Devon Conway: সেঞ্চুরি দিয়ে নতুন বছর শুরু করলেন ডেভন কনওয়ে

অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন কনওয়ে। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে কিউয়ি ব্যাটের পেলেন দ্বিতীয় সেঞ্চুরি।

Devon Conway: সেঞ্চুরি দিয়ে নতুন বছর শুরু করলেন ডেভন কনওয়ে
Devon Conway: সেঞ্চুরি দিয়ে নতুন বছর শুরু করলেন ডেভন কনওয়ে (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2022 | 4:10 PM

মাউন্ট মাউঙ্গানুই: নতুন বছরের শুরুতেই একজন ব্যাটার যদি সেঞ্চুরি পান তা হলে অনুভূতি কেমন হবে? অসাধারাণ ছাড়া আর কিছুই বলা যায় না। নতুন বছরের প্রথম দিনই ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বাঁ হাতি ব্যাটার ডেভন কনওয়ে (Devon Conway) করলেন সেঞ্চুরি (century)। বাংলাদেশের বিরুদ্ধে মাউন্ট মাউঙ্গানুইয়ে ২২৭ বলে ১২২ রান করলেন কনওয়ে। নতুন বছরে প্রথম দিন তাঁর এই ঝকঝকে ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১টি ছয় দিয়ে।

অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন কনওয়ে। কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমে কিউয়ি ব্যাটের পেলেন দ্বিতীয় সেঞ্চুরি। বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলছে কিউয়িরা। টসে জিতে কিউয়িদের শুরুতে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক। টম ল্যাথাম-উইল ইংয় ওপেনিং জুটি ব্যর্থ হয়। এর পর কনওয়ে এবং উইল জুটি এগিয়ে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন এই জুটি। তারপর ইয়ং ফিরলেও, কনওয়ে রস টেলরের সঙ্গে জুটি বাঁধেন। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৫৮।

কুনুইয়ের চোটের কারণে, কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ছাড়াই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে কিউয়িরা। উইলিয়ামসনের অনুপস্থিতিতে টম ল্যাথাম (Tom Latham ) দলকে নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: Virat Kohli-Anushka Sharma: দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণের সেলিব্রেশনে মাতলেন বিরাট-অনুষ্কা, দেখুন ছবি