Rohit Sharma: রঞ্জি প্রত্যাবর্তনে রোহিতের ব্যাটে বড় রান আসবে, নিশ্চিত মুম্বই ক্যাপ্টেন

Jan 22, 2025 | 4:37 PM

Ranji Trophy 2024-25, Mumbai: গত দুই সিরিজের ব্যর্থতা সরিয়ে রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে আত্মবিশ্বাস চাই। সে কারণে রঞ্জি ট্রফিতে নামছেন রোহিত।

Rohit Sharma: রঞ্জি প্রত্যাবর্তনে রোহিতের ব্যাটে বড় রান আসবে, নিশ্চিত মুম্বই ক্যাপ্টেন
Image Credit source: PTI

Follow Us

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ক্লিনসুইপ। অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা। ক্যাপ্টেন হিসেবে যেমন হতাশ করেছেন, তেমনই ব্যাটিংয়েও রান করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর আরও কড়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে এবং ফিট হলে বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় থাকা প্লেয়ারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। গত দুই সিরিজের ব্যর্থতা সরিয়ে রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে আত্মবিশ্বাস চাই। সে কারণে রঞ্জি ট্রফিতে নামছেন রোহিত। রঞ্জি ট্রফি প্রত্যাবর্তনে রোহিতের ব্যাটে বড় রান আসবে, নিশ্চিত মুম্বই অধিনায়ক।

রাত পোহালেই শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। ঘরের মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে নামছে মুম্বই। তার আগে ক্য়াপ্টেন অজিঙ্ক রাহানে বলছেন, ‘খিদেটাই আসল। ও ভালো পারফর্ম করতে দায়বদ্ধ। আমি নিশ্চিত, ও নামুক বড় রান করবেই। প্র্যাক্টিস সেশনে নেটে ও দুর্দান্ত ব্যাট করেছে। কেরিয়ারে খারাপ সময় আসে। রোহিতের উপর আমার পুরোপুরি ভরসা রয়েছে ও এই সময় কাটিয়ে উঠবেই।’

এই খবরটিও পড়ুন

ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তিন ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। সার্বিক হিসেবটা আরও করুণ ব্যাটার রোহিতের জন্য। টেস্টে শেষ ১৫টি ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন রোহিত শর্মা। ব্যাটিং গড় মাত্র ১০.৯৩। মুম্বই অধিনায়ক রাহানে আরও বলছেন, ‘রোহিত সবসময়ই ঠান্ডা মাথার। আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট, রোহিত সবসময় খোলামনে থাকে। নিজের খেলাটাকে খুবই ভালো বোঝে। ওকে কী করতে হবে, সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। মাঠে নামার অপেক্ষা।’

Next Article