New Zealand vs Namibia Match Highlights, T20 World Cup 2021: ভারতের চাপ বাড়ল, ৫২ রানে নামিবিয়াকে হারাল নিউজিল্যান্ড
New Zealand vs Namibia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) বনাম নামিবিয়া (Namibia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, শুক্রবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। টসে জিতে শুরুতেই কিউয়িদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন এরাসমাস। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। নামিবিয়ার ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১২০ বলে ১৬৪ রান। শারজায় দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও, শেষ অবধি পারল না নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে গেল নামিবিয়া। ৫২ রানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়ের পর এই মুহূর্তে পয়েন্ট টেবলের দু’নম্বরে পৌঁছে গেল কিউয়িরা। ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট অর্জন করেছে নিউজিল্যান্ড।
LIVE Cricket Score & Updates
-
৫২ রানে জয়ী নিউজিল্যান্ড
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে গেল নামিবিয়া। ৫২ রানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।
New Zealand edge closer to the semis ?#T20WorldCup | #NZvNAM | https://t.co/Jkn8Z7ProZ pic.twitter.com/lM6BHLrLa2
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
-
১৫ ওভারে নামিবিয়া ৮৬/৪
খেলা বাকি ৫ ওভারের। ম্যাচ জিততে ঈগলসদের এখনও প্রয়োজন ৭৮ রান। ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে নামিবিয়া।
-
-
১০ ওভারে নামিবিয়া ৫৬/৩
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে নামিবিয়া তুলেছে ৫৬ রান।
-
৫ ওভারে নামিবিয়া ২৪/০
৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ২৪ রান।
-
রান তাড়া করতে নামল ঈগলসরা
ওপেনিংয়ে নামলেন স্টিফান বার্ড ও মাইকেল ভ্যান লিঙ্গেন
-
-
১৬৩ রানে থামল নিউজিল্যান্ড
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তুলেছে নিউজিল্যান্ড। নামিবিয়ার ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৬৪ রান।
Some fireworks at the end help New Zealand to a score of 163/4 ?
Will their bowlers defend this? #T20WorldCup | #NZvNAM | https://t.co/8HFFXJ0FqT pic.twitter.com/b9zcVY0xEu
— ICC (@ICC) November 5, 2021
-
১৫ ওভারে নিউজিল্যান্ড ৯১/৪
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছে কিউয়িরা। শেষ ৫ ওভারে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড কত রান যোগ করতে পারে সেদিকে নজর থাকবে। ক্রিজে জেমস নিশাম ও গ্লেন ফিলিপস।
-
১০ ওভারে নিউজিল্যান্ড ৬২/২
১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। তার মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৬২ রান। ক্রিজে উইলিয়ামসন ও কনওয়ে।
উইলিয়ামস ব্যাট করছেন ১৩ রানে। কনওয়ে রয়েছেন ১১ রান।
-
৫ ওভারে নিউজিল্যান্ড ৩৬/১
শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ডের ওপেনাররা। ৪ ওভার কোনও উইকেট না হারিয়ে খেললেও, পঞ্চম ওভারের প্রথম বলেই মার্টিন গাপ্টিলকে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। ৫ ওভারে কিউয়িদের স্কোর ১ উইকেটে ৩৬
-
নিউজিল্যান্ডের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল
-
নামিবিয়ার প্রথম একাদশ
নামিবিয়ার প্রথম একাদশ: ক্রেগ উইলিয়ামস, স্টিফান বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন (উইকেটকিপার), গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, কার্ল বার্কেনস্টক, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।
-
কিউয়িদের প্রথম একাদশ
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
With the bat first in Sharjah. A toss win for Namibia and they opt to bowl. An unchanged XI from the last two matches. Follow play LIVE in NZ on @skysportnz and @SENZ_Radio with HIGHLIGHTS on @sparknzsport. LIVE scoring | https://t.co/RsU9xiA7RO #T20WorldCup pic.twitter.com/P1M8xCVJta
— BLACKCAPS (@BLACKCAPS) November 5, 2021
-
টস আপডেট
টসে জিতল নামিবিয়া।
টসে জিতে কেন উইলিয়ামসনদের ব্যাটিং করতে পাঠালেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।
Toss update from Sharjah ?
Namibia have won the toss and will field first. #T20WorldCup | #NZvNAM | https://t.co/Jkn8Z7ProZ pic.twitter.com/MxrLtOG7GN
— T20 World Cup (@T20WorldCup) November 5, 2021
-
লিগ টেবলে কোথায় দুই দল?
লিগ তালিকার ৩ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জিতেছে কিউয়িরা। ৫ নম্বরে রয়েছে নামিবিয়া। তারা তিনটি ম্যাচে খেলে একটিতে জিতেছে।
Published On - Nov 05,2021 2:43 PM