NZ vs PAK, T20 WC Highlights: কিউয়িদের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয়, বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

| Edited By: | Updated on: Nov 09, 2022 | 5:12 PM

New Zealand vs Pakistan, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

NZ vs PAK, T20 WC Highlights:  কিউয়িদের বিরুদ্ধে ৭ উইকেটে দুরন্ত জয়, বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান
টি-২০ বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও পাকিস্তান

সিডনি: এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট পাকিস্তান। বুধবার সিডনিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পাকিস্তানের। ৭ উইকেটে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে গেল পাকিস্তান। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর সমালোচনায় বিদ্ধ হয়েছিল পাক দল। বাবর আজমকে ছেড়ে কথা বলেননি প্রাক্তনীরা। সেই বাবর রানে ফিরলেন। ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতাতে অবদান রাখলেন পাক ক্যাপ্টেন। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। অপর ফাইনালিস্টকে পেতে এখনও একটা গোটা দিনের অপেক্ষা।

Key Events

প্রথম ফাইনালিস্ট পাকিস্তান

এ বারের টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার মেলবোর্নে বাবরদের মুখোমুখি হবে ভারত অথবা ইংল্যান্ড।

ম্যাচের সেরা রিজওয়ান

৭ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পাকিস্তানের। ৪৩ বলে ৫৭ রান করে ম্যাচের সেরা মহম্মদ রিজওয়ান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Nov 2022 05:04 PM (IST)

    ফাইনালে ভারত বনাম পাকিস্তান?

    প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পা রাখল পাকিস্তান। গ্যালারিতে পাক সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ফাইনালের অপর দল পেতে আরও ২৪ ঘণ্টার অপেক্ষা। ভারত বা ইংল্যান্ডের মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে মেলবোর্নে ফাইনাল খেলবে বাবর আজমের দল।

  • 09 Nov 2022 04:59 PM (IST)

    ফাইনালে পাকিস্তান

    ১৯তম ওভারে মহম্মদ হারিস আউট হন। তাতে অবশ্য ক্ষতি হল না পাকিস্তানের। ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।

  • 09 Nov 2022 04:52 PM (IST)

    ১৮ ওভার শেষ

    ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেট হারিয়ে ১৪৫। জয়ের জন্য শেষ দুই ওভারে মাত্র ৮ রান প্রয়োজন বাবরদের।

  • 09 Nov 2022 04:48 PM (IST)

    দ্বিতীয় সাফল্য কিউয়িদের

    মহম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য পেল নিউজিল্যান্ড। রিজওয়ানকে ফেরালেন বোল্ট। জয়ের জন্য ১৮ বলে ২১ রান প্রয়োজন পাকিস্তানের।

  • 09 Nov 2022 04:37 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২২ রান পাকিস্তানের। জয়ের জন্য ৩০ বলে ৩১ রান প্রয়োজন।

  • 09 Nov 2022 04:30 PM (IST)

    রিজওয়ানের অর্ধশতরান

    অর্ধশতরান হাঁকালেন পাকিস্তানের অপর ওপেনার মহম্মদ রিজওয়ান। ৩৬ বলে ৫০ পূর্ণ রিজওয়ানের।

  • 09 Nov 2022 04:28 PM (IST)

    আউট বাবর

    ১২.৪ ওভারে প্রথম সাফল্য নিউজিল্যান্ডের। বাবর আজমকে (৫৩) প্যাভিলিয়নে ফেরালেন ট্রেন্ট বোল্ট। বাউন্ডারি লাইনে বাবরের ক্যাচ মুঠোবন্দী করেন ড্যারেল মিচেল।

  • 09 Nov 2022 04:21 PM (IST)

    ১০০-র গণ্ডি পার

    ১০০ রানের গণ্ডি পার করল পাকিস্তান। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১০২ রান। ক্রিজে বাবর-রিজওয়ান জুটি।

  • 09 Nov 2022 04:15 PM (IST)

    বাবরের অর্ধশতরান

    সেমিফাইনালে কাটল রানের খরা। ৩৮ বলে ৫০ রান বাবর আজমের। পাক ক্যাপ্টেনের ব্যাটে সেমি জয়ের স্বপ্নের বিভোর পাকিস্তান।

  • 09 Nov 2022 04:12 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৮। বাবর ৪৩ এবং রিজওয়ান ৪২ রানে ব্যট করছেন। জয়ের জন্য ৫৯ বলে ৬৩ রান প্রয়োজন পাকিস্তানের।

  • 09 Nov 2022 04:04 PM (IST)

    উইকেটের খোঁজে নিউজিল্যান্ড

    আট ওভার অতিক্রম। বাবর-রিজওয়ান জুটিতে দুরন্ত গতিতে এগোচ্ছে পাকিস্তান। উইকেটের খোঁজে ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা।

  • 09 Nov 2022 03:54 PM (IST)

    ৫০ পার পাকিস্তানের

    পাওয়র  প্লে ওভারে কিউয়ি বোলারদের বিরুদ্ধে ঝড় বইয়ে দিলেন মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম। ৬ ওভারে উঠল ৫৫ রান। চারটি বাউন্ডারি বাবরের, রিজওয়ান হাঁকালেন পাঁচটি চার।

  • 09 Nov 2022 03:40 PM (IST)

    ৩ ওভারের খেলা শেষ

    ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেট হারিয়ে ২৪। রিজওয়ান ১৭ ও বাবর আজম ৭ রানে ব্যাট করছেন। প্রথম ওভারে বাবরের ক্যাচ ফেলেন ডেভন কনওয়ে। জীবনদান বাবর কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার।

  • 09 Nov 2022 03:28 PM (IST)

