IPL : মুম্বই অনুশীলনে ঝড় তুলছেন সচিন পুত্র

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 02, 2021 | 7:21 PM

সতীর্থ মার্কো জ্যানসেনের সঙ্গে ইয়র্কার চ্যালেঞ্জ। তিনটি উইকেট নিজের জায়গায়। ব্যাটম্যানের বদলে ব্যাটিং ক্রিজে গ্লাভস। পারফেক্ট ইউর্কারের চ্যালেঞ্জে সচিন পুত্র একশোয় একশো।

IPL : মুম্বই অনুশীলনে ঝড় তুলছেন সচিন পুত্র
মারমুখী মেজাজে অর্জুন তেন্ডুলকর

Follow Us

দুবাই: আইপিএল নিলামে তাঁকে দল নিয়েছেল মুম্বই ইন্ডিয়ান্স। অনেকে তখন কটাক্ষের সুরেই বলেছেন, সচিন ছেলে তাই সহজেই সুযোগ পেয়েছেন অর্জুন। ঘরের মাঠে হওয়া আইপিএলের প্রথম অংশ তাঁকে মাঠে নামায়নি রোহিতের দল। ক্যামেরার ফোকাসও তাঁর ওপর ছিল না। কিছুটা আড়ালে থেকেই যেন নিজেকে তৈরি করছেন সচিন পুত্র।

দুবাই পৌঁছে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তৈরি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক তারকার এখনও দলে যোগ দেননি। এর মাঝেই নিজেকে কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি করে নিচ্ছেন সচিন পুত্র। ফ্রাঞ্চাইজি দলের সোশ্যাল মিডিয়া পেজে উঠে এল সেই ছবি। বাঁ-হাতি পেস বোলারের ইয়র্কার চ্যালেঞ্জ।

 

সতীর্থ মার্কো জ্যানসেনের সঙ্গে ইয়র্কার চ্যালেঞ্জ। তিনটি উইকেট নিজের জায়গায়। ব্যাটম্যানের বদলে ব্যাটিং ক্রিজে গ্লাভস। পারফেক্ট ইউর্কারের চ্যালেঞ্জে সচিন পুত্র একশোয় একশো।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে রাহুল দ্রাবিড়ের অধীনে খেলেছেন অর্জুন। এখন টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জাহির খানের সঙ্গে মুম্বই অনুশীলনে সময় কাটাচ্ছেন। শিখে নিচ্ছেন লেফ্ট আর্ম ফাস্ট বোলিংয়ের খুঁটি নাটি।

প্রশ্ন একটাই দুবাইতে আইপিএলের দ্বিতীয় অংশ সচিন পুত্রকে কি মাঠে নামাবে মুম্বই শিবির? ক্রিকেট পণ্ডিতদের মতে সেই সম্ভাবনা খুব কম। তাদের লক্ষ্য বরং অর্জুনকে দলের সঙ্গে রেখে আগামীর জন্য তৈরি করা। যাতে বুমরাদের পরবর্তী সময়ে সচিন পুত্র মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারেন।

Next Article