MS Dhoni : এ বার বিয়ের কার্ডেও ধোনি! মাহিভক্তর কাণ্ডকারখানায় হতবাক সকলে
MS Dhoni on Wedding Card : প্রিয় 'থালা'-র দর্শন পাওয়ার জন্য তাঁর ভক্তরা যে কোনও কিছু করতে রাজি। ৪১ এর ধোনির জন্য এখনও পাগল ৮ থেকে ৮০-র ফ্যানেরা। ১৬তম আইপিএল চলাকালীন তা আরও একবার প্রমাণিত হয়েছিল। সম্প্রতি এক মাহির পাগল ভক্তকে পাওয়া গিয়েছে। যিনি ধোনির প্রতি নিজের ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজের বিয়ের কার্ডেই ছাপিয়ে ফেলেছেন স্বয়ং মাহিকে।
রায়পুর : কোনও কোনও ক্রিকেটার সময়ের আগে অবসর নিয়ে নেন। আবার কোনও ক্রিকেটার নিজে যে সময়টা সঠিন মনে করেন তখন অবসর নেন। আর কোনও কোনও ক্রিকেটার থাকেন যাঁদের ক্রিকেট ছাড়তেই চায় না। তাই তাঁরাও ক্রিকেটকে আঁকড়ে থাকেন। যেমন রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ফ্যানেরা। প্রিয় ‘থালা’-র দর্শন পাওয়ার জন্য তাঁর ভক্তরা যে কোনও কিছু করতে রাজি। ৪১ এর ধোনির জন্য এখনও পাগল ৮ থেকে ৮০-র ফ্যানেরা। ১৬তম আইপিএল চলাকালীন তা আরও একবার প্রমাণিত হয়েছিল। সম্প্রতি এক মাহির পাগল ভক্তকে পাওয়া গিয়েছে। যিনি ধোনির প্রতি নিজের ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নিজের বিয়ের কার্ডেই ছাপিয়ে ফেলেছেন স্বয়ং মাহিকে। আরও ভালো করে বললে ওই ব্যক্তি তাঁর বিয়ের কার্ড সুন্দর করে সাজিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে। কী অবাক হচ্ছেন? যে এ বার বিয়ের কার্ডেও ধোনি! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ছত্তিশগড়ের তামনারে মহেন্দ্র সিং ধোনির এমন এক ভক্ত রয়েছেন, যিনি নিজের বিয়ের কার্ডের দুই দিকে মাহির ছবি এবং জার্সি নম্বর ছাপিয়েছেন। সূত্রের খবর, তামনার ব্লকের মিলুপাড়ার কাছে যে কোডকেল গ্রাম আছে সেখানকার বাসিন্দা দীপক প্যাটেল। এই দীপকই নিজের বিয়ের কার্ডে ‘থালা’ লিখেছেন। দীপকের বিয়ের নিমন্ত্রণপত্রে, তাঁর নাম এবং হবু স্ত্রী গরিমার বিয়ে সংক্রান্ত তথ্য তো রয়েছেই। এ ছাড়াও ধোনির জার্সি নম্বর সাত এবং মাহির একটি এমবসডছবি ছাপানো হয়েছে সেই কার্ডে।
CSK #yellove ? fever isn’t over yet⁉️ A fan boy of @msdhoni from #chhattisgarh printed Dhoni face, #Jersey no 7 on his wedding card and invite to the #ChennaiSuperKings captain❤? #MSDhoni? #thala #Dhoni pic.twitter.com/dZmAqFvI14
— Shivsights (@itsshivvv12) June 3, 2023
সোশ্যাল মিডিয়ায় ধোনিভক্ত দীপকের বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়েছে। মাহিভক্তদের মনে ধরেছে এই হলুদ রংয়ের বিয়ের কার্ডের ছবি। উল্লেখ্য, দীপক নিজেও একজন ক্রিকেটার। আর ছেলেবেলা থেকেই তিনি ধোনিকে নিজের আদর্শ মনে করেন। দীপক জানান, তিনি ধোনির স্ট্র্যাটেজি অবলম্বন করে তাঁর দলকে একাধিক ম্যাচে জিতিয়েছেন।