MI vs UPW Highlights, WPL 2023 : ব্যাটে-বলে অনবদ্য, ইউপিকে হারিয়ে ডব্লিউপিএলের ফাইনালে মুম্বই
Mumbai Indians vs UP Warriorz Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: সরাসরি ডব্লিউপিএল ফাইনাল নিশ্চিত করেছে মেগ ল্য়ানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্য়াপিটালস। ফাইনালে তাদের সামনে কোন দল, তার ফয়সালা হয়ে গেল। এলিমিনেটর ম্য়াচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স। ৭২ রানের বড় ব্যবধানে ইউপিকে স্রেফ উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচে দুর্ষর্ধ পারফরম্যান্স ইসি ওংয়ের। ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক রইল তাঁর নামের পাশে। আগামী ২৬ মার্চ ডব্লিউপিএল ফাইনাল খেলবে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
LIVE Cricket Score & Updates
-
রবিবার ফাইনাল
আগামী ২৬ মার্চ অর্থাৎ রবিবার মেয়েদের প্রিমিয়র লিগের ফাইনাল। মুখোমুখি পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স।
-
জিতল মুম্বই, ফাইনালে হরমনপ্রীতরা
শেষ উইকেট নিলেন সাইকা ইশাক। রাজেশ্বরী গায়কোয়াড়কে এলবিডব্লিউ করে ১১০ রানেই গুটিয়ে দিলেন ইউপি ওয়ারিয়র্সকে। ৭২ রানের বড় ব্যবধানে ইউপিকে হারিয়ে ডব্লিউপিএলের ফাইনালে পা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
-
-
নবম উইকেট হারাল ইউপি
অঞ্জলী সর্বাণীকে ফেরালেন জিন্তামণি কলিতা। ডব্লুপিএলের প্রথম উইকেট তাঁর। ৯টি উইকেট হারাল ইউপি।
-
১৬ ওভারে ১০৪ রান
৮ উইকেট হারিয়ে ১৬ ওভারে ১০৪ রান ইউপির। জয়ের জন্য ২৪ বলে ৭৯ রানের প্রয়োজন।
-
ইসি ওংয়ের হ্যাটট্রিক!
ডব্লিউপিএলের ইতিহাসে প্রথম। ১২তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ইসি ওং। তাঁর তৃতীয় শিকার সোফি এক্লেস্টোন।
-
-
ষষ্ঠ উইকেট
শূন্য রানে সিমরান শেখকে বোল্ড আউট ইসি ওংয়ের। ষষ্ঠ উইকেট পড়ল ইউপির।
-
পঞ্চম উইকেট হারাল ইউপি
২৭ বলে ৪৩ রান করে ইসি ওংয়ের বলে ফিরলেন কিরণ নভগীরে। ১২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান ইউপির।
-
১০ ওভারে ৬৩ রান
১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান ইউপির।
-
আউট গ্রেস হ্যারিস
চতুর্থ উইকেট হারাল ইউপি। ৭.৫ ওভারে ন্যাট সিবার ব্রান্ট ফেরালেন গ্রেস হ্যারিসকে। ইউপির স্কোর ৫৭/৪।
-
৬ ওভারে ৪৬ রান
৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান ইউপির।
-
তৃতীয় উইকেট হারাল ইউপি
রান আউট তাহলিয়া ম্যাকগ্রা। ৬ বলে ৭ রান। জয়ের জন্য ৯৬ বলে ১৬২ রান প্রয়োজন ইউপির।
-
আউট হিলি
শ্বেতার পর ফিরলেন হিলি। ইসি ওংয়ের বলে হিলির ক্যাচ হরমনপ্রীতের হাতে। ৬ বলে ১১ রান হিলির। ৪ ওভারে ইউপির স্কোর ২১/২।
-
আউট শ্বেতা
ইউপিকে প্রথম ধাক্কা সাইকা ইশাকের। শ্বেতা শেরাওয়াতকে ফেরালেন তিনি। ২.১ ওভারে ১২/১ রান ইউপির।
-
ইউপির ব্যাটিং শুরু
রান তাড়ায় নামল ইউপি ওয়ারিয়র্স। ওপেনিংয়ে অ্যালিসা হিলি ও শ্বেতা শেরাওয়াত।
-
এক নজরে
১. ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৮২
২. দুই ওপেনার যস্তিকা ভাটিয়া ২১ ও হেইলি ম্যাথুজের অবদান ২৬ রান
৩. ন্যাট সিবার ব্রান্টের ৩৮ বলে ৭২ রান
৪. অধিনায়ক হরমনপ্রীত কৌরের স্কোর ১৫ বলে ১৪ রান
৫. ইউপির হয়ে সর্বাধিক ২টি উইকেট সোফি এক্লেস্টোন
-
দুরন্ত ন্যাট সিবার
৩৮ বলে অপরাজিত ৭২ রান ন্যাট সিবার ব্রান্টের। ৯টি চার ও ২টি ছয়। তাঁর ঝোড়ো ইনিংসে বড় রান মুম্বইয়ের ঝুলিতে।
-
মুম্বইয়ের ইনিংস শেষ
৪ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৮২ রান। অ্যালিসা হিলিদের সামনে বড় রান তাড়া করার চ্যালেঞ্জ।
-
ব্রান্ট-কের পার্টনারশিপ
চতুর্থ উইকেটে ন্যাট সিবার ব্রান্ট ও অ্যামেলিয়া কের-এর পার্টনারশিপে ওঠে ৩৪ বলে ৫০ রান।
