লন্ডন: জো রুটদের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজের ২টি ম্যাচ হয়ে গিয়েছে। তাতে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। লর্ডস টেস্টে (Lord’s Test) তাঁর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি তিনি। ভারতের তারকা স্পিনারের দলে না থাকা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তাঁকে দলে না রাখা নিয়ে রীতিমতো বিতর্কও তৈরি হয়েছিল। এ বার প্রকাশ্যে অশ্বিন জানালেন কেন তাঁকে শেষ মুহূর্তে লর্ডস টেস্টে বাদ দেওয়া হয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেলে “কুট্টি স্টোরি” নামের এক শো-তে রবিচন্দ্রন অশ্বিন বলেন, “এই ম্যাচে (লর্ডস) আবহাওয়ার কী পূর্বাভাস ছিল? গরম। মজার বিষয়টা হল, ম্যাচের আগে ওরা (টিম ম্যানেজমেন্ট) বলেছিল, তাপপ্রবাহ রয়েছে। তুমি তাই খেলতে পারো। তুমি প্রস্তুত থেকো। কিন্তু আমরা যখন ব্রেকফাস্ট করতে এলাম, তখন বৃষ্টি শুরু হয়। আর তার পরই আবার দলে পরিবর্তন করা হয়।” চার পেসার নিয়ে মাঠে নামেন কোহলিরা।
সেই শো-তে ভারতের বোলিং কোচ আর শ্রীধর বলেন, “আবহাওয়া তো আর আমাদের হাতে থাকে না।” অশ্বিনের সঙ্গে আলোচনা পর্ব চলাকালীন একটি প্রশ্নের উত্তরে শ্রীধর বলেন, “ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো ছিল… বিশ্বের সেরা স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না।”
অশ্বিনকে প্রথম একাদশে না নেওয়ার জন্য যে অভিযোগের তির উঠে এসেছিল টিম ইন্ডিয়ার দিকে, তা খানিকটা ধামাচাপা পড়ে যায় ১৫১ রানে ভারত লর্ডস টেস্টে জেতার পরই। বেশ ভালো ছন্দে রয়েছেন অশ্বিন। তা সত্ত্বেও দলে সুযোগ পাচ্ছেন না। যা বেশ খানিকটা হতাশ করেছে অশ্বিনকে।
আরও পড়ুন: লর্ডস টেস্টের মাঝেই কোহলির সঙ্গে বিশ্বকাপ বৈঠকে সৌরভরা
লন্ডন: জো রুটদের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজের ২টি ম্যাচ হয়ে গিয়েছে। তাতে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। লর্ডস টেস্টে (Lord’s Test) তাঁর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি তিনি। ভারতের তারকা স্পিনারের দলে না থাকা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তাঁকে দলে না রাখা নিয়ে রীতিমতো বিতর্কও তৈরি হয়েছিল। এ বার প্রকাশ্যে অশ্বিন জানালেন কেন তাঁকে শেষ মুহূর্তে লর্ডস টেস্টে বাদ দেওয়া হয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেলে “কুট্টি স্টোরি” নামের এক শো-তে রবিচন্দ্রন অশ্বিন বলেন, “এই ম্যাচে (লর্ডস) আবহাওয়ার কী পূর্বাভাস ছিল? গরম। মজার বিষয়টা হল, ম্যাচের আগে ওরা (টিম ম্যানেজমেন্ট) বলেছিল, তাপপ্রবাহ রয়েছে। তুমি তাই খেলতে পারো। তুমি প্রস্তুত থেকো। কিন্তু আমরা যখন ব্রেকফাস্ট করতে এলাম, তখন বৃষ্টি শুরু হয়। আর তার পরই আবার দলে পরিবর্তন করা হয়।” চার পেসার নিয়ে মাঠে নামেন কোহলিরা।
সেই শো-তে ভারতের বোলিং কোচ আর শ্রীধর বলেন, “আবহাওয়া তো আর আমাদের হাতে থাকে না।” অশ্বিনের সঙ্গে আলোচনা পর্ব চলাকালীন একটি প্রশ্নের উত্তরে শ্রীধর বলেন, “ভারতের বোলিং আক্রমণ খুবই ভালো ছিল… বিশ্বের সেরা স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না।”
অশ্বিনকে প্রথম একাদশে না নেওয়ার জন্য যে অভিযোগের তির উঠে এসেছিল টিম ইন্ডিয়ার দিকে, তা খানিকটা ধামাচাপা পড়ে যায় ১৫১ রানে ভারত লর্ডস টেস্টে জেতার পরই। বেশ ভালো ছন্দে রয়েছেন অশ্বিন। তা সত্ত্বেও দলে সুযোগ পাচ্ছেন না। যা বেশ খানিকটা হতাশ করেছে অশ্বিনকে।
আরও পড়ুন: লর্ডস টেস্টের মাঝেই কোহলির সঙ্গে বিশ্বকাপ বৈঠকে সৌরভরা