মরুশহরে পা রাখল মুম্বইয়ের রঞ্জি দলও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 21, 2021 | 4:57 PM

আইপিএলের (IPL) এক একটি ফ্র্যাঞ্চাইজি দল যখন আমিরশাহি পৌঁছচ্ছে, মুম্বইয়ের রঞ্জি ক্রিকেট দলও (Mumbai's Ranji Team) তখন পা রাখল মরুশহরে।

মরুশহরে পা রাখল মুম্বইয়ের রঞ্জি দলও
মরুশহরে পা রাখল মুম্বইয়ের রঞ্জি দলও (সৌজন্যে-ওমান ক্রিকেট ইন্সটাগ্রাম)

Follow Us

ওমান: আইপিএলের (IPL) এক একটি ফ্র্যাঞ্চাইজি দল যখন আমিরশাহি পৌঁছচ্ছে, মুম্বইয়ের রঞ্জি ক্রিকেট দলও (Mumbai’s Ranji Team) তখন পা রাখল মরুশহরে। তবে আমিরশাহিতে নয়। যশস্বী জসওয়াল, শিবম দুবেরা পৌঁছলেন ওমানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) কোয়ালিফাইং রাউন্ডের আগে মুম্বই রঞ্জি দলের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওমান। তার জন্যই মরুশহরে পা রাখল মুম্বইয়ের রঞ্জি দল। নেতৃত্ব দেবেন শামস মুলানি। মুম্বইয়ের বিরুদ্ধে ২২, ২৪ আর ২৬ তারিখ তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওমান। এরপর ২৯, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর তিনটে একদিনের ম্যাচ খেলবে দুই প্রতিপক্ষ। ওমানে ১৪ দিনের ব্যবধানে ৬টা প্রস্তুতি ম্যাচ খেলবেন যশস্বী জসওয়ালরা।

আইপিএলের জন্য মুম্বই রঞ্জি ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারকেই পাওয়া যাবে না। তাঁরা থাকবেন দুবাইয়ে। তবে রাজস্থান রয়্যালসে খেলা যশস্বী জসওয়াল আর শিবম দুবেকে পাওয়ায় কিছুটা হলেও প্রতিরোধের মুখে পড়তে হবে ওমানকে। মুম্বই রঞ্জি দলের হয়ে খেলার পরই আইপিএলের শিবিরে যোগ দেবেন এই দুই ক্রিকেটার।

আরও পড়ুন: Big changes in RCB for IPL 2021: বিরাটের আরসিবিতে তিন বড় পরিবর্তন

Next Article