-
আউট অ্যামেলিয়া কের
সোফি এক্লেস্টোনের বলে আউট অ্যামেলিয়া কের। ১৯ বলে ২৯ রান।
-
১৬ ওভারে ১২৮/৩
১৬ ওভারে মুম্বইয়ের স্কোর ১২৮/৩। অর্ধশতরান ন্যাট সিবার ব্রান্টের।
-
আউট হরমনপ্রীত
সোফি এক্লেস্টোনের বলে ফিরলেন হরমনপ্রীত কৌর। ১৫ বলে ১৪ রান।
-
মুম্বইয়ের ১০০
১২.৩ ওভারে ১০০ রান মুম্বই ইন্ডিয়ান্সের। বড় স্কোর খাড়া করার লক্ষ্য হরমনপ্রীতদের।
-
বাঁচলেন হরমন
হরমনপ্রীতের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন পার্শ্ববী চোপড়া। রিভিউ নিয়ে বাঁচলেন ক্যাপ্টেন।
-
১০ ওভারে ৭২/২
১০ ওভারে মুম্বইয়ের স্কোর ৭২/২।
-
আউট ম্যাথুজ
দ্বিতীয় উইকেট হারাল মুম্বই। পার্শ্ববী চোপড়ার বলে সহজ ক্যাচ নভগীরের। মুম্বই ৬৯/২।
-
জোর বাঁচলেন ম্যাথুজ
ডিপ স্কয়্যার লেগে অসামান্য ক্যাচ অঞ্জলি সর্বাণীর। বল মাটিতে ঠেকেছে কিনা নিশ্চিত ছিলেন না ফিল্ড আম্পায়ার। লো ক্যাচ জুম করে বারবার দেখে টিভি আম্পায়ার। শেষ অব্দি নট আউটের সিদ্ধান্ত। বেঁচে গেলেন হেইলি ম্যাথুজ।
-
গ্যালারিতে স্টার্ক
স্ত্রীকে সমর্থন করতে গ্য়ালারি মিচেল স্টার্ক। ইউপি ওয়ারিয়র্সের জার্সি তাঁর গায়ে।
-
মুম্বইয়ের হাফ সেঞ্চুরি
৬.৪ ওভারে ৫০ রান পার করল মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিজে হেইলি ম্যাথুজ ও ন্যাট সিবার ব্রান্ট।
-
৬ ওভারে ৪৬-১
পাওয়ার প্লে ওভার শেষ। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪৬-১। ন্যাট সিবারের ক্যাচ মিস করলেন সোফি এক্লেস্টোন।
-
আউট যস্তিকা
প্রথম উইকেট হারাল মুম্বই। দারুণ ছন্দে দেখা যাচ্ছিল যস্তিকা ভাটিয়াকে। ১৮ বলে ২১ রান। অঞ্জলী সর্বাণীর বলে কিরণ নভগীরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ৫ ওভার শেষে মুম্বই ৩৮-১।
-
ম্যাথুজের ছক্কা
গ্রেস হ্যারিসের বলে পেল্লাই ছক্কা হেইলি ম্যাথুজের।
-
আক্রমণাত্মক মুম্বই
ঝোড়ো সূচনা শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। ৩ ওভারে বিনা উইকেটে ২৩ রান। ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ২০ রান যস্তিকা ভাটিয়ার। ম্যাথুজ ৩ রানে ব্যাট করছেন।
-
ম্যাচ শুরু
শুরু হল ডব্লিউপিএলের এলিমিনেটর ম্যাচ। মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে যস্তিকা ভাটিয়া এবং হেইলি ম্যাথুজ। গ্রেস হ্যারিসের বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের সূচনা যস্তিকার।
-
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ
হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
-
ইউপি ওয়ারিয়র্স একাদশ
অ্যালিসা হিলি, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, সিমরন শেখ, শ্বেতা শেরাওয়াত, পার্শ্ববী চোপড়া, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়
-
টস আপডেট
এলিমিনেটর ম্যাচে টস জিতলেন ইউপি ওয়ারিয়র্সের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। প্রথমে ফিল্ডিং করবে ইউপি।
-
নজরে বাংলার সাইকা
টুর্নামেন্টের শুরু থেকে অনবদ্য বোলিং করেন সাইকা। শেষ দিকে তাঁকে নিয়ে প্রতিপক্ষ দল এত বেশি সতর্ক হয়ে পড়ে, ইকোনমি ভালো হলেও উইকেট পাননি। তবে টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছেন সাইকা।
-
নজরে দুই স্পিনার
এলিমিনেটরের এই ম্য়াচে নজর থাকবে দুই বাঁ হাতি স্পিনারের উপর। একজন বিশ্বের অন্য়তম সেরা। আর একজন উঠতি প্রতিভা। সোফি এক্লেস্টন ও সাইকা ইসাক। ইউপি ও মুম্বইয়ের এই দুই স্পিনারের দিকে বাড়তি নজর থাকবে।
-
ইউপির ইউএসপি
ইউপি ওয়ারিয়র্স টিমের ইউএসপি হল তাদের মিডল অর্ডার। টুর্নামেন্টে এখনও অবধি ১১৬১ রান করেছে ইউপি। এর মধ্যে মিডল অর্ডারের অবদান (৪-৭ নম্বর ব্য়াটার) ৬৬৩ রান।
Published On - Mar 24,2023 6:30 PM