    কিউয়িদের ইনিংসের ঝলক

    পড়ুন বিস্তারিত: T20 World Cup 2022: ফাইনালের টিকিটের জন্য গ্রিন আর্মিকে তুলতে হবে ১৫৩ রান

  • 09 Nov 2022 03:26 PM (IST)

    রান তাড়া করতে নামল পাকিস্তান

    টার্গেট ১৫৩। রান তাড়া করতে নামল পাকিস্তান। ওপেনিংয়ে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটি।

  • 09 Nov 2022 03:16 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শেষ

    • সিডনিতে চলতি টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ১৫২ রানে থামল নিউজিল্যান্ড।
    • ফাইনালের টিকিট পেতে হলে পাকিস্তানকে ১২০ বলে তুলতে হবে ১৫৩ রান।
    • নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছেন ড্যারেল মিচেল (৫৩*)।
    • পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি (২টি)।
  • 09 Nov 2022 03:10 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংসের ১ ওভার বাকি

    ১৯ ওভার শেষ। কিউয়িরা আপাতত ৪ উইকেট হারিয়ে, স্কোরবোর্ডে তুলেছে ১৪৪ রান। শেষ ওভারে কত রান তুলতে পারে কিউয়িরা, সেটাই দেখার।

  • 09 Nov 2022 03:09 PM (IST)

    মিচেলের হাফসেঞ্চুরি

    ১৯তম ওভারের শেষ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মিচেল।

  • 09 Nov 2022 02:56 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। ৪৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গেলেন কিউয়ি নেতা।

  • 09 Nov 2022 02:48 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১০৬/৩

    নিউজিল্যান্ডের ইনিংসের ৫ ওভারের খেলা বাকি। ১৫ ওভার শেষে কিউয়িদের স্কোর ৩ উইকেটে ১০৬।

  • 09 Nov 2022 02:22 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৫৯/৩

    • নিউজিল্যান্ডের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৫৯ রান।
    • ক্রিজে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল।
    • উইলিয়ামসন ব্যাট করছেন ২৩ রানে।
    • মিচেল রয়েছেন ৫ রানে।
  • 09 Nov 2022 02:15 PM (IST)

    ফিলিপস ফিরলেন ড্রেসিংরুমে

    ৮ বলে ৬ রান করে গ্লেন ফিলিপস মাঠ ছাড়লেন। ফিলিপসের উইকেট তুলে নিলেন মহম্মদ নওয়াজ। কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরতে হল ফিলিপসকে।

  • 09 Nov 2022 02:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • কিউয়িদের ইনিংসের পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • শুরুর ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল।
  • 09 Nov 2022 02:05 PM (IST)

    রান আউট কনওয়ে

    রান আউট হলেন ডেভন কনওয়ে। ২০ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন কিউয়ি ওপেনার। পাওয়ার প্লে-র শেষ বলে উইকেট দিয়ে বসলেন কনওয়ে।

  • 09 Nov 2022 02:00 PM (IST)

    ৫ ওভারে কিউয়িরা তুলেছে ৩০ রান

    ক্রিজে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। ৫ ওভার শেষে কিউয়িদের স্কোর ১ উইকেটে ৩০।

  • 09 Nov 2022 01:49 PM (IST)

    ৩ ওভারে নিউজিল্যান্ড ১৯/১

    কিউয়িদের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরু থেকেই উইলিয়ামসনদের চাপে ফেলার চেষ্টা করছে পাকিস্তান। শুরুর ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে কিউয়িরা।

  • 09 Nov 2022 01:35 PM (IST)

    তৃতীয় বলেই ফিরলেন ফিন

    প্রথম ওভারের তৃতীয় বলে ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংস শুরুর প্রথম বলে শাহিনকে চার মেরেছিলেন অ্যালেন। দ্বিতীয় বলে প্রবলভাবে ফিনের উইকেটের দাবি করেছিল পাকিস্তান। সে বার সফল হয়নি গ্রিন আর্মি। তৃতীয় বলেই উইকেট প্রাপ্তি হয় পাকিস্তানের।

  • 09 Nov 2022 01:32 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    সিডনিতে শুরু হল এ বারের টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। শাহিন আফ্রিদির প্রথম বলেই চার মারলেন অ্যালেন।

  • 09 Nov 2022 01:09 PM (IST)

    কিউয়িদের একাদশ

    এক নজরে নিউজিল্যান্ডের একাদশ : কেন উইলিয়ামসন, টিম সাউদি, ঈশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।

  • 09 Nov 2022 01:08 PM (IST)

    এক নজরে পাকিস্তানের একাদশ

    সেমিফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছেন বাবর আজমরা।

    পাকিস্তান : বাবর আজম, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

  • 09 Nov 2022 01:03 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 09 Nov 2022 12:56 PM (IST)

    সেমির লড়াইয়ের জন্য তৈরি সাউদিরা

    পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য সিডনিতে হাজির কিউয়িরা।

  • 09 Nov 2022 12:54 PM (IST)

    পিচ দর্শনে বাবর

    আর কিছুক্ষণ পর শুরু হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের প্রথম সেমিফাইনাল। তার আগে পিচ দর্শনে পাক নেতা বাবর আজম।

  • 09 Nov 2022 12:35 PM (IST)

    সুপার-১২ পর্বের শেষে দুই দল ছিল কোথায়

    গ্রুপ-১ এর শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে শেষ চারের লড়াইয়ে জায়গা পেয়েছে পাকিস্তান।

  • 09 Nov 2022 12:35 PM (IST)

    আজ প্রথম সেমিফাইনাল

    সিডনিতে আজ এ বারের টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

Published On - Nov 09,2022 12:30 PM

Follow Us: