যানের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তিনি এস রামদাস। যিনি এই বয়সেও ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ। সিএসকেকে ভালোবাসায় ভরিয়ে দেন। এই বয়সেও নিজেকে ‘ইয়ুথ’ ফ্যান বলেন রামদাস। আর মাহি সে কথা জানতে পেরে আর চুপ থাকতে পারেননি। এস রামদাসের জন্য তাঁর নাম ও ১০৩ লেখা একটি সিএসকের জার্সি পাঠিয়েছেন ধোনি। যেখানে চেন্নাই সুপার কিংসের ওই ভক্তর জন্য অটোগ্রাফও দিয়েছেন মাহি।
এস রামদার পরাধীন ভারতে ব্রিটিশ সেনার হয়ে কাজ করেছেন। তিনি ছেলেবেলায় ক্রিকেট খেলতেনও। তবে ব্যাটিং করতে ভয় পেতেন, বোলিং করতেন। এ ছাড়াও ক্রিকেট খেলা দেখতে তিনি খুব ভালোবাসেন। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় এ বার এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে এস রামদাসকে একটি জার্সির পাশাপাশি সিএসকের ম্যাচ টিকিট উপহার দেওয়া হয়েছে।
সিএসকের ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে, জার্সি ও টিকিট দেওয়ার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন সিএসকের সুপার ফ্যান। একজন তাঁকে একটি ভিডিয়ো দেখান, যেখানে ধোনি রামদাসের জন্য জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ধোনির ছবি দেখে হাতজোড় করতেও দেখা যায় রামদাসকে। ধোনিতকে ধন্যবাদ জানাতে জানাতে তাঁর গলার স্বর ভারী হয়ে এসেছিল। এস রামদাস তাঁর ছেলেকে জানান, তিনি যেন তাঁকে ধোনির ম্যাচ দেখতে নিয়ে যান।
The respect for Dhoni from a CSK fan who is 103-years-old. ❤️ pic.twitter.com/c9kDoutGO7
— Johns. (@CricCrazyJohns) May 3, 2024
কলকাতা: আজকাল এমন পরিস্থিতি যে চল্লিশের কোঠা পেরোতে না পেরোতেই একাধিক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অবশ্য সেই তালিকায় পড়েন না। ৪৩ ছুঁই ছুঁই ধোনি এখনও সিএসকের (CSK) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। এ বার পাওয়া গিয়েছে সিএসকের এক ১০৩ বছরের ফ্যানকে। ভাবা যায়, সিএসকের ম্যাচ থাকলে তাঁকে টেলিভিশনের সামনে থেকে সরানো কঠিন। ১০৩ বছর বয়সেও যিনি ২০-২০ মোট ৪০ ওভারের ম্যাচ দেখে ফেলেন। সেই ভক্তকে যে বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। এই ১০৩ বছরের ‘ইয়ুথ’ ফ্যানের কথা জানতে পেরেছেন ধোনি। তাঁর জন্য তাই ধোনি অটোগ্রাফ দেওয়া জার্সি এবং আরও একটি উপহার পাঠিয়েছেন।
সপ্তাহ খানের আগে চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে সিএসকের ১০৩ বছরের সুপার ফ্যানের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তিনি এস রামদাস। যিনি এই বয়সেও ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ। সিএসকেকে ভালোবাসায় ভরিয়ে দেন। এই বয়সেও নিজেকে ‘ইয়ুথ’ ফ্যান বলেন রামদাস। আর মাহি সে কথা জানতে পেরে আর চুপ থাকতে পারেননি। এস রামদাসের জন্য তাঁর নাম ও ১০৩ লেখা একটি সিএসকের জার্সি পাঠিয়েছেন ধোনি। যেখানে চেন্নাই সুপার কিংসের ওই ভক্তর জন্য অটোগ্রাফও দিয়েছেন মাহি।
এস রামদার পরাধীন ভারতে ব্রিটিশ সেনার হয়ে কাজ করেছেন। তিনি ছেলেবেলায় ক্রিকেট খেলতেনও। তবে ব্যাটিং করতে ভয় পেতেন, বোলিং করতেন। এ ছাড়াও ক্রিকেট খেলা দেখতে তিনি খুব ভালোবাসেন। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় এ বার এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে এস রামদাসকে একটি জার্সির পাশাপাশি সিএসকের ম্যাচ টিকিট উপহার দেওয়া হয়েছে।
সিএসকের ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে, জার্সি ও টিকিট দেওয়ার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন সিএসকের সুপার ফ্যান। একজন তাঁকে একটি ভিডিয়ো দেখান, যেখানে ধোনি রামদাসের জন্য জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ধোনির ছবি দেখে হাতজোড় করতেও দেখা যায় রামদাসকে। ধোনিতকে ধন্যবাদ জানাতে জানাতে তাঁর গলার স্বর ভারী হয়ে এসেছিল। এস রামদাস তাঁর ছেলেকে জানান, তিনি যেন তাঁকে ধোনির ম্যাচ দেখতে নিয়ে যান।
The respect for Dhoni from a CSK fan who is 103-years-old. ❤️ pic.twitter.com/c9kDoutGO7
— Johns. (@CricCrazyJohns) May 3, 